আজ  মঙ্গলবার, ১৭ সেপ্টেম্বর ২০২৪


“হলুদ কার্ড ফাঁদ” ব্যবহারে খরচ কমছে কৃষকের

  আফছার উদ্দিন লিটন:   |   আপডেট: ১২:৫০ এএম, ২০২১-০৬-১৯    695

 

“হলুদ কার্ড ফাঁদ” ব্যবহারে খরচ কমছে কৃষকের


ফসলের ক্ষতিকর পোকা দমনের নতুন পদ্ধতি হিসেবে “হলুদ কার্ড ফাঁদ” ব্যবহারে আগ্রহ দিন দিন বেড়েই চলেছে সীতাকুণ্ডের কৃষকদের মাঝে। আঠালো জাতীয় এসব হলুদ রংয়ের ফাঁদে বসে আটকা পড়ে মারা যাচ্ছে ক্ষতিকর সব পোকা। এ পদ্ধতিতে পোকা দমন হওয়ায় কৃষককে সবজির জমিতে প্রয়োগ করতে হচ্ছে না কীটনাশক বা বিষ। এর ফলে বিষমুক্ত সবজির ন্যায্য দাম পাওয়া আর কীটনাশকের বাড়তি খরচ কমে যাওয়ায় এখন লাভবান হচ্ছেন এ উপজেলার কৃষকরা। শুধু তাই নয়, জমিতে সকল ধরনের সবজি  চাষে “হলুদ কার্ড ফাঁদের” ব্যবহারে মনোযোগ দিচ্ছেন কৃষকরা। উপজেলা কৃষি অফিসের সমন্বয়ে অধিকাংশ এলাকায় নতুন এ পদ্ধতির ব্যবহার বাড়াতে ইপসা কৃষি ইউনিটের পক্ষ থেকে কৃষকদেরকে উদ্বুদ্ধ করা হচ্ছে।

এ প্রসঙ্গে উপজেলার মৌলভিপাড়া গ্রামের কৃষক মো. ইকবাল হোসেন বলেন, জমিতে বিষমুক্ত নিরাপদ সবজি উৎপাদনে এবং পোকা দমনে হলুদ কার্ড ফাঁদ অত্যন্ত কার্যকর একটা পদ্ধতি। এ ফাঁদ ব্যবহার করে কৃষকরা যেমন স্বস্তি পাচ্ছে তেমনি সফলও হচ্ছেন। এর ব্যবহার কৃষিক্ষেত্রে দিন দিন বেড়েই চলেছে। বর্তমানে কৃষিক্ষেত্রে হলুদ কার্ড ফাঁদ ও সেক্স ফেরোমন ফাঁদ শুধু যুগান্তকারী ভূমিকা রাখছে না রীতিমতো বিপ্লব ঘটিয়ে চলছে। বর্তমান সরকার কৃষিবান্ধব সরকার। অথচ, আমরা জমিতে এতো পরিশ্রম করেও ফসল ফলিয়ে ন্যায্য দাম পাইনা। মধ্যসত্ত্বভোগিরাই এর সুফল লাভ করে। সরকারের প্রতি আমাদের অনুরোধ জমিতে উৎপাদিত সবজি বাজারে যেন আমরা ন্যায্য মূল্য পাই। সরকারের উচিৎ কৃষকদের নিয়ে আরও ভাবা। এক্ষেত্রে বেসরকারি সামাজিক উন্নয়ন সংগঠন ইপসা আমাদেরকে ঋণ, প্রশিক্ষণ এবং কারিগরি সহযোগিতা দিয়ে যাচ্ছে।

উপজেলার মৌলভিপাড়া গ্রামের অপর কৃষক মো. জসিম উদ্দিন বলেন, জমিতে এবার হলুদ কার্ড ফাঁদ ব্যবহার করে শিম, বাঁধাকপি ক্ষেতের পোকা দমন করতে পেরেছি। জমিতে বিষমুক্ত সবজি উৎপাদনে কীটনাশকের ব্যবহার কমে যাওয়ায় আমরা এখন লাভবান হচ্ছি। বাজারে বিষমুক্ত সবজির চাহিদা থাকায় উপযুক্ত দামও পাচ্ছি আমরা। হলুদ কার্ড ফাঁদ ব্যবহার লাভজনক হওয়ায় এ পদ্ধতিতে আগ্রহী হচ্ছেন কৃষকরা।

জানতে চাইলে স্থায়িত্বশীল উন্নয়নের জন্য সংগঠন ইপসা’র কৃষি কর্মকর্তা সুমন দেবনাথ বলেন, সীতাকুণ্ড  উপজেলার কৃষকরা যথেষ্ট সচেতন। তারা জমিতে ফসল উৎপাদনে ব্যবহার করছে হলুদ কার্ড ফাঁদ ও সেক্স ফেরোমন ফাঁদ। সীতাকুণ্ড উপজেলায় ইপসার কর্ম এলাকায় সদস্যরা ইপসা থেকে ঋণ এবং প্রশিক্ষণ নিয়ে জমিতে ভালোভাবে চাষাবাদ করে যাচ্ছেন। নিরাপদ বিষমুক্ত সবজি উৎপাদনে হলুদ কার্ড ফাঁদ ব্যবহার করে সীতাকু- উপজেলার কৃষকরা কি ধরনের লাভ হচ্ছে এ প্রসঙ্গে জানতে চাইলে তিনি বলেন, কীটনাশক তথা বিষের ব্যবহার কমিয়ে হলুদ কাড ফাঁদ ও সেক্স ফেরোমন ফাঁদ ব্যবহারের দিকে ঝুঁকছে এখন কৃষকরা। শুধু তাই নয় সবজি উৎপাদনের জন্য জমিতে পরিচর্যার জন্য ট্রাইকো কম্পোস্ট সার, জৈব সার, হলুদ কাড ফাঁদ ও সেক্স ফেরোমন ফাঁদ ব্যবহার করে সুবিধা ভোগ করছে। কৃষকরা আর্থিকভাবেও লাভবান হচ্ছেন। উপজেলায় কৃষকদের মাঝে ‘হলুদ কার্ড ফাঁদের’ ব্যবহার আরও বাড়িয়ে দেয়ার জন্য ইপসার পক্ষ থেকে আর কি কি ধরনের উদ্যোগ রয়েছে জানতে চাইলে তিনি আরও বলেন, বাজারে ‘হলুদ কার্ড ফাঁদের’ সহজলভ্যতার জন্য প্রত্যেক দোকানে এ কার্ড রাখার পরামর্শ দিচ্ছি।

জানতে চাইলে সীতাকুণ্ড উপজেলা সহকারী কৃষি কর্মকর্তা রতন কুমার দত্ত বলেন, জমিতে কৃষকরা হলুদ কার্ড ফাঁদ ব্যবহার করে সবজির পাতায় রস শোষণকারী পোকা সাদামাছি, জাব পোকা, ভেনভেনি, গুনগুনি পোকা দমন করতে পারছে। হলুদ কার্ড ফাঁদ ব্যবহার করে সীতাকু- উপজেলার কৃষকরা আর্থিকভাবে কেমন লাভবান হচ্ছেন জানতে চাইলে তিনি বলেন, জমিতে কৃষকরা হলুদ কার্ড ফাঁদ লাগানো এবং এর ব্যবহারে খরচ কম হওয়ায় কীটনাশকের ব্যবহার তেমন একটা করতে হয়না। ফলে, জমিতে কৃষকরা কীটনাশকের ব্যবহার কম করায় এ ফাঁদ ব্যবহার করে নিরাপদ বিষমুক্ত সবজি উৎপাদন করে আর্থিকভাবে লাভবান হচ্ছেন।   
-----------
 

 

রিলেটেড নিউজ

স্বাধীনতা আর গণতন্ত্র কোথায়?

মো. রাশেদুল ইসলাম-রাশেদ স্বাধীনতা আর গণতন্ত্র কোথায়? মো. রাশেদুল ইসলাম রাশেদ   তোমার দেয়া দেশটা শুধু আছে, নাম ভাঙিয়ে খা...বিস্তারিত


দিক হারা পথিক

আফছার উদ্দিন লিটন: দিক হারা পথিক আফছার উদ্দিন লিটন বেকারত্বের অভিশাপে তরুণদের মনে হাহাকার কে দেবে তাদের কর্মসংস্�...বিস্তারিত


জনতা ব্যাংক চাক্তাই শাখার গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত

চট্টলার ডাক ডেস্ক: জনতা ব্যাংক পিএলসি চাক্তাই শাখার উদ্যোগে ব্যাংক ব্যবস্থাপনা কর্তৃপক্ষের নির্দেশত “ ৫০ দিনের বি...বিস্তারিত


নারী শুধু ঘর সামলায় না

মো. বেলাল হোসেন চৌধুরী ‘নারী মাঠে যেতে পারে না’-এ কথা আমরা বলতে চায় না। তারা সব পারে; কিন্ত পারিবারিক ও সামাজিক অবস্থান �...বিস্তারিত


দাঁত থাকতে দাঁতের মর্যাদা বুঝে না কেউ

মো. বেলাল হোসেন চৌধুরী (১) আমি শুধুশুধু অনর্থক যেই ভদ্রলোকটার  বিরুদ্ধে আক্রোশ বা ষড়যন্ত্র করি, পরবর্তীতে দেখা যায় তার অ�...বিস্তারিত


তরুণ প্রকাশকদের অংশগ্রহণে তিনদিনব্যাপী ‌‌প্রশিক্ষণ কর্মশালার সনদপত্র বিতরণ অনুষ্ঠান সম্পন্ন

চট্টলার ডাক ডেস্ক: তরুণ প্রকাশকদের অংশগ্রহণে তিনদিনব্যাপী ‌‌'সৃজনশীল প্রকাশনা খাত: চ্যালেঞ্জ ও সম্ভাবনা' শীর্�...বিস্তারিত