আজ  রবিবার, ৮ সেপ্টেম্বর ২০২৪


শাহরুখ খান যেসব নায়িকার সঙ্গে জুটি বেঁধে কাজ করতো

  চট্টলার ডাক ডেস্ক:   |   আপডেট: ০১:৪৭ এএম, ২০২০-১১-০৪    413

 

শাহরুখ খান  যেসব নায়িকার সঙ্গে জুটি বেঁধে কাজ করতো

 

 

বলিউড বাদশাহ শাহরুখ খানের সম্পর্কে নতুন করে বলার কিছু নেই। শুধু ভারত কেন পৃথিবী জুড়ে আকাশচুম্বি জনপ্রিয় এই অভিনেতা। জনপ্রিয়তায় নিজের নামকেই একটি বিশেষণে পরিণত করেছেন তিনি। দীর্ঘ ক্যরিয়ারে প্রায় দেড় ডজন নায়িকার সঙ্গে অভিনয় করেছেন শাহরুখ। সোমবার ২ নভেম্বর ছিল শাহরুখ খানের ৫৫তম জন্মদিন।

সে তালিকায় আছেন আশির দশকের শ্রীদেবী থেকে শুরু করে হালের দীপিকা-আনুশকা-ক্যাটরিনারা। এর মাঝে এমন অনেক নায়িকাও রয়েছেন যাদের ক্যারিয়ারই শুরু হয়েছে শাহরুখের সঙ্গে সিনেমা দিয়ে। তবে সবার সঙ্গে শাহরুখের জুটি গড়ে উঠেনি।

বলিউডে শাহরুখের সঙ্গে জুটি বেঁধে সফল হওয়া নায়িকাদের তালিকাটি :

কাজল
বলিউডে সবচেয়ে জনপ্রিয় জুটি হিসেবে শীর্ষ তালিকায় রয়েছে শাহরুখ খান কাজলের নাম। বেশ কিছু রোমান্টিক সিনেমা তারা বি-টাউনে উপহার দিয়েছেন। তারমধ্যে কিছু সিনেমা ইতিহাস হয়ে আছে। বিশেষ করে ‘কুচ কুচ হোতা হ্যায়’ ’ দিলওয়ালে দুলহানিয়া লে জায়েঙ্গে’ কাভি খুশি কাভি গাম’ অন্যতম। আর এই জুটি কিংবদন্তিতে পরিণতি পেয়েছে।

শাহরুখ-কাজল জুটির প্রথম সিনেমাবাজিগর সিনেমাটির সাফল্য পেলে অনেকেই দুই তারকাকে নিয়ে সিনেমা করতে উৎসাহী হয়ে উঠেন। সেই স্রোতের মুখে একে একে তারা ডিডিএলজে, কুচ কুচ হোতা হ্যায়, কাভি খুশি কাভি গম, দিলওয়ালে, মাই নেম ইজ খানের মতো সুপারহিট কালজয়ী সিনেমায় জুটি হয়েছেন। জয় করেছেন নানা দেশের, নানা ভাষার কোটি কোটি দর্শকের ভালোবাসা। আজও কোথাও একসঙ্গে শাহরুখ-কাজলের নাম উচ্চারিত হলে সেখানে ভক্তরা ভালোবাসার বৃষ্টি নামান। জুটির অনেক গান সংলাপও তুমুল জনপ্রিয়। সেগুলো আজও মুখে মুখে ফেরে।

ভারতের অনেক সিনেমা বিশ্লেষকের মতে, সিনেমা জগতে শুধু মাত্র অস্কারটাই জেতা বাকি এই জুটির।

জুহি চাওলা
দীর্ঘ দিনের বন্ধু থেকে বর্তমান সময়ের শাহরুখের ব্যবসায়িক অংশীদার জুহি চাওলা। অভিনয় করেছেন কিং খানের সাথে সর্বাধিক সংখ্যক সিনেমায়। রাজু বান গায়া জেন্টলম্যান, ডর, পহেলা নাশা, রাম জানে, ইয়েস বস, ডুপ্লিকেট, ফির ভি দিল হ্যায় হিন্দুস্তানি মতো জনপ্রিয় সিনেমা এই জুটির উপহার। এসব ছবি যেমন ব্যবসায়িক সাফল্য পেয়েছে তেমনি শাহরুখ-জুহি জুটিকে দিয়েছে তুমুল গ্রহণযোগ্যতা।

মাধুরী দীক্ষিত
ভুবন ভুলানো হাসির অভিনেত্রী মাধুরী দীক্ষিত। তার নাচের তালে দুলে উঠে প্রেমপিয়াসী মন। সেই অপ্সরীর সঙ্গে জুটি বেঁধে রোমান্টিক কিছু সিনেমা উপহার দিয়েছেন শাহরুখ খান। চনমনে শাহরুখ আর ঝলমলে মাধুরীর জুটিও জয় করেছে হিন্দি সিনেমাপ্রেমীদের মন।

একসাথে খুব বেশি সিনেমা তারা করেননি। তবে যে টিতে তাদের দেখা গেছে প্রায় সবগুলোই বলিউডের সেরা সিনেমার তালিকায় থাকবে।

নবাগত শাহরুখকে পেয়েছিলেন মাধুরী ১৯৯৪ সালেআনজামছবিতে। সে সিনেমা সুপার ফ্লপ। তবে আলাদা করে চোখে পড়েছিলো জুটিটি। সেজন্যই তাদের নিয়ে বাজি ধরেছিলেন অনেক নির্মাতা। যার ফলেই বলিউড পেলো কয়লা, দিল তো পাগল হ্যায়, দেবদাস, হাম তুমহারে হ্যায় সনম মতো ব্যবসা সফল সিনেমাগুলো।

বিশেষ করে দিল তো পাগল হ্যায় দেবদাসে শাহরুখ-মাধুরীর রসায়ন আজও ছুঁয়ে যায় দর্শকের হৃদয়।

রানি মুখার্জি
কুচ কুচ হোতা হ্যায়দিয়ে জুটি হয়ে বলিউড যাত্রা শুরু করেন শাহরুখ খান এবং রানি মুখার্জি। সিনেমাটিতে যদিও শাহরুখ-কাজল জুটির প্রশংসাই বেশি কিন্তু রানি মুখার্জির সৌন্দর্য, অভিনয় বিরহের সংলাপগুলো নজড় কেড়েছিলো দর্শকের। ত্রিভূজ প্রেমের ছবিতে রানিও শাহরুখ খানের নায়িকা হিসেবে আলোচনার জন্ম দিতে পেরেছিলেন।

এরপর এই জুটিকে দুর্দান্ত অভিনয় করতে দেখা গেছে আরে রাম, কাল হো না

রিলেটেড নিউজ

স্বাধীনতা আর গণতন্ত্র কোথায়?

মো. রাশেদুল ইসলাম-রাশেদ স্বাধীনতা আর গণতন্ত্র কোথায়? মো. রাশেদুল ইসলাম রাশেদ   তোমার দেয়া দেশটা শুধু আছে, নাম ভাঙিয়ে খা...বিস্তারিত


দিক হারা পথিক

আফছার উদ্দিন লিটন: দিক হারা পথিক আফছার উদ্দিন লিটন বেকারত্বের অভিশাপে তরুণদের মনে হাহাকার কে দেবে তাদের কর্মসংস্�...বিস্তারিত


জনতা ব্যাংক চাক্তাই শাখার গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত

চট্টলার ডাক ডেস্ক: জনতা ব্যাংক পিএলসি চাক্তাই শাখার উদ্যোগে ব্যাংক ব্যবস্থাপনা কর্তৃপক্ষের নির্দেশত “ ৫০ দিনের বি...বিস্তারিত


নারী শুধু ঘর সামলায় না

মো. বেলাল হোসেন চৌধুরী ‘নারী মাঠে যেতে পারে না’-এ কথা আমরা বলতে চায় না। তারা সব পারে; কিন্ত পারিবারিক ও সামাজিক অবস্থান �...বিস্তারিত


দাঁত থাকতে দাঁতের মর্যাদা বুঝে না কেউ

মো. বেলাল হোসেন চৌধুরী (১) আমি শুধুশুধু অনর্থক যেই ভদ্রলোকটার  বিরুদ্ধে আক্রোশ বা ষড়যন্ত্র করি, পরবর্তীতে দেখা যায় তার অ�...বিস্তারিত


তরুণ প্রকাশকদের অংশগ্রহণে তিনদিনব্যাপী ‌‌প্রশিক্ষণ কর্মশালার সনদপত্র বিতরণ অনুষ্ঠান সম্পন্ন

চট্টলার ডাক ডেস্ক: তরুণ প্রকাশকদের অংশগ্রহণে তিনদিনব্যাপী ‌‌'সৃজনশীল প্রকাশনা খাত: চ্যালেঞ্জ ও সম্ভাবনা' শীর্�...বিস্তারিত