আজ  মঙ্গলবার, ১৭ সেপ্টেম্বর ২০২৪


উন্নয়নের ধারা অব্যাহত রাখতে চান্দগাঁও বাসী আমাকে ভোট দিয়ে জয়যুক্ত করবে

  আফছার উদ্দিন লিটন:   |   আপডেট: ০৬:০৩ পিএম, ২০২১-০১-২৬    671

 

উন্নয়নের ধারা অব্যাহত রাখতে চান্দগাঁও বাসী আমাকে ভোট দিয়ে জয়যুক্ত করবে

মো. সাইফুদ্দিন খালেদ। ৪নং চান্দগাঁও ওয়ার্ডের সফল কাউন্সিলর। আধুনিক চান্দগাঁওয়ের তৃণমূলের প্রিয়মুখ। তিনি বাংলাদেশ আওয়ামীলীগের মনোনীত কাউন্সিলর পদপ্রার্থী। সাক্ষাৎকার নিয়েছেন চট্টলার ডাক পত্রিকার সম্পাদক আফছার উদ্দিন লিটন।

চট্টলার ডাক: এলাকায় আপনি আপনার জনপ্রিয়তাকে কোন পর্যায়ে দেখেন?

মো. সাইফুদ্দিন খালেদ: আমি পাঁচ বছর এলাকার কি কি উন্নয়ন করেছি তা জনগণ বলতে পারবে। এলাকার মানুষের প্রতি আমার অগাদ বিশ্বাস রয়েছে। আমি একজন সেবক হয়ে তাদের হৃদয়ে স্থান করে নিয়েছি। আমার দৃঢ় বিশ্বাস ২৭ জানুয়ারি বুধবার এলাকার জনগণ আমাকে টিফিন ক্যারিয়ার মার্কায় ভোট দিয়ে জয়যুক্ত করবে।

চট্টলার ডাক: আপনার নির্বাচনি এলাকায় মাদক সমস্যা দূরীকরণে আপনি কতটুকু আন্তরিক?

মো. সাইফুদ্দিন খালেদ: মাদক একটি জাতীয় সমস্যা। এটি শুধু চান্দগাঁও ওয়ার্ডের সমস্যা নয়। এটিকে একদিনে দূর করা সম্ভব নয়। রাষ্ট্রীয় ও সামাজিকভাবে তা নিমূল করতে হবে। আমি নির্বাচিত হলে মাদক সমস্যা দূরীকরণে আন্তরিকভাবে কাজ করব।

চট্টলার ডাক: আপনি জয়ী হলে কোন বিষয়গুলোকে প্রাধান্য দিবেন?

মো. সাইফুদ্দিন খালেদ: আমি জয়ী হলে জলাবদ্ধতা সমস্যার বিষয়ে সিডিএ এবং সেনাবাহিনীর সাথে সমন্বয় করে কাজ করার উদ্যোগ নিব। দ্বিতীয়ত, স্বাধীনতা পার্কের সামনে বঙ্গবন্ধু এবং এম.এ. হান্নানের ম্যূরাল স্থাপনের চেষ্টা করব। তৃতীয়ত্ব, কালুরঘাট বেতার কেন্দ্র নামের পাশে চান্দগাঁও নামটি অন্তর্ভুক্ত করার চেষ্টা থাকবে। চতুর্থত, বহদ্দারহাট বাস টার্মিনাল অন্যত্র সরিয়ে নিয়ে খেলাধূলার মাঠ কিংবা মিনি স্টেডিয়াম করার জোর চেষ্টা থাকবে।

চট্টলার ডাক: করোনাকালে আপনার অবদান ওয়ার্ডবাসীদের জানাবেন কী?

মো. সাইফুদ্দিন খালেদ: করোনাকালে আমি জনগণের সাথে ছিলাম এবং এখনো আছি। সরকারের পক্ষ থেকে যে সাহায্য পেয়েছি তা ছাড়াও আমার নিজ তহবিল থেকে সাধ্যমত সাহায্য-সহযোগিতা করেছি। এলাকার প্রতিটি ঘরে ঘরে নিত্যপণ্য সামগ্রী পৌঁছে দিয়েছি। ভবিষ্যতেও এ ধারা অব্যাহত থাকবে।

চট্টলার ডাক: গত পাঁচ বছরে আপনি এলাকার কি কি উন্নয়ন করেছেন?

মো. সাইফুদ্দিন খালেদ: আমি আমার নির্বাচনী এলাকায় ছোট-বড় দুইশ’র অধিক রাস্তার উন্নয়ন করেছি। চান্দগাঁও আবাসিক এলাকার জনগণের দাবির প্রেক্ষিতে ময়লার ভাগাড় অন্যত্র সরিয়ে নিয়েছি। এলাকার নালা-নর্দমার কাজ নিয়মিত মনিটরি তা পরিস্কার-পরিচ্ছন্ন রাখি। এলাকার গরীব অসহায় দুস্থ মানুষের তালিকা করে তাদের বিধবা ভাতা, বয়স্ক ভাতা, প্রতিবন্ধী ভাতা সহ নানাবিধ সরকারি সাহায্য নিয়মিত প্রদান করি।

চট্টলার ডাক: এলাকার জনগণের উদ্দেশ্যে যদি আপানর কোনো ম্যাসেজ থাকে তা আমাদের মাধ্যমে জানাতে পারেন

মো. সাইফুদ্দিন খালেদ: আমার নির্বাচনী এলাকায় ভোটারদের উদ্দেশ্যে আমার বার্তা হলো, বিগত পাঁচ বছর আমি এলাকার মানুষের সাথে সুখে-দুঃখে থাকার চেষ্টা করেছি। অন্ধকার চান্দগাঁও ওয়ার্ডকে বিভিন্ন সমস্যা সমাধানের মাধ্যমে আলোকিত করার চেষ্টা করেছি। জনগণ যদি আবারও আমাকে তাদের ভোট দিয়ে নির্বাচিত করেন তাহলে আধুনিক ও নান্দনিক চান্দগাঁও ওয়ার্ড উপহার দিব।

চট্টলার ডাক: আপনি জয়ের ব্যাপারে কতটুকু আশাবাদী?

মো. সাইফুদ্দিন খালেদ: ইনশাআল্লাহ জয়ের ব্যাপারে আমি শতভাগ আশাবাদী। আমি চান্দগাঁওবাসীর হৃদয়ে আছি। উন্নয়নের ধারা অব্যাহত রাখতে চান্দগাঁওবাসী আবারও আমাকে বিপুলভোটে জয়ী করবেন।

চট্টলার ডাক: নির্বাচনী প্রচারণায় শত ব্যস্ততার মাঝেও সাক্ষাৎকারে সময় দেয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

মো. সাইফুদ্দিন খালেদ: সত্যিই খুব ব্যস্ততার মাঝে সময় পার করছি। অনেক কথা বলার ছিল। কিন্তু সময় স্বল্পতার কারণে তা বলতে পারিনি। ভবিষ্যতে অন্যকোন সময় আবারও সাক্ষাৎকারে বিস্তারিত আলাপ হবে।

রিলেটেড নিউজ

আমি মহান মুক্তিযুদ্ধে ২ নং সেক্টরে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছি

আফছার উদ্দিন লিটন: অধ্যক্ষ শামসুদ্দিন আহমেদ। ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধে সক্রিয় অংশগ্রহণকারী একজন বীর মুক্তিযোদ্ধ...বিস্তারিত


ডিজিটাল বাংলাদেশের সুফল আমরা পদে পদে টের পাচ্ছি

আফছার উদ্দিন লিটন ও এলেন ভট্টাচার্য অনিক লায়ন একে জাহেদ চৌধুরী। চট্টগ্রামের নাজিরহাট পৌরসভার মেয়র। অত্যন্ত বিনয়ী এবং সাংস্কৃতিকবান্ধব এ�...বিস্তারিত


পটিয়ার সার্বিক উন্নয়নে নিজেকে সচেষ্ট রাখবো

আফছার উদ্দিন লিটন ও এলেন ভট্টাচার্য অনিক আলহাজ্ব মোতাহোরুল ইসলাম চৌধুরী। তিনি একজন বীর মুক্তিযোদ্ধা। পটিয়া উপজেলার সাবেক চেয়ারম্যান। চট�...বিস্তারিত


জাহাজ ভাঙ্গা শিল্পকে আন্তর্জাতিক পর্যায়ে তুলে ধরার প্রয়াস গ্রহণ করবো -- আলহাজ্ব দিদারুল কবির

আফছার উদ্দিন লিটন ও এলেন ভট্টাচার্য অনিক ...বিস্তারিত


১৫ বছর আওয়ামী লীগ ক্ষমতায় থাকায় দেশের ব্যাপক উন্নয়ন হয়েছে

আফছার উদ্দিন লিটন ও এলেন ভট্টাচার্য অনিক এম এ লতিফ এম.পি। চট্টগ্রাম-১১ সংসদীয় আসনের এমপি। তিনি তিনবারের জাতীয় সংসদ সদস্য। তিনি একজন ব্যবসায়...বিস্তারিত


আমি হাটহাজারীর সকল ধর্মের সকল মতের মানুষের সাথে কাজ করতে চাই

আফছার উদ্দিন লিটন: মুহাম্মদ শাহজাহান চৌধুরী। চট্টগ্রাম-৫ (হাটহাজারী, আংশিক বায়েজীদ) আসনের স্বতন্ত্র প্রার্থী। তাঁর �...বিস্তারিত