শিরোনাম
আহমেদ জহুর | আপডেট: ০৩:০৩ পিএম, ২০২১-০৮-১৮ 515
ম্যাক্সিম গোর্কী
ম্যাক্সিম গোর্কীর জীবন ছিল নিদারুণ কষ্টের, বড়ই সংগ্রামের। তিনি ৯ বছর বয়সে পিতৃহারা হন, ১২ বছর বয়সে বাড়ি থেকে বেরিয়ে যান এবং ১৯ বছর বয়সে আত্মহত্যার চেষ্টা করেন। তাঁর শৈশব-কৈশোর এতই দারিদ্র্যপীড়িত ছিল যে বেশি লেখাপড়াও করতে পারেননি। স্বশিক্ষিত ম্যাক্সিম গোর্কী সাহিত্যে নোবেল পাওয়ার জন্য পাঁচবার মনোনীত হন।
গত ১৮ জুন ছিল বিশ্বখ্যাত স্বশিক্ষিত সাহিত্যিক ম্যাক্সিম গোর্কীর ৮৫তম মৃত্যুবার্ষিকী। তাঁকে হৃদয়ের শ্রদ্ধাঞ্জলি! ম্যাক্সিম গোর্কী ছিলেন রুশ তথা সোভিয়েত ইউনিয়নের একজন বাস্তববাদী সাহিত্যের প্রতিষ্ঠাতা। তাঁর অসংখ্য জগদ্বিখ্যাত লেখার মধ্যে 'দ্য মাদার' বা 'মা' হলো একটি কালজয়ী উপন্যাস।
একজন লেখক হিসেবে সফল হওয়ার প্রায় পনেরো বছর আগে থেকে তিনি প্রায়শই চাকরি পরিবর্তন করতেন এবং রাশিয়ার বিভিন্ন প্রদেশ ঘুরে বেড়াতেন। এই অভিজ্ঞতাগুলো পরে তাঁর লেখায় প্রভাব ফেলেছে। গোর্কি উদীয়মান মার্কসবাদী সামাজিক-গণতান্ত্রিক আন্দোলনে সক্রিয় ছিলেন। তিনি বলশেভিক পার্টির সাথে কিছুদিন যুক্ত থেকে কাজ করেছিলেন। তাঁর জীবনের একটি উল্লেখযোগ্য অংশের জন্য তিনি রাশিয়া এবং পরে সোভিয়েত ইউনিয়ন থেকে নির্বাসিত হয়েছিলেন।
মাক্সিম গোর্কী নিঞ্জি নভগরদ এলাকায় জন্মগ্রহণ করেন। গোর্কির বাবার নাম মাক্সিম পেশকভ ও মায়ের নাম ভারিয়া। তাদের প্রথম সন্তান আলেক্সেই পেশকভের জন্ম হয় ১৮৬৮ সালের ২৮ মার্চ। পিতৃদত্ত নাম মুছে ম্যাক্সিম গোর্কি নামেই তিনি জগদ্বিখ্যাত হন। তিনি ৯ বছর বয়সে পিতৃহীন হন। বাবা মারা যাবার পর মায়ের সঙ্গে আশ্রয় নেন মামার বাড়ি নিজনি নভগরোদ শহরে। তারপর স্থানীয় স্কুলে ভর্তি হন। ইতিমধ্যে মা হঠাৎ একদিন মারা যান। এরপর গোর্কির ১৮৮০ সালে ১২ বছর বয়সে গৃহত্যাগ করেন।
ম্যাক্সিম গোর্কী ১৮৮৭ সালে জীবনের প্রতি ত্যাক্ত বিরক্ত হয়ে আত্মহত্যার চেষ্টা করেন। পরে তিনি বাড়ি থেকে বের হয়ে যান এবং দীর্ঘ ৫ বছর ধরে পায়ে হেঁটে রাশিয়া ভ্রমন করেন। ১৮৮২ সালে সাহিত্য রচনা শুরু করেন। তিনি জেহুদিয়েল কামিদা ছদ্মনামেও লিখেছেন। ম্যাক্সিম গোর্কীর প্রথম গল্প প্রকাশিত হয় তিবিলিসির সংবাদপত্র কাভকাজে। যেখানে বেশিরভাগ সময় ককেশীয় রেলওয়ে কর্মশালার জন্য তিনি বেশ কয়েক সপ্তাহ কাজ করেছিলেন। সাংবাদিক হিসাবে প্রাদেশিক সংবাদপত্রে কাজ করছিলেন।
প্রাথমিক বিদ্যালয়ে ভর্তি হয়েছিলেন গোর্কি। কিন্তু স্কুলে যাওয়া হয়ে ওঠেনি। প্রথম কারণ, তার নানা কোনো খরচ দিতে রাজি হননি। দ্বিতীয় কারণ, নানার বাড়িতে পড়াশোনার কোনো পরিবেশ ছিল না বা পড়াশোনার প্রয়োজনীয় তার কথা কেউ ভাবতো না। আর তৃতীয় কারণ হচ্ছে, মামারা নিজেদের মধ্যে ঝগড়া-বিবাদ নিয়ে এমন নারকীয় পরিবেশ তৈরি করে রেখেছিলেন যে কিশোর গোর্কির পক্ষে বাড়িতে পড়াশোনা করা ছিল খুবই কঠিন। ফলে তিনি বখাটেদের সঙ্গে মিশে ঘুরে বেড়ানোর পথটাকেই বেছে নিয়েছিলেন। কিন্তু স্কুলের বাঁধন ছিন্ন হলেও বইয়ের প্রতি ছিল তাঁর সীমাহীন টান এবং তিনি নিজে নিজেই লেখাপড়া করতে থাকেন। সম্পূর্ণই স্বশিক্ষিত এক মানুষ বলা যায় গোর্কিকে।
প্রথাগত রচনার বাইরে ম্যাক্সিম গোর্কি তাঁর লেখায় প্রাধান্য দেন সমাজের নিচুশ্রেণীর খেঁটে খাওয়া শ্রমজীবী মানুষের জীবনের গল্পকে। ১৮৯৮ সালে তাঁর লেখা প্রবন্ধ ও গল্প নিয়ে একটি সংকলন রেখাচিত্র ও কাহিনী প্রকাশিত হয়। ১৯০০ সালে প্রকাশিত হয় তাঁর সার্থক উপন্যাস ফোমা গর্দিয়েভ। ১৯০০ থেকে ১৯০৫ সাল পর্যন্ত গোর্কির লেখা আরও আশাবাদী হয়ে ওঠে। ১৯০১ সালে বিপ্লবী ছাত্রদের হত্যা করার জন্য প্রতিবাদ জানিয়ে গোর্কি রচনা করেন ঝোড়ো পাখির গান নামের কবিতা। ১৯০৭ সালে তিনি রচনা করেন তার বিশ্ববিখ্যাত উপন্যাস মা।
স্ট্যালিনবাদীদের ওপর দমন-পীড়া বৃদ্ধি পাওয়ার এক পর্যায়ে ১৯৩৪ সালের ডিসেম্বরে সের্গেই কিরভকে হত্যার পরে মস্কোর কাছে গোর্কিকে তাঁর বাসায় গৃহবন্দী করা হয়েছিল। ১৯৩৪ সালের মে মাসে গোর্কির ছেলে ম্যাক্সিম পেশকভের আকস্মিক মৃত্যুর পরে ম্যাক্সিম গোর্কি ১৯৩৬ সালের জুনে নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে মারা যান।
লেখক: আহমেদ জহুর: কবি, সাংবাদিক ও প্রাবন্ধিক
-----------------------------------------------
তথ্যসূত্র : উইকিপিডিয়া
আফছার উদ্দিন লিটন: ২০২১ সালের নভেম্বর-ডিসেম্বর মাসে হঠাৎ করে ফেসবুক কর্তৃপক্ষ গণহারে ফেসবুক ব্যবহারকারীদের আইডি রহ�...বিস্তারিত
চট্টলার ডাক ডেস্ক: ফুসফুসের রোগে যারা ভুগছেন, শ্বাস-প্রশ্বাসে মারাত্মক সমস্যা দেখা দিয়েছে তাদেরকে সুখবর দিয়েছে ডান্...বিস্তারিত
চট্টলার ডাক ডেস্ক: সত্তর দশকের শেষ দিকে সোলসের লিড গিটারিস্ট সাজেদুল আলম বিদেশ চলে যান। অনেকে এই শূন্য পদের জন্য আগ্র...বিস্তারিত
চট্টলার ডাক ডেস্ক: এটা হলো পৃথিবীর অন্যতম বৃহত্তম লাইব্রেরি “ The British Library" যেখানে বইয়ের পরিমাণ প্রায় ১৭০ থেকে ২০০ মি...বিস্তারিত
চট্টলার ডাক ডেস্ক: ইউরোপের বলকান অঞ্চলের স্বাধীন দেশ কসোভো (Republic of Kosovo)। এটি সর্বশেষ স্বাধীন মুসলিম রাষ্ট্র হিসেবে পৃথি�...বিস্তারিত
চট্টলার ডাক ডেস্ক: রাশিয়ায় মসজিদের সংখ্যা বৃদ্ধিতে সন্তোষ প্রকাশ করেছেন প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। রাশিয়ার গ্রা...বিস্তারিত
© Copyright 2024 Dainik Chattalar Dak