শিরোনাম
নিজস্ব প্রতিবেদক: | আপডেট: ০৮:৩৯ পিএম, ২০২১-০৩-০৭ 549
জাতীয় বীমা দিবস-২০২১ এ বক্তব্য রাখছেন অনুপম সেন
বঙ্গবন্ধু জীবন বীমায় চাকুরি করার সুবাদে সাধারণ মানুষের কাছাকাছি যাওয়ার সুযোগ হয়েছিল এবং পাকিস্তানি শোষকের বিরুদ্ধে জনগণকে সচেতন করা সহজ হয়েছিল বলে জানিয়েছেন সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকা দেশের প্রখ্যাত সমাজবিজ্ঞানী ও প্রিমিয়ার বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম এর উপাচার্য ড. অনুপম সেন। ১ মার্চ সকালে জাতীয় বীমা দিবস-২০২১ উদযাপন উপলক্ষে “বঙ্গবন্ধু ও জীবন বীমা” শীর্ষক আলোচনা সভা জীবন বীমা কর্পোরেশন, চট্টগ্রাম আঞ্চলিক কার্যালয় কনফারেন্স রুমে কর্পোরেশনের জেনারেল ম্যানেজার (উপসচিব ) কাজী নাজিমুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
প্রধান অতিথি তাঁর বক্তব্যে আরো বলেন, নিজস্ব অর্থায়নে পদ্মা সেতু তৈরিসহ বর্তমান সরকারের অনেক সাহসী পদক্ষেপের কারণে দেশ বিভিন্ন অর্থনৈতিক সূচকে এগিয়ে যাচ্ছে। বীমা খাতেও ভবিষ্যতে এগিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন। জীবন বীমা একটি দীর্ঘ মেয়াদী বিনিয়োগ উল্লেখ করে তিনি জানান মুদ্রাস্ফীতির কারণে মুল্যমান কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিলে সাধারণ মানুষ জীবন বীমায় আরো বেশি উৎসাহিত হবে। অনুষ্ঠানের সভাপতি কাজী নাজিমুল ইসলাম তাঁর বক্তব্যে বলেন, বীমা খাত বর্তমানে বাংলাদেশে একটি সম্ভাবনাময় খাত। মুজিব বর্ষে জীবন বীমা কর্পোরেশনের নতুন স্কীম “বঙ্গবন্ধু সার্বজনীন পেনশন বীমা” ও “বঙ্গবন্ধু শিশু শিক্ষা বীমা”র মাধ্যমে সাধারণ মানুষের আর্থিক ও শিক্ষা খাতে যুগান্তকারী পরিবর্তন সাধিত হবে বলে আশাবাদ ব্যক্ত করেন এবং এজন্য তিনি মাননীয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানান। ম্যানেজার দাবী মো. মোরশেদ আলম জেসী’র সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় আরো বক্তব্য রাখেন ডেপুটি জেনারেল ম্যানেজার মো. হান্নানুর রশিদ, ম্যানেজার-অডিট মো. মিজানুর রহমান ভুঁইয়া, ম্যানেজার-প্রশাসন জনাব নুরুদ্দিন মো. তৈয়ব ও আবদুস সালাম ভুঁইয়া। সভা শেষে ব্যক্তিবীমা ও গ্র“পবীমা’র গ্রাহকদের মধ্যে সর্বমোট দুই কোটি একানব্বই লক্ষ তেষট্টি হাজার একশত সাতচল্লিশ টাকার চেক হস্তান্তর করা হয়।
চট্টলার ডাক ডেস্ক: করোনাভাইরাসের প্রাদুর্ভাবে দেশের মানুষের আয় হ্রাস পাওয়ায় বেসরকারি গবেষণা প্রতিষ্ঠানগুলোর জরিপ�...বিস্তারিত
চট্টলার ডাক ডেস্ক: চট্টগ্রাম জনতা ব্যাংক চাক্তাই শাখার শাখা ব্যবস্থাপক সুজশ কান্তি বড়ুয়া এসপিওকে ক্রেস্ট দিচ্ছেন জ�...বিস্তারিত
চট্টলার ডাক ডেস্ক: জনতা ব্যাংক পিএলসি চাক্তাই শাখার উদ্যোগে ব্যাংক ব্যবস্থাপনা কর্তৃপক্ষের নির্দেশত “ ৫০ দিনের বি...বিস্তারিত
মো. বেলাল হোসেন চৌধুরী ‘নারী মাঠে যেতে পারে না’-এ কথা আমরা বলতে চায় না। তারা সব পারে; কিন্ত পারিবারিক ও সামাজিক অবস্থান �...বিস্তারিত
© Copyright 2024 Dainik Chattalar Dak