আজ  রবিবার, ৮ সেপ্টেম্বর ২০২৪


চাঁদপুরা ওয়েলফেয়ার সোসাইটির জেলা স্মৃতিসৌধে পুষ্প অর্পণ

  চট্টলার ডাক ডেস্ক:   |   আপডেট: ০৫:১৭ পিএম, ২০২১-১২-১৬    1166

 

চাঁদপুরা ওয়েলফেয়ার সোসাইটির জেলা স্মৃতিসৌধে পুষ্প অর্পণ

চট্টগ্রাম জেলার বায়েজিদ এলাকার চাঁদপুরা ওয়েলফেয়ার সোসাইটির পক্ষ থেকে মহান বিজয় দিবস বিজয়ের ৫০ বছর পূর্তি উপলক্ষে পুষ্প অর্পণ করে বীর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধাঞ্জলি জানানো হয়েছে।

 

আজ (১৬ ডিসেম্বর) সকাল ৮টায় চট্টগ্রামের জেলা স্মৃতিসৌধে পুষ্প অর্পণ করে বীর শহীদদের প্রতি এ শ্রদ্ধা জানানো হয়।

 

চাঁদপুরা ওয়েলফেয়ার সোসাইটির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান  মো. জাহিদুল ইসলামের নির্দেশে

উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন  চট্টগ্রাম উপ-ভূমি সংস্কারক কার্যালয়ের কর্মচারী  একেএম শাহজাহান হাওলাদার, চট্টগ্রাম বিভাগের বিভাগীয় সভাপতি মাহমুদুল হাসান মজনু, সাধারণ সম্পাদক মো. আল-আমিন হোসাইন সহ অন্যান্য সদস্যবৃন্দ।

একই দিন আজ চাঁদপুরা ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে দেশের বিভিন্ন স্থানে রাষ্ট্রীয় অনুষ্ঠানটি পালন করা হয়।

চাঁদপুরা ওয়েলফেয়ার সোসাইটি প্রতিষ্ঠিত হয়েছে ২০১৮ সালের ২৩ই সেপ্টেম্বর। অত্র সংগঠনটি প্রতিষ্ঠিত হওয়ার পর থেকেই দেশের বিভিন্ন স্থানে দেশ মানব জাতির কল্যাণে নিরলসভাবে কাজ করে যাচ্ছে।

 

কোভিড-১৯ করোনা মহামারির সময়ে হতদরিদ্র অসহায় মানুষের মাঝে অসংখ্যবার ত্রাণ , মাস্ক , বস্তু সামগ্রী বিতরণ করেন। দেশের বিভিন্ন স্থানে রাস্তা , কালভার্ট কাঠের সেতু নির্মাণ করেন।

এছাড়া জলবায়ু পরির্বতন নিরসনে বৃক্ষরোপণ বৃক্ষ বিতরণ কর্মসূচি অব্যাহত রেখেছেন এখনো দেশের বিভিন্ন স্থানে।

শিক্ষার মান উন্নয়নের লক্ষ্যে মেধাবী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ কর্মসূচিও পালন করা হয়।

-প্রেস বিজ্ঞপ্তি

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

রিলেটেড নিউজ

স্বাধীনতা আর গণতন্ত্র কোথায়?

মো. রাশেদুল ইসলাম-রাশেদ স্বাধীনতা আর গণতন্ত্র কোথায়? মো. রাশেদুল ইসলাম রাশেদ   তোমার দেয়া দেশটা শুধু আছে, নাম ভাঙিয়ে খা...বিস্তারিত


আবু সাঈদের লাশের ক্ষত এখনো শুকায়নি!

মো. রাশেদুল ইসলাম-রাশেদ আবু সাঈদের লাশের ক্ষত এখনো শুকায়নি! মো. রাশেদুল ইসলাম রাশেদ শোকের মাস কোনটাকে বল তুমি? এখনো তো আব�...বিস্তারিত


দিক হারা পথিক

আফছার উদ্দিন লিটন: দিক হারা পথিক আফছার উদ্দিন লিটন বেকারত্বের অভিশাপে তরুণদের মনে হাহাকার কে দেবে তাদের কর্মসংস্�...বিস্তারিত


নারী শুধু ঘর সামলায় না

মো. বেলাল হোসেন চৌধুরী ‘নারী মাঠে যেতে পারে না’-এ কথা আমরা বলতে চায় না। তারা সব পারে; কিন্ত পারিবারিক ও সামাজিক অবস্থান �...বিস্তারিত


দাঁত থাকতে দাঁতের মর্যাদা বুঝে না কেউ

মো. বেলাল হোসেন চৌধুরী (১) আমি শুধুশুধু অনর্থক যেই ভদ্রলোকটার  বিরুদ্ধে আক্রোশ বা ষড়যন্ত্র করি, পরবর্তীতে দেখা যায় তার অ�...বিস্তারিত


অধিকার

মো. রাশেদুল ইসলাম-রাশেদ অধিকার মো. রাশেদুল ইসলাম আমিও ছাত্র, তুমিও ছাত্র একই ছায়াতলে, নিজ অধিকারে লড়ছি যখন তোমার বিরোধী, ...বিস্তারিত