আজ  শনিবার, ২৭ জুলাই ২০২৪


‘ইপসা এসইপি’ প্রকল্পের ‘বিশ্ব পরিবেশ দিবস-২০২১’ উদযাপিত

  চট্টলার ডাক ডেস্ক:   |   আপডেট: ০২:৩১ এএম, ২০২১-০৬-০৮    906

 

‘ইপসা এসইপি’ প্রকল্পের ‘বিশ্ব পরিবেশ দিবস-২০২১’ উদযাপিত

“প্রতিবেশ পুনরুদ্ধার, হোক সবার অঙ্গীকার” এ প্রতিবাদ্য বিষয় নিয়ে ইয়ং পাওয়ার ইন সোশ্যাল এ্যাকশন (ইপসা) কর্তৃক  সাসটেইনেবল এন্টারপ্রাইজ প্রজেক্ট(এসইপি’র)আওতায় ‘বিশ্ব পরিবেশ দিবস-২০২১’ উদযাপিত হয়। গতকাল সকাল ১০টায় ইপসা এইচআরডিসি সীতাকুণ্ড ক্যাম্পাসে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এছাড়া বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে র‌্যালী, বৃক্ষরোপণ কর্মসূচি ও চিত্রাঙ্কন প্রতিযোগিতার পাশাপাশি পরিবেশ সুরক্ষায় পরিচ্ছন্নতা ক্যাম্পেইন আয়োজনের মাধ্যমে পরিবেশ ক্লাবের সদস্যরা প্লাস্টিক বর্জ্য অপসারন করেন।

এবারের পরিবেশ দিবসে সংগঠনটির স্লোগান ছিল “গাছ লাগান, পরিবেশ বাঁচান”, “আসুন সবুজ পৃথিবী গড়ি”, “প্রকৃতি বাঁচান, প্রজন্ম বাঁচান” ইত্যাদি। ‘ইপসা এসইপি’ প্রকল্পের প্রকল্প ব্যবস্থাপক মো. মহসিন মিঞার পরিচালনায় উক্ত অনুষ্ঠানে বক্তব্য রাখেন সীতাকুণ্ড উপজেলার এরিয়া ম্যানেজার মো. দিদারুল ইসলাম, ইপসা সৈয়দপুর এরিয়ার এরিয়া ম্যানেজার গোলাম মহিউদ্দিন, মুরাদপুর শাখার পরিবেশ ক্লাবের সাধারণ সম্পাদক ও রেডিও সাগরগিরি’র সিনিয়র প্রযোজক সঞ্জয় চৌধুরী, ইপসা-ইকোটুরিজম প্রকল্পের প্রকল্প ব্যবস্থাপক ইমাম উদ্দিন খান, চাটগাঁর সংবাদ পত্রিকার চিফ রিপোর্টার মো. আফছার উদ্দিন লিটন। অনুষ্ঠানে বক্তারা বলেন, কিছু মানুষ ব্যক্তিস্বার্থ হাসিল করার জন্য প্রকৃতিকে ধ্বংস করছে। নির্বিচারে কাটছে বৃক্ষ। বনদস্যুদের দৌরাত্ম্যে উজাড় হচ্ছে বনাঞ্চল। পরিবেশ হারাচ্ছে তার ভারসাম্য। বৈশ্বিক উষ্ণতা এবং জলবায়ুর প্রভাবে দেশে অনাবৃষ্টি, বন্যা, খরার মতো প্রাকৃতিক দুর্যোগ প্রতিনিয়ত হচ্ছে। আমরা পাহাড় কাটছি। নদী- নালা, খাল-বিল, পুকুর-দিঘি ভরাট করছি। নদী আর সাগরে পলিথিন ও প্লাস্টিকের বর্জ্য ফেলে পরিবেশন দূষণ করছি।

উক্ত অনুষ্ঠানে ‘ইপসা এসইপি’ প্রকল্পের সকল কর্মকর্তা, পরিবেশ ক্লাবের সদস্যগণ ও উপজেলার মাছ চাষী উদ্যোক্তাগণ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে মিডিয়া পার্টনার ছিলেন “ রেডিও সাগরগিরি ৯৯.২এফএম এবং দৈনিক চট্টলার ডাক অনলাইন পত্রিকা”
--- প্রেস বিজ্ঞপ্তি

 

রিলেটেড নিউজ

মুসা (আ.) এর আমলে দীর্ঘদিন বৃষ্টি বন্ধ ছিলো!

মো. ইউছুফ চৌধুরী হযরত মুসা (আ.) এর আমলে দীর্ঘদিন যাবত বৃষ্টি বন্ধ ছিলো। তাঁর উম্মতরা তাঁর কাছে এসে বললো “ হে নবী, আল্�...বিস্তারিত


পাহাড় ধস ট্র্যাজেডি থেকে বাঁচার উপায় কি?

আফছার উদ্দিন লিটন:   আফছার উদ্দিন লিটন:চট্টগ্রাম শহর মূলত পাহাড় ঘেরা প্রকৃতি নিয়ে সজ্জিত। সমগ্র চট্টগ্রাম এক সময় প�...বিস্তারিত