শিরোনাম
চট্টলার ডাক ডেস্ক: | আপডেট: ০৩:২০ এএম, ২০২১-০৭-১৫ 799
অবশেষে ইতালির ৫৫ বছরের অবসান ঘটলো। অপেক্ষায় অপেক্ষায় কয়েক প্রজন্ম হারিয়েও গেছে। সেই অপেক্ষা ঘোচানোর মাহেন্দ্রক্ষণ যখন এল, লন্ডনে তার আগেই পানশালাগুলোয় বিয়ারে টান পড়েছিল। অপেক্ষা ঘুচুক কিংবা থাকুকÑদুটি সময়ই তো এলোমেলো হওয়ার। ইংরেজরা তাই বিয়ারে ভরসা রেখেছিলেন। তাদের কেউ কেউ মদির চোখে হয়তো এমনও ভেবেছেনÑরোম যখন পুড়বে, ‘হোম’ তখন বাঁশি বাজাবে।
তুসকানি ওয়াইনের ধারায় ডুবে বিপরীত কল্পনার ফানুসও উড়েছে। কিন্তু তার ছটা এত দূর থেকে দেখা গেছে সামান্যই। শত বছরের বেশি বিশ্ব শাসন করেছে ইংরেজরা। পাঁচ দশকের বেশি সময় অপেক্ষা ঘুচিয়ে তারা কোনো (মহাদেশীয়) শ্রেষ্ঠত্বের টুর্নামেন্টে ফাইনালে উঠলে নীল রং তো একটু কোণঠাসা হবেই পৃথিবীর আকাশে। নিচে ধরণির বুকেও প্রায় সবাই জানতেন, এটাই নিয়তি; সাহেবদের ফাইনালে ওঠা মানে এলাহি কান্ড! ওয়েম্বলিতে ফাইনাল শুরুর লগ্নে তাই গোলমাল বেধেছে, নিরাপত্তাবেষ্টনী ভেঙে হুড়মুড় করে ঢুকেছে টিকিটহীন ইংরেজ সমর্থকদের দল। টাইব্রেকারে ৩-২ ব্যবধানে হারের পর ইতালিয়ান সমর্থকদের ওপর হামলা এবং হৃদয় ভাঙার পর নিজ দলের খেলোয়াড়দের সঙ্গেও বর্ণবাদী আচরণও অস্বাভাবিক কিছু নয়!
কিন্তু ওই যে কথায় আছে, ‘গেম ইজ আ গ্রেট লেভেলার’—ফাইনালের গালিচায় তাই স্বাভাবিক ঘটনাই ঘটল। ইউরোপিয়ান ফুটবলে খেলার মান বিচারে ফাইনালটা ছিল তুঙ্গস্পর্শী লড়াই—কখনো দাবার ছকে, কখনো আবার ঘোড়সওয়ারের মতো গতির ধুলো উড়িয়ে। ম্যাচে দুই মিনিটে লুক শ–র গোলটা স্মরণ করুন। ওয়েম্বলিতে টিকিট কেটে অনেকে নিজের আসনটা বুঝে পাননি (টিকিটহীন সমর্থকদের কান্ডে)-তারা ধাতস্থ হয়ে বসার আগেই গোল! গতিময় আক্রমণ থেকে ক্রস, হাফ ভলিতে শ–র জোরাল শট-গোলের পর সামাজিক যোগাযোগমাধ্যমে রব উঠল শ আসলে ইংল্যান্ডের রবার্তো কার্লোস! এই যে বল্গাহীন আবেগ, তাতে ভেসেই কি আয়তাকার সবুজ গালিচার ছকে শেষ দানে ভুল করলেন সাউথগেট?
অতিরিক্ত সময়েও ম্যাচ ১-১ গোলে সমতায়। টাইব্রেকার মাথায় রেখে শেষ মুহূর্তে সাউথগেট কী ভেবে বদলি হিসেবে নামিয়েছেন জেডন সাঞ্চো ও মার্কাস রাশফোর্ডকে? বুকায়ো সাকাও বদলি হিসেবে নেমেছেন ৭১ মিনিটে। যথাক্রমে ২১, ২৩ ও ১৯ বছর বয়সী এই তিন তরুণকে সাউথগেট কী বুঝে ঠেলে দিলেন টাইব্রেকারের মতো স্নায়ুক্ষয়ী মঞ্চে শট নিতে! এর মধ্যে সাকা আর সাঞ্চো তো এই প্রথম বড় কোনো টুর্নামেন্ট খেলছেন।
ইতালি গোলকিপার জিয়ানলুইজি দোন্নারুমার বীরত্বের ছটায় তিন তরুণের লক্ষ্যভেদে ব্যর্থতা ভবিষ্যৎ হয়তো মনে রাখবে না। কিন্তু প্রায়শ্চিত্তের সুযোগ পেয়েও তা নিজে ছুড়ে ফেলার দায় সাউথগেট কীভাবে এড়াবেন? ২৫ বছর আগে এই ইংল্যান্ডেই ইউরোর সেমিফাইনালে টাইব্রেকারে ২৬ বছর বয়সী সাউথগেটের ব্যর্থতায় ফাইনালটা স্বপ্ন হয়েই থেকে গিয়েছিল। এবার সেই স্বপ্ন ধরা দিলেও নিজের কাঁচা বয়সের ভুল থেকে শিক্ষা না নিয়ে সাউথগেট আরও কচি–কাঁচাদের টাইব্রেকার নিতে পাঠালেন কোন যুক্তিতে?
রবার্তো মানচিনি কিন্তু সে ভুল করেননি। টাইব্রেকারে তাঁর পাঁচ সেনানির মধ্যে সবার বয়স পঁচিশের ঊর্ধ্বে-অভিজ্ঞ, পেনাল্টিতে দক্ষ ও পোড় খাওয়া সব যোদ্ধা। নির্ধারিত সময়ে গোল করে ইতালিকে সমতায় ফেরানো ৩৪ বছর বয়সী ডিফেন্ডার লিওনার্দো বোনুচ্চিকে টাইব্রেকারে রাখাটাই তার প্রমাণ। আর দোন্নারুমা? ইংল্যান্ডের হয়ে শেষ শট নেয়া ১৯ বছর বয়সী সাকাকে দুঃস্বপ্নের আগুনে পুড়িয়ে দোন্নারুমার শীতল চাহনিতে গোলপোস্ট ছেড়ে বেরিয়ে আসার দৃশ্য তো মনে আছে? ইউরোর এক সংস্করণে প্রথম দল হিসেবে ইতালিকে একাধিক টাইব্রেকার জেতানো গোলকিপারকে ‘নায়ক’ না বলে উপায় আছে!
শেষ পর্যন্ত ফুটবলের তাই ‘হোম’ মানে ‘ঘরে’ ফেরা হলো না। নীল উৎসবের উপলক্ষ হয়ে তার গন্তব্য রোম। আকণ্ঠ গিলে উন্মত্ত ইংরেজদেরও ঘোর কাটল ঘাম দিয়ে, তারা আবিষ্কার করলেন; আরে, রোম যখন বাঁশি বাজাচ্ছে, হোম তখন পুড়ছে! আর আকাশও নীল, নিচে আয়তাকার সবুজ গালিচার সরোবরে ফুটন্ত নীল শতদলে মধ্যমণি মানচিনি!
আফছার উদ্দিন লিটন: অবশেষে অধরা ট্রফি আর্জেন্টিনাই পেলো। আর্জেন্টিনার শৈল্পিক ফুটবল খেলার জয় হলো। ফুটবল হলো শৈল্পিক ...বিস্তারিত
চট্টলার ডাক ডেস্ক: ২০১৮ বিশ্বকাপে কোয়ালিফাই করতে না পারায় ইতালিয়ান ফুটবলের শেষকৃত্যও প্রায় সারা হয়ে গিয়েছিল। সেখান ...বিস্তারিত
চট্টলার ডাক ডেস্ক: স্পেন কোচ লুইস এনরিকের নিশ্চয়ই মনে পড়ছে সেই স্মৃতি! ইউরো ২০২০-এর সেমিফাইনালে ইতালির বিপক্ষে ৬ জুলা...বিস্তারিত
চট্টলার ডাক ডেস্ক: চলতি বছরের জানুয়ারির প্রথম সপ্তাহেই ক্রিকেটকে বিদায় জানালেও অবসর ভেঙ্গে আবারো খেলার �...বিস্তারিত
চট্টলার ডাক ডেস্ক: প্রেমিকার নিজ বাড়িতে ছুরিকাঘাতে খুন হয়েছেন ইতালিয়ান ঘরোয়া লিগ সিরিএ’ রেফারি ড্যানিয়েল ডি সান...বিস্তারিত
© Copyright 2024 Dainik Chattalar Dak