আজ  মঙ্গলবার, ৩ ডিসেম্বর ২০২৪


মানবিক মানুষ নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী জ্যাসিন্ডা আর্ডেন

  আহমেদ জহুর   |   আপডেট: ০৫:৩৩ পিএম, ২০২১-০৪-২৮    777

 

মানবিক মানুষ নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী জ্যাসিন্ডা আর্ডেন মানবিক মানুষ নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী জ্যাসিন্ডা আর্ডেন

 

নিউজিল্যান্ডের প্রধানমন্ত্র¿ী জ্যাসিন্ডা আর্ডেন  ২০২০ সালের ১৬ মে তার বাগদত্ত গেফোর্ডকে সাথে নিয়ে ওয়ালিংটনের 'ওলিভ' রেস্টুরেন্টে গিয়েছিলেন। কিন্তু খাওয়া-দাওয়া দূরে থাক, রেস্টুরেন্টে তিনি ঢুকতেই পারেননি। রেস্টুরেন্টের কর্মীরা 'ভেতরে বসার ব্যবস্থা নেই' বলে তাকে সেদিন গেট থেকে বিদায় করে দিয়েছেন। কিন্তু জ্যাসিন্ডা এ ঘটনায় ক্ষিপ্ত হননি, অপমানবোধও করেননি। কারণ সামাজিক দুরত্ব বজায় রেখেই নিউজিল্যান্ডে রেস্টুরেন্ট চালানোর অনুমতি দেওয়া হয়েছে। নিজের জারী করা নিয়ম-কানুন নিজেই ভঙ্গ করেন কী করে? তাই তিনি গেট থেকে হাসিমুখে ফিরে যাচ্ছিলেন। কিছু দূর হেঁটে ব্যক্তিগত গাড়ির কাছাকাছি গেলে পেছন থেকে দৌড়ে এসে রেস্টুরেন্টের এক কর্মী জানান, সেখানে আসন খালি হয়েছে, এখন তিনি সঙ্গীকে নিয়ে রেস্টুরেন্টে খেতে পারেন। একথা শুনে তিনি আবারও হাসিমুখে ওই রেস্টুরেন্ট গেলেন এবং বাগদত্তর সাথে বসে খাওয়া-দাওয়া করলেন। এবারো তিনি লজ্জিত হলেন না, বিব্রত বোধও করলেন না।


বন্ধুগণ, স্বপ্নের মত মনে হচ্ছে, না? কিন্তু এটা স্বপ্ন নয়। গতবছরের ১৬ মে নিউজিল্যান্ডের ওয়ালিংটনে ঘটেছে এই অপূর্ব সুন্দর ঘটনাটি। একেই বলে গণতান্ত্রিক দেশ, একেই বলে আইনের প্রতি শ্রদ্ধা প্রদর্শনের অপূর্ব নিদর্শন। প্রধানমন্ত্র¿ী জ্যাসিন্ডা আর্ডেনকে হৃদয়ের অন্ত:স্থল থেকে ভালবাসা, শ্রদ্ধা এবং শুভেচ্ছা...!

জ্যাসিন্ডা আর্ডেনের করোনায় অভূতপূর্ব সাফল্য অর্জন নিয়ে আমি গতবছরের ১৯ এপ্রিল সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি পোস্ট দিয়েছিলাম। তিনি এই মুহূর্তে পৃথিবীর  সবচেয়ে সফল ব্যক্তি। সবচেয়ে মানবীয় জননেতা এবং দক্ষ শাসক। শুরুতেই করোনাকে তুচ্ছ-তাচ্ছিল্য না করে তিনি দ্রুত ব্যবস্থা নিয়ে বিশ্বকে রীতিমতো তাক লাগিয়ে দিয়েছেন।

একজন রোগী সনাক্ত হওয়ার সাথে সাথে তিনি দেশকে পুরোপুরি লকডাউন করেছেন। বিদেশী নাগরিকদের প্রবেশ নিষিদ্ধ করেছেন। যারা দেশে ফিরেছেন, রাষ্ট্রীভাবে তাদের ১৪ দিনের হোম কোয়ারেন্টিন নিশ্চিত করেছেন। ডাক্তার-নার্সসহ সকল স্বাস্থ্যকর্মীর সুরক্ষার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে গড়িমসি করেননি। আক্রান্ত রোগীর দ্রুত চিকিৎসা-সেবা দিয়েছেন। সন্দেহভাজনদের নমুনা পরীক্ষার ওপর সর্বোচ্চ গুরুত্ব দিয়েছেন। এবং সর্বোপরি জনগণের সাহায্য পেয়েছেন।


জ্যাসিন্ডা আর্ডেন ব্যক্তিস্বার্থ বা দলীয় স্বার্থের কথা ভাবেননি। দেশের অর্থনীতির কথাও ভাবেননি। তিনি কেবল মানুষের বেঁচে থাকাকে গুরুত্বপূর্ণ বলে মনে করেছেন। এজন্যই নিউজিল্যান্ডবাসী এখন সবচেয়ে নিরাপদবোধ করছেন। জ্যাসিন্ডা আর্ডেনকে লাল স্যালুট।

----কবি, লেখক ও সাংবাদিক

 

 

রিলেটেড নিউজ

রওশন কার্পেট হাউজ

চট্টলার ডাক ডেস্ক: রওশন কার্পেট হাউজ ...বিস্তারিত


কিভাবে আপনার ফেসবুক আইডি সুরক্ষিত রাখবেন?

আফছার উদ্দিন লিটন: ২০২১ সালের নভেম্বর-ডিসেম্বর মাসে হঠাৎ করে ফেসবুক কর্তৃপক্ষ গণহারে ফেসবুক ব্যবহারকারীদের আইডি রহ�...বিস্তারিত


ফুসফুসের রোগে যারা ভুগছেন তারা কী করবেন?

চট্টলার ডাক ডেস্ক: ফুসফুসের রোগে যারা ভুগছেন, শ্বাস-প্রশ্বাসে মারাত্মক সমস্যা দেখা দিয়েছে তাদেরকে সুখবর দিয়েছে ডান্...বিস্তারিত


তুমি জেনুইন মিউজিশিয়ান তোমার চিন্তা কী?

চট্টলার ডাক ডেস্ক: সত্তর দশকের শেষ দিকে সোলসের লিড গিটারিস্ট সাজেদুল আলম বিদেশ চলে যান। অনেকে এই শূন্য পদের জন্য আগ্র...বিস্তারিত


পৃথিবীর অন্যতম বৃহত্তম লাইব্রেরি

চট্টলার ডাক ডেস্ক: এটা হলো পৃথিবীর অন্যতম বৃহত্তম লাইব্রেরি  “ The British Library" যেখানে বইয়ের পরিমাণ প্রায় ১৭০ থেকে ২০০ মি...বিস্তারিত


সর্বশেষ স্বাধীন মুসলিম রাষ্ট্র কসোভো

চট্টলার ডাক ডেস্ক: ইউরোপের বলকান অঞ্চলের স্বাধীন দেশ কসোভো (Republic of Kosovo)। এটি সর্বশেষ স্বাধীন মুসলিম রাষ্ট্র হিসেবে পৃথি�...বিস্তারিত