আজ  বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর ২০২৪


দেশে এবং আন্তর্জাতিক পর্যায়ে ইপসার সাফল্য

  আফছার উদ্দিন লিটন:   |   আপডেট: ০৬:১৫ পিএম, ২০২১-০২-১৭    462

 

দেশে এবং আন্তর্জাতিক পর্যায়ে ইপসার সাফল্য

চট্টগ্রামের উন্নয়ন সহযোগী খাতে যতগুলো এনজিও রয়েছে তার মধ্যে মো. আরিফুর রহমানের নেতৃত্বে ইপসা অন্যতম। তিনি ইপসাকে নিয়ে ৩৫ বছর ধরে হাটি হাটি পা করে এগিয়ে যাচ্ছেন; এরই ধারাবাহিকতায় পেয়েছেন অনেক সাফল্য।  কলেজ জীবনে তিনি প্রগতিশীল ছাত্র রাজনীতি ও বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর (বিএনসিসি’র) কার্যক্রমে সক্রিয় ছিলেন। পড়াশোনাকালীন থেকে তিনি বিভিন্ন প্রান্তিক, শ্রমজীবী, বিভিন্ন শ্রেণি পেশার মানুষের সাথে মিশতেন ও গল্প করতেন। এরই সুবাদে ছাত্রাবস্থায় তাঁর নেতৃত্বে আধুনিক ও প্রগতিশীল সহপাঠী ও যুব বন্ধুদের যৌথ উদ্যোগে বেসরকারী সমাজ উন্নয়ন সংগঠন ইপসা প্রতিষ্ঠা করেন। ১৯৮৫ সালে জাতিসংঘ ঘোষিত আর্ন্তজাতিক যুব বর্ষে ইপসা চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলা থেকে যাত্রা শুরু করে। শুরুতে এর নাম ছিল “ইয়ং পাওয়ার” পরবর্তীতে ১৯৯১ সনের ঘূর্ণিঝড় পরবর্তী ত্রাণ ও পুনর্বাসন কার্যক্রম বাস্তবায়ন ও দুর্যোগ কবলিত জনগোষ্ঠীর সাথে নিবিড়ভাবে কাজ করার অভিজ্ঞতা অর্জনের পর ১৯৯২ সালে এর নাম পরিবর্তন করে রাখা হয় ইয়ং পাওয়ার ইন সোশ্যাল এ্যাকশন (ইপসা)। ইপসার সূচনালগ্ন থেকে মো. আরিফুর রহমান প্রধান নির্বাহী হিসেবে দায়িত্ব পালন করে আসছেন। দেশে এবং আন্তর্জাতিক পরিমন্ডলে ইপসা তার কার্যক্রমের নেটওয়ার্ক বিস্তৃত করে চলছে। বর্তমানে ইপসা দেশের মোট ১৩টি জেলায় উন্নয়ন কার্যক্রম পরিচালনা করছে। জেলাসমূহ যথাক্রমে চট্টগ্রাম, রাঙ্গামাটি, খাগড়াছড়ি, বান্দরবান, ফেনী, কুমিল্লা, চাঁদপুর, কক্সবাজার, ব্রাহ্মণবাড়িয়া, নোয়াখালী, লক্ষ্মীপুর, চাঁদপুর, গাজীপুর ও ঢাকা।

 
উল্লেখ্য যে, ১৩টি জেলার ৭০ টি থানা/উপজেলার ৬৯৩০ টি গ্রামে দরিদ্র, ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর চাহিদাভিত্তিক ইতিবাচক পরিবর্তন ও টেকসই উন্নয়ন কার্যক্রমসমূহ বাস্তবায়িত করে আসছে। ইপসা’র প্রধান কার্যালয় চট্টগ্রাম। এ ছাড়া রাজধানী ঢাকায় ১টি কার্যালয় রয়েছে।
ইপসা’র ০৭টি (৪ টি আবাসিক, ৩ টি অনাবাসিক) ট্রেনিং সেন্টার এবং ৬টি হেলথ সেন্টার রয়েছে। 
ইপসা বৃহত্তর চট্টগ্রামে তার উন্নয়ন কার্যক্রম পরিচালনার পাশাপাশি জাতীয় ও আন্তর্জাতিক পরিসরে বেশ কয়েকবার  লাভ করেছে এক গৌরবময় স্বীকৃতি। কাজের স্বীকৃতি স্বরূপ বিভিন্ন সময় বিভিন্ন দেশের প্রতিষ্ঠান থেকে পুরস্কৃত হয়েছে। এখানে তার মধ্যে উল্লেখযোগ্য কয়েকটি উল্লেখ করা হলো।
 যুব ও উন্নয়ন কর্মসূচিতে অনবদ্য ভূমিকা রাখায় ইপসা ১৯৯৯ সালে আন্তর্জাতিক যুব শান্তি পুরস্কার অর্জন করেছে।

 বাংলাদেশ আইসিটি মন্ত্রণালয় কর্তৃক ডেইজি ফর অল ধারনার জন্য জাতীয় ই-কনটেন্ট এবং আইসিটি এওয়ার্ড অর্জন করে ২০১০ সালে। 

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বিজ্ঞান ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয় কর্তৃক ইপসা’র জাহাজ ভাঙ্গা শিল্পের ওয়েব পোর্টাল (www.shipbreakingbd.info)তৈরি ও পরিচালনার জন্য  মন্থন এওয়াড ২০১০  অর্জন করে।

জাতিসংঘের অর্থনৈতিক ও সামাজিক পরিষদ (ECOSOC) কর্তৃক কনসালটেটিভ স্ট্যাাটাস অর্জন করে ২০১৩ সালে।  
 ইপসা ইনোভেটিব প্রজেক্ট inclusive finance project বাস্তবায়নের জন্য জাতিসংঘ সদর দপ্তর অস্ট্রিয়ার ভিয়েনা থেকে জিরো প্রজেক্ট এওয়ার্ড ২০১৭ অর্জন করে।

 ইপসা সিএলএস প্রকল্পে ডিজিটাল টকিং বুক এর মাধ্যমে ইনোভেটিব সার্ভিস ডেলিভারির জন্য ইপসা ব্রিটিশ কাউন্সিল থেকে বিকন এওয়ার্ড ২০১৭ অর্জন করে। 

 দৃষ্টি ও পঠন প্রতিবন্ধী শিক্ষার্থীদের রিডিং মেটেরিয়ালস তৈরির স্বীকৃতিস্বরূপ ইপসা, একসেস টু ইনফরমেশন (এটুআই) কর্মসূচির সহযোগী হয়ে ডব্লিউএসআইএস এওয়ার্ড ২০১৭ অর্জন করে।

 বাংলাদেশের সামাজিক উন্নয়নে মানসম্পন্ন কার্যক্রম বাস্তবায়নে অবদানের স্বীকৃতি হিসেবে স্থায়ীত্বশীল উন্নয়নের জন্য সংগঠন ইপসা’র প্রধান নির্বাহী মো. আরিফুর রহমানকে “বাংলাদেশ এনজিও ফাউন্ডেশন সম্মাননা-২০১৮” প্রদান করা হয়।

 সমাজ কল্যাণ অধিদপ্তর কর্তৃক ইপসা চট্টগ্রাম বিভাগে সেরা সমাজ উন্নয়ন সংস্থা ২০১৮ স্বীকৃতি লাভ করে।

 প্রতিবন্ধী ব্যক্তিদের ডিজিটাল ক্ষমতায়ন আনার নিমিত্তে, ইউনেস্কো ২০১৮ সালে ইপসাকে আমির আল আহমেদ আল জাবের সম্মাননা প্রদান করেন।

 নিরাপদ অভিবাসন নিশ্চিতকরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখায় জেলা কর্মসংস্থান ও জনশক্তি কার্যালয়, চট্টগ্রাম ইপসাকে চট্টগ্রাম জেলায় শ্রেষ্ঠ বেসরকারি সংগঠন ২০১৮ সম্মাননা প্রদান করেন।

 তামাক নিয়ন্ত্রণে বিশেষ অবদান রাখার জন্য, তামাক বিরোধী জাতীয় প্লাটফর্ম, ইপসাকে জাতীয় তামাক নিয়ন্ত্রণ পদক ২০১৯ প্রদান করেন ইত্যাদি।

লেখক ও সাংবাদিক
[email protected]

রিলেটেড নিউজ

রওশন কার্পেট হাউজ

চট্টলার ডাক ডেস্ক: রওশন কার্পেট হাউজ ...বিস্তারিত


রওশন কার্পেট হাউজ

চট্টলার ডাক ডেস্ক: রওশন কার্পেট হাউজ ...বিস্তারিত


দেশে নতুন দরিদ্রের সংখ্যা আসলে কত?

চট্টলার ডাক ডেস্ক: করোনাভাইরাসের প্রাদুর্ভাবে দেশের মানুষের আয় হ্রাস পাওয়ায় বেসরকারি গবেষণা প্রতিষ্ঠানগুলোর জরিপ�...বিস্তারিত


অসহায় বিচার প্রার্থীরা বিচার পায় না

আফছার উদ্দিন লিটন: সম্পাদকীয় ... আবরার হত্যা মামলায় আসামীদের ফাঁসির রায় হয়েছে, কার্যকর হয়নি। ফেনীর নুসরাত হত্যা মামল�...বিস্তারিত


ফুসফুসের রোগে যারা ভুগছেন তারা কী করবেন?

চট্টলার ডাক ডেস্ক: ফুসফুসের রোগে যারা ভুগছেন, শ্বাস-প্রশ্বাসে মারাত্মক সমস্যা দেখা দিয়েছে তাদেরকে সুখবর দিয়েছে ডান্...বিস্তারিত


আওয়ামী অপরাজনীতির শিকার সাংবাদিক গাজী সাইফুল

চট্টলার ডাক ডেস্ক: গত ৫ আগস্ট ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানের মধ্য দিয়ে সুদীর্ঘ ১৫ বছর চরম স্বৈরশাসনের পর স্বাধীন বাংলাদ�...বিস্তারিত