আজ  মঙ্গলবার, ৩ ডিসেম্বর ২০২৪


“হলুদ কার্ড ফাঁদ” ব্যবহারে খরচ কমছে কৃষকের

  আফছার উদ্দিন লিটন:   |   আপডেট: ১২:৫০ এএম, ২০২১-০৬-১৯    762

 

“হলুদ কার্ড ফাঁদ” ব্যবহারে খরচ কমছে কৃষকের


ফসলের ক্ষতিকর পোকা দমনের নতুন পদ্ধতি হিসেবে “হলুদ কার্ড ফাঁদ” ব্যবহারে আগ্রহ দিন দিন বেড়েই চলেছে সীতাকুণ্ডের কৃষকদের মাঝে। আঠালো জাতীয় এসব হলুদ রংয়ের ফাঁদে বসে আটকা পড়ে মারা যাচ্ছে ক্ষতিকর সব পোকা। এ পদ্ধতিতে পোকা দমন হওয়ায় কৃষককে সবজির জমিতে প্রয়োগ করতে হচ্ছে না কীটনাশক বা বিষ। এর ফলে বিষমুক্ত সবজির ন্যায্য দাম পাওয়া আর কীটনাশকের বাড়তি খরচ কমে যাওয়ায় এখন লাভবান হচ্ছেন এ উপজেলার কৃষকরা। শুধু তাই নয়, জমিতে সকল ধরনের সবজি  চাষে “হলুদ কার্ড ফাঁদের” ব্যবহারে মনোযোগ দিচ্ছেন কৃষকরা। উপজেলা কৃষি অফিসের সমন্বয়ে অধিকাংশ এলাকায় নতুন এ পদ্ধতির ব্যবহার বাড়াতে ইপসা কৃষি ইউনিটের পক্ষ থেকে কৃষকদেরকে উদ্বুদ্ধ করা হচ্ছে।

এ প্রসঙ্গে উপজেলার মৌলভিপাড়া গ্রামের কৃষক মো. ইকবাল হোসেন বলেন, জমিতে বিষমুক্ত নিরাপদ সবজি উৎপাদনে এবং পোকা দমনে হলুদ কার্ড ফাঁদ অত্যন্ত কার্যকর একটা পদ্ধতি। এ ফাঁদ ব্যবহার করে কৃষকরা যেমন স্বস্তি পাচ্ছে তেমনি সফলও হচ্ছেন। এর ব্যবহার কৃষিক্ষেত্রে দিন দিন বেড়েই চলেছে। বর্তমানে কৃষিক্ষেত্রে হলুদ কার্ড ফাঁদ ও সেক্স ফেরোমন ফাঁদ শুধু যুগান্তকারী ভূমিকা রাখছে না রীতিমতো বিপ্লব ঘটিয়ে চলছে। বর্তমান সরকার কৃষিবান্ধব সরকার। অথচ, আমরা জমিতে এতো পরিশ্রম করেও ফসল ফলিয়ে ন্যায্য দাম পাইনা। মধ্যসত্ত্বভোগিরাই এর সুফল লাভ করে। সরকারের প্রতি আমাদের অনুরোধ জমিতে উৎপাদিত সবজি বাজারে যেন আমরা ন্যায্য মূল্য পাই। সরকারের উচিৎ কৃষকদের নিয়ে আরও ভাবা। এক্ষেত্রে বেসরকারি সামাজিক উন্নয়ন সংগঠন ইপসা আমাদেরকে ঋণ, প্রশিক্ষণ এবং কারিগরি সহযোগিতা দিয়ে যাচ্ছে।

উপজেলার মৌলভিপাড়া গ্রামের অপর কৃষক মো. জসিম উদ্দিন বলেন, জমিতে এবার হলুদ কার্ড ফাঁদ ব্যবহার করে শিম, বাঁধাকপি ক্ষেতের পোকা দমন করতে পেরেছি। জমিতে বিষমুক্ত সবজি উৎপাদনে কীটনাশকের ব্যবহার কমে যাওয়ায় আমরা এখন লাভবান হচ্ছি। বাজারে বিষমুক্ত সবজির চাহিদা থাকায় উপযুক্ত দামও পাচ্ছি আমরা। হলুদ কার্ড ফাঁদ ব্যবহার লাভজনক হওয়ায় এ পদ্ধতিতে আগ্রহী হচ্ছেন কৃষকরা।

জানতে চাইলে স্থায়িত্বশীল উন্নয়নের জন্য সংগঠন ইপসা’র কৃষি কর্মকর্তা সুমন দেবনাথ বলেন, সীতাকুণ্ড  উপজেলার কৃষকরা যথেষ্ট সচেতন। তারা জমিতে ফসল উৎপাদনে ব্যবহার করছে হলুদ কার্ড ফাঁদ ও সেক্স ফেরোমন ফাঁদ। সীতাকুণ্ড উপজেলায় ইপসার কর্ম এলাকায় সদস্যরা ইপসা থেকে ঋণ এবং প্রশিক্ষণ নিয়ে জমিতে ভালোভাবে চাষাবাদ করে যাচ্ছেন। নিরাপদ বিষমুক্ত সবজি উৎপাদনে হলুদ কার্ড ফাঁদ ব্যবহার করে সীতাকু- উপজেলার কৃষকরা কি ধরনের লাভ হচ্ছে এ প্রসঙ্গে জানতে চাইলে তিনি বলেন, কীটনাশক তথা বিষের ব্যবহার কমিয়ে হলুদ কাড ফাঁদ ও সেক্স ফেরোমন ফাঁদ ব্যবহারের দিকে ঝুঁকছে এখন কৃষকরা। শুধু তাই নয় সবজি উৎপাদনের জন্য জমিতে পরিচর্যার জন্য ট্রাইকো কম্পোস্ট সার, জৈব সার, হলুদ কাড ফাঁদ ও সেক্স ফেরোমন ফাঁদ ব্যবহার করে সুবিধা ভোগ করছে। কৃষকরা আর্থিকভাবেও লাভবান হচ্ছেন। উপজেলায় কৃষকদের মাঝে ‘হলুদ কার্ড ফাঁদের’ ব্যবহার আরও বাড়িয়ে দেয়ার জন্য ইপসার পক্ষ থেকে আর কি কি ধরনের উদ্যোগ রয়েছে জানতে চাইলে তিনি আরও বলেন, বাজারে ‘হলুদ কার্ড ফাঁদের’ সহজলভ্যতার জন্য প্রত্যেক দোকানে এ কার্ড রাখার পরামর্শ দিচ্ছি।

জানতে চাইলে সীতাকুণ্ড উপজেলা সহকারী কৃষি কর্মকর্তা রতন কুমার দত্ত বলেন, জমিতে কৃষকরা হলুদ কার্ড ফাঁদ ব্যবহার করে সবজির পাতায় রস শোষণকারী পোকা সাদামাছি, জাব পোকা, ভেনভেনি, গুনগুনি পোকা দমন করতে পারছে। হলুদ কার্ড ফাঁদ ব্যবহার করে সীতাকু- উপজেলার কৃষকরা আর্থিকভাবে কেমন লাভবান হচ্ছেন জানতে চাইলে তিনি বলেন, জমিতে কৃষকরা হলুদ কার্ড ফাঁদ লাগানো এবং এর ব্যবহারে খরচ কম হওয়ায় কীটনাশকের ব্যবহার তেমন একটা করতে হয়না। ফলে, জমিতে কৃষকরা কীটনাশকের ব্যবহার কম করায় এ ফাঁদ ব্যবহার করে নিরাপদ বিষমুক্ত সবজি উৎপাদন করে আর্থিকভাবে লাভবান হচ্ছেন।   
-----------
 

 

রিলেটেড নিউজ

রওশন কার্পেট হাউজ

চট্টলার ডাক ডেস্ক: রওশন কার্পেট হাউজ ...বিস্তারিত


কিভাবে আপনার ফেসবুক আইডি সুরক্ষিত রাখবেন?

আফছার উদ্দিন লিটন: ২০২১ সালের নভেম্বর-ডিসেম্বর মাসে হঠাৎ করে ফেসবুক কর্তৃপক্ষ গণহারে ফেসবুক ব্যবহারকারীদের আইডি রহ�...বিস্তারিত


ফুসফুসের রোগে যারা ভুগছেন তারা কী করবেন?

চট্টলার ডাক ডেস্ক: ফুসফুসের রোগে যারা ভুগছেন, শ্বাস-প্রশ্বাসে মারাত্মক সমস্যা দেখা দিয়েছে তাদেরকে সুখবর দিয়েছে ডান্...বিস্তারিত


তুমি জেনুইন মিউজিশিয়ান তোমার চিন্তা কী?

চট্টলার ডাক ডেস্ক: সত্তর দশকের শেষ দিকে সোলসের লিড গিটারিস্ট সাজেদুল আলম বিদেশ চলে যান। অনেকে এই শূন্য পদের জন্য আগ্র...বিস্তারিত


পৃথিবীর অন্যতম বৃহত্তম লাইব্রেরি

চট্টলার ডাক ডেস্ক: এটা হলো পৃথিবীর অন্যতম বৃহত্তম লাইব্রেরি  “ The British Library" যেখানে বইয়ের পরিমাণ প্রায় ১৭০ থেকে ২০০ মি...বিস্তারিত


সর্বশেষ স্বাধীন মুসলিম রাষ্ট্র কসোভো

চট্টলার ডাক ডেস্ক: ইউরোপের বলকান অঞ্চলের স্বাধীন দেশ কসোভো (Republic of Kosovo)। এটি সর্বশেষ স্বাধীন মুসলিম রাষ্ট্র হিসেবে পৃথি�...বিস্তারিত