শিরোনাম
আফছার উদ্দিন লিটন: | আপডেট: ০৭:২৬ পিএম, ২০২০-১০-১০ 314
আফছার উদ্দিন লিটনের “তবুও এগিয়ে যায় বাংলাদেশ”
বইটি পাঠকদের মাঝে ব্যাপক সাড়া ফেলেছে
মো. হুমায়ুন করিম চৌধুরী
সাংবাদিকতা একটি আদর্শ পেশা। সাংবাদিকদের প্রতিনিয়ত সংবাদের খোঁজে ছুটতে হয়। প্রতি পলকে সত্যকে সামনে রেখে সত্যানুসন্ধিৎসু হতে হয়। প্রতিটা সত্য-মিথ্যার আবার পক্ষ-বিপক্ষ থাকে। থাকে হাজার যুক্তির সমাবেশ। এতসব কিছু সামনে রেখে হার না মানা বা অপরাজেয় থাকার চ্যালেঞ্জটা নিতে সাহসি সাংবাদিকতার এই আকালে সাংবাদিক আফছার উদ্দিন লিটন এক সাহসি কলম সৈনিকের নাম।
প্রতিনিয়ত সমাজ ও দেশের নানান পেশার সংযুক্ত অসংগতি তুলে ধরে শক্তিধর পক্ষগুলোর সাথে দিয়ে সে তুলে ধরছে খবরের পেছনের খবর; আর তার অনুসন্ধানী তথ্যের ঘটনা ভিত্তিক আফছার উদ্দিন লিটন তাঁর বয়সের তুলনায় সাহসিকতার বিষয়ীগুণগুলো একটু বেশি পরিমেয়। সমাজের সমস্যা সৃজনকারী কীটগুলো দেশকে পঙ্গু করে নিজেরা লাভবান হওয়ার জন্য যে পরিমাণে তাদের প্রভাব, অন্যায়, অনৈতিক কার্যকলাপ সৃজন বিস্তার করছে; আর সেসব বিষয় ধামাচাপা দেয়ার জন্য মিডিয়া এবং প্রশাসনের লোকজনের সাথে আপোস করছে। তা মোটেও দেশের জন্য ভালো নয়। কিন্তু কারো কারো ঘুরে দাঁড়াতে হয়। লাগাম টেনে ধরতে হয়। স্তদ্ধ করে দিতে হয়। এসব দুর্নীতিবাজদের মুখোশ খুলে দিতে হয়। না হয় ভেঙ্গে যাবে সমাজ ও দেশের অর্থনীতি। আর সমাজের লেখনিকে অস্ত্র বানিয়ে সমাজের নানান অশনি প্রতিপক্ষের সাথে আফছার উদ্দিন লিটন তাঁর লেখনি ব্যঞ্জনে সমাজ ও রাষ্ট্রযন্ত্রকে সজাগ করছেন, করছে সোচ্ছার। এসব বিষয় তিনি তাঁর ‘তবুও এগিয়ে যায় বাংলাদেশ বইটিতে বিষদভাবে তুলে ধরেছেন। পেয়েছেন ব্যাপক পাঠকপ্রিয়তা। বইটি চট্টগ্রামের একুশে বই মেলা-২০২০ উপলক্ষে আবির প্রকাশন থেকে বেরিয়েছে। লেখক আফছার উদ্দিন লিটনের বইটি পাঠ করলে অনেক কিছুই জানা যাবে। লেখক বইটিতে বেশ কিছু নতুন বিষয় নিয়ে লিখেছেন; তারমধ্যে এডামটিজিং একটি। বইটির ৭২ থেকে ৭৩ পৃষ্ঠায় এডামটিজিং লেখাটিতে তিনি বুঝাতে চেয়েছেন, দেশে ইভটিজিংয়ের পাশাপাশি এডামটিজিংও হচ্ছে। মূলত, এডামটিজিং হচ্ছে নারী কর্তৃক পুরুষকে উত্যক্ত করা। যার নেপথ্যে থাকে সমাজের অসৎ প্রকৃতির প্রভাবশালীরা। আর এ কাজটি করে সমাজের একশ্রেণির অসৎ মেয়েরা। যাদের কোনো নীতি ও নৈতিকতা নেই। এরা সমাজের দুষ্ঠু প্রকৃতির প্রভাবশালীদের যোগসাজসে সম্ভাবনাময় উদীয়মান ছেলেদের ক্যারিয়ারের সর্বস্ব ক্ষতি সাধন করতে লেগে থাকে। তিনি তাঁর বইটিতে এ বিষয়ে বিস্তারিত ব্যাখ্যা করেছেন। বইয়ের ১৫-২৩ পৃষ্ঠা ও ৫৬-৫৮ পৃষ্ঠা পর্যন্ত দুদক নিয়ে জনগণের ভাবনা এবং দুর্নীতি দমন কমিশনকে বিভিন্ন কারণে শক্তিশালী করতে বলা হয়েছে। দুর্নীতি দমন কমিশন (দুদক) নিয়ে তাঁর লেখাগুলো থেকে আরও জানা যাবে দুদক আসলে জনগণের কাজের প্রতি কতটা আন্তরিক। জনগণকে তারা প্রকৃতপক্ষে কতটুকু সেবা প্রদান করছে। দুদক বিষয়ক লেখাগুলো থেকে আরও জানা যাবে রাষ্ট্রের প্রতিটি সেক্টরে ঘাপটি মেরে বসে থাকা প্রতারক ও দুর্নীতিবাজদের নানা অজানা কথা। যাদের কাজই হলো দেশের সাধারণ মানুষদের রক্ত শোষণ করা এবং দেশকে পিছনের দিকে নিয়ে যাওয়া। এ সমস্ত প্রতারক ও দুর্নীতিবাজদের আদৌ দুদক ধরছে কিনা! দুদকের মধ্যেও নানা অসঙ্গতি রয়েছে। অনেক সময় দেখা যায় তাদের কাজে উপর মহল হস্তক্ষেপ করে কিংবা তারা তাদের অতীত কাছিয়তের কারণে সঠিকভাবে কাজ করতে পারছে না। অনেক সময় এও দেখা যায় তারা তাদের কাজের প্রতি মনোযোগি নয়। তাদেরকে হতাশ ও অবসাদগ্রস্ত মনে হয়। দুদকের বিরুদ্ধে কঠোর অভিযোগ, তাদের দপ্তরগুলোতে ভুক্তভোগিরা অভিযোগ করলে তা ঢাকা প্রধান কার্যালয় থেকে পাশ হয়ে আসতে ছয় মাস কিংবা তার অধিক সময় লেগে যায়। এছাড়া দুদক অনুসন্ধানের তদস্ত রিপোর্ট এবং চার্জশিট দিতে বছরের পর বছর সময় নিয়ে থাকে। তাছাড়া দুদকের মধ্যে আরও নানান সমস্যা রয়েছে। দুদক কোনো ধুয়োপাতা তুলশি নয়। দুদকও দুর্নীতির বাইরে নয়। তবে, তাদের দুর্নীতি করার কৌশল একটু ভিন্ন। লেখক তাঁর ‘তবুও এগিয়ে যায় বাংলাদেশ’ বইটিতে দুদক এবং পুলিশের নেতিবাচক দিকগুলো তুলে ধরতে সক্ষম হয়েছেন।
লেখক তাঁর বইয়ের ২৭ ও ২৮ পৃষ্ঠায় ওয়াটার বাস নিয়েও লিখেছেন। তিনি সর্বপ্রথম চট্টগ্রামের স্থানীয় জনপ্রিয় পত্রিকা পূর্বকোণের অষ্টম কলামে ‘যানজট নিরসনে ওয়াটার বাস নিয়ে লিখেছেন। পরে তা আজাদীসহ বিভিন্ন পত্রিকায় বিভিন্ন শিরোনামে প্রকাশিত হয়। ২০১৯ সালের ৯ ডিসেম্বর সোমবার সড়ক পথের বিকল্প হিসেবে জলপথে কর্ণফুলী নদীকে ব্যবহার করে নগরীর সদরঘাট থেকে বিমান বন্দর পর্যন্ত চালু হয়েছে ওয়াটার বাস সার্ভিস। লেখক মনে করেন, এটি তাঁর লেখার সফলতা।
এছাড়া বইটির ১২ থেকে ১৪ পৃষ্ঠা এবং ৪৯ থেকে ৫৫ পৃষ্ঠা জুড়ে তিনি ভূমিদস্যুদের উৎপাত দেশব্যাপী নিয়েও তিনটি প্রবন্ধ লিখেছেন। এ প্রবন্ধগুলোতে তিনি পাঠকদের বুঝাতে চেয়েছেন, দেশের একশ্রেণির ক্ষমতালোভী মানুষ জাল দলিল ও জাল বরাদ্দ পত্র সৃজন করে অসহায় নিরীহ মানুষদের সর্বশান্ত করছে। তিনি তাঁর লেখায় আরও বুঝাতে চেয়েছেন, ভূমিদস্যুদের কাছ থেকেও আবাদী জমি রক্ষা করা যাচ্ছে না। ভূমিদস্যুদের কাছ থেকে নিরাপদ নয় পাহাড়-পর্বত, পুকুর-দিঘি, নদী-নালা, খাল-বিলগুলো। ভূমিদস্যুরা পাহাড় কাটার পাশাপাশি পুকুর, দিঘি, নদী-নালা, খাল-বিল ভরাট করে পরিবেশের যে মারাত্মক ক্ষতি সাধন করছে, তা নিয়ে লেখক বইটিতে বিস্তারিত ব্যাখ্যা করেছেন। আশাকরি বইটি পাঠকদের হৃদয়ে স্থান করে নিবে। লেখক তাঁর বইটি দ্বিতীয় সংস্করণ করতেও মনোযোগি হবে। সাহস পাবে। লেখকের জন্য শুভ কামনা।
* প্রবন্ধ বইঃ ‘তবুও এগিয়ে যায় বাংলাদেশ’
লেখকঃ আফছার উদ্দিন লিটন
প্রকাশনা প্রতিষ্ঠানঃ আবির প্রকাশন
প্রচ্ছদঃ টিপলু বড়ুয়া
পৃষ্ঠা সংখ্যাঃ ১২৮
মুদ্রিত মূল্যঃ ২৫০ টাকা
বিক্রয় মূল্যঃ ১৭৫ টাকা (৩০% ছাড়)
সারাদেশে ডেলিভারি চার্জ ৫০ টাকা
বইটি কিনতে ইনবক্সে পুরো ঠিকানা দিয়ে লিখুন অথবা সরাসরি কল করুন।
০১৯১৭-৬০৬৭৮০, ০১৮১৯-৫১৪৮১২
বইটি পাওয়া যাচ্ছে -
* বাতিঘর
চট্টগ্রাম প্রেসক্লাব ভবন, জামাল খান।
* কারেন্ট বুক সেন্টার
ভিআইপি টাওয়ার, ২০১ (২য় তলা), কাজীর দেউরী, চট্টগ্রাম।
* কারেন্ট বুক সেন্টার
৩১৫, মিমি সুপার মার্কেট, ৪র্থ তলা, নাসিরাবাদ, প্রবর্তক মোড়, চট্টগ্রাম।
* অমর বই ঘর
হোটেল পেনিনসুলার পাশে, হাজী আবদুর রহমান এভিনিউ (৩য় তলা), জিইসি মোড়, চট্টগ্রাম।
* অমর বই ঘর
হোটেল মার্টিন (২য় তলা), জলিল ম্যানশন, স্টশন রোড, চট্টগ্রাম।
* কথন প্রকাশন
১০১, ইকবাল মার্কেট, টেরীবাজার, চট্টগ্রাম।
* আবির প্রকাশন
সাত্তার ম্যানশন (২য় তলা), চেরাগী পাহাড় মোড়, চট্টগ্রাম।
* rokomari.com/abir prokason
* রকমারি ডট কম/ আবির প্রকাশন
আফছার উদ্দিন লিটন: ২০২১ সালের নভেম্বর-ডিসেম্বর মাসে হঠাৎ করে ফেসবুক কর্তৃপক্ষ গণহারে ফেসবুক ব্যবহারকারীদের আইডি রহ�...বিস্তারিত
চট্টলার ডাক ডেস্ক: ফুসফুসের রোগে যারা ভুগছেন, শ্বাস-প্রশ্বাসে মারাত্মক সমস্যা দেখা দিয়েছে তাদেরকে সুখবর দিয়েছে ডান্...বিস্তারিত
চট্টলার ডাক ডেস্ক: সত্তর দশকের শেষ দিকে সোলসের লিড গিটারিস্ট সাজেদুল আলম বিদেশ চলে যান। অনেকে এই শূন্য পদের জন্য আগ্র...বিস্তারিত
চট্টলার ডাক ডেস্ক: এটা হলো পৃথিবীর অন্যতম বৃহত্তম লাইব্রেরি “ The British Library" যেখানে বইয়ের পরিমাণ প্রায় ১৭০ থেকে ২০০ মি...বিস্তারিত
চট্টলার ডাক ডেস্ক: ইউরোপের বলকান অঞ্চলের স্বাধীন দেশ কসোভো (Republic of Kosovo)। এটি সর্বশেষ স্বাধীন মুসলিম রাষ্ট্র হিসেবে পৃথি�...বিস্তারিত
চট্টলার ডাক ডেস্ক: রাশিয়ায় মসজিদের সংখ্যা বৃদ্ধিতে সন্তোষ প্রকাশ করেছেন প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। রাশিয়ার গ্রা...বিস্তারিত
© Copyright 2024 Dainik Chattalar Dak