আজ  রবিবার, ৮ সেপ্টেম্বর ২০২৪


বাজারে সাদা রিফাইন করা চিনির দাপটে লাল চিনির অস্থিত্ব হুমখির মুখে

  চট্টলার ডাক ডেস্ক:   |   আপডেট: ০১:০৩ এএম, ২০২০-১০-০২    644

 

বাজারে সাদা রিফাইন করা চিনির দাপটে লাল চিনির অস্থিত্ব হুমখির মুখে

লাল চিনি। দেশিয় চিনি। অথচ, সাদা রিফাইন করা চিনির দাপটে এ চিনির অস্থিত্ব হারাতে বসেছে। মিল রেট ৬০ টাকা দরে চিনি বিক্রি না হওয়ায় বেতন পাচ্ছে না রাজশাহী চিনি কলসহ অন্যান্য চিনিকলের কর্মচারীরা। লাল চিনি বাজারে বিক্রি হচ্ছে না। তাই বেতনহীন মানবেতর জীবনযাপন করছেন চিনিকল শ্রমিকরা। সাধারণ মানুষ ধবধবে সাদা চিনি খেয়ে ডায়াবেটিস, হার্ট এটাক লিভার বিকল করবে তবুও লাল চিনি ক্রয় করে খাবে না।

 

লাল চিনি হলো সরাসরি আখ থেকে তৈরি অপরিশোধিত চিনি। লাল চিনিতে থাকে আখের সব উপাদান। যেমন- শর্করা, ক্যালসিয়াম, পটাশিয়াম, ম্যাগনেসিয়াম, লৌহ, ম্যাঙ্গানিজসহ উপকারি এমাইনো এসিড, জিঙ্ক, থায়ামিন, রিবোফ্লবিন, ফলিক এসিড, এন্টি-অক্সিডেন্ট ইত্যাদি।

 

লাল চিনির অনেক উপকারী  দিক রয়েছে, যেমন- প্রচুর মাত্রায় ক্যালসিয়াম থাকার কারণে লাল চিনি খেলে হাড় শক্তপোক্ত হয়। সেই সঙ্গে দাঁতের স্বাস্থ্যেরও উন্নতি ঘটে। ক্যাভিটি এবং ব্যাকটেরিয়াল ইনফেকশন হওয়ার আশঙ্কাও দূর হয়। আখের এন্টি-অক্সিডেন্ট ক্যান্সার প্রতিরোধ করে এবং শরীরের ভিতরে উপস্থিত ক্ষতিকর টক্সিক উপাদান বের করে দেয়। লিভার সুস্থ রাখে। জন্ডিসের প্রকোপ কমায়। কোষ্ঠ কাঠিন্য দূর করে। আখে থাকা এলকেলাইন প্রপাটিজ গ্যাস-অম্বলের প্রকোপ কমাতেও বিশেষ ভূমিকা পালন করে। শরীরের মিনারেল তথা খনিজ পদার্থের চাহিদা পূরণ করে মস্তিষ্কে রক্ত প্রবাহ স্বাভাবিক রাখে,যা স্ট্রোক প্রতিরোধ করে। শরীরের ভিটামিনের চাহিদা পূরণ করে। কিন্তু লাল চিনি রিফাইন বা পরিশোধন করতে গিয়ে ভিটামিন, মিনারেল, প্রোটিন, এনজাইম এবং অন্যান্য উপকারি পুষ্টি উপাদান দূর হয়ে যায়। চিনি পরিশোধন করতে ব্যবহার করা হয় সালফার এবং হাড়ের গুঁড়ো।

 

সাদা চিনি বা রিফাইন করা চিনি যে শরীরের জন্য মারাত্মক ক্ষতিকর সে সম্পর্কে ড. উইলিয়াম কোডা মার্টিন এক গবেষণাপত্র বের করেছিলেন। ড. উইলিয়াম কোডা মার্টিন গবেষণাপত্রে বলেন, "চিনি রিফাইন করে সাদা করার জন্য চিনির সাথে যুক্ত প্রাকৃতিক ভিটামিন মিনারেল সরিয়ে শুধু কার্বোহাইড্রেট বা শর্করা রাখা হয়। কিন্তু শুধু কার্বোহাইড্রেট শরীর গ্রহণ করতে পারে না। মিনারেল ভিটামিনবিহীন কার্বোহাইড্রেট দেহের মধ্যে টক্সিক মেটাবোলাইট সৃষ্টি করে। এতে শরীরের বিভিন্ন অঙ্গপ্রতঙ্গের স্বাভাবিক কার্যক্ষমতা নষ্ট হতে থাকে। ফলে কোষ অক্সিজেন পায় না এবং অনেক কোষ মারা যায়।"

ড. উইলিয়াম কোডা মার্টিন গবেষণা লব্ধ ফলাফল দিয়ে প্রমাণ করেন- রিফাইন করা চিনি খেলে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা নষ্ট হয়ে যায়। হার্ট কিডনী ধীরে ধীরে কার্যক্ষমতা হারিয়ে ফেলে এবং ব্রেনের উপর মারাত্মক ক্ষতিকর প্রভাব সৃষ্টি করে।

 

সাদা চিনির আরও ক্ষতিকর দিক রয়েছে, যেমন-পরিশোধনের সময় চিনির মিনারেল বা প্রাকৃতিক খনিজ উপাদান দূর হয়ে যায়। তাই সহজেই বলা যায়,এতে করে মস্তিষ্কে রক্ত প্রবাহ কমে যায়। নিউরন কোষগুলো ধীরে ধীরে মারা যায়। যা স্ট্রোক ঘটায়।  ভিটামিন সরিয়ে ফেলায় শরীর পুষ্টি উপাদান পায় না। সাদা চিনিতে অতিরিক্ত পরিমাণে ফ্রুক্টোজ থাকে। ফ্রুক্টোজ হজম করাতে সাহায্য করে লিভার বা কলিজা। কিন্তু অতিরিক্ত ফ্রুক্টোজ লিভার হজম করাতে না পারায় লিভারে তা ফ্যাট আকারে জমা হয়। এতে করে লিভার ড্যামেজ বা লিভার নষ্ট হয়ে যায়। চিনি পরিশোধনে ব্যবহার হয় সালফার আর হাড়ের গুড়ো যা কিডনি বিকলাঙ্গ করে দেয়। সালফার ইনসুলিন নিঃসরণে প্রধান বাঁধা হয়ে দাঁড়ায়। ফলে শরীরের গ্লুকোজের পরিমাণ বেড়ে যাওয়ায় ডায়াবেটিস হয়।

এত এত অপকারী বা বিধ্বংসী দিক থাকার কারণেই ড. উইলিয়াম কোডা মার্টিন সাদা চিনিকে বিষ বলেছেন। আমাদের দেশের মানুষ টাকা দিয়ে ধবধবে সাদা বিষ খাবে তবুও লাল চিনি কিনবে না। নিজে তো মরছে, দেশীয় চিনিকলের

রিলেটেড নিউজ

আফছার উদ্দিন লিটনের 'অধরা স্বপ্ন ' গ্রন্থের মোড়ক উন্মোচন

চট্টলার ডাক ডেস্ক: কবি, লেখক ও সাংবাদিক আফছার উদ্দিন লিটনের দ্বিতীয় একক কবিতার বই 'অধরা স্বপ্ন ' গ্রন্থের মোড়ক উন্ম�...বিস্তারিত


দুদকের তদন্ত কর্মকর্তারা স্বাক্ষ্য প্রদানে ব্যর্থ হচ্ছেন কেন?

আফছার উদ্দিন লিটন: দুদক! সরকারি এক রহস্যময় সংস্থা! যাদের দুর্নীতির খবর প্রায়শ বিভিন্ন পত্রিকা, অনলাইন মিডিয়া ও ইলেকট্...বিস্তারিত


অস্তিত্ব হুমকিতে পড়লে পারমাণবিক অস্ত্র ব্যবহার করবে রাশিয়া?

চট্টলার ডাক ডেস্ক: রাশিয়ার সামনে দু’টো পথ। পশ্চিমা মোড়লদের সম্মিলিত চাপ মোকাবেলা করে বিজয়ী হওয়া, অথবা পরাজয় স্বীকা�...বিস্তারিত


রাশিয়া-ইউক্রেন যুদ্ধ : ফায়দা লুটছে আমেরিকা

চট্টলার ডাক ডেস্ক: বিষয়টা বোঝার জন্য আপনাকে নজর দিতে হবে এই যুদ্ধের ফলাফলের দিকে। প্রথমত-এই যুদ্ধের ফলে ইউরোপের দেশে ...বিস্তারিত


স্বাধীনতা উত্তর বাংলাদেশ পুনর্গঠনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান

চট্টলার ডাক ডেস্ক: ১২ জানুয়ারি প্রধানমন্ত্রী হিসেবে শাসনভার গ্রহণের পর দেশ পুনর্গঠনে মাত্র সাড়ে তিন বছর সময় পেয়েছিল...বিস্তারিত


ধর্ষণ : কেন মানুষের এই নৈতিক অবক্ষয়?

আফছার উদ্দিন লিটন: ধর্ষণ। বর্তমানে এটি একটি সামাজিক ব্যাধি। এটি একটি জঘন্য অপরাধ। সমাজের মানুষকে নিরাপত্তাহীনতার দ�...বিস্তারিত