আজ  শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪


মাদ্রাসা শিক্ষার উন্নয়নে আন্তরিক প্রধানমন্ত্রী

  নিজস্ব প্রতিবেদক:   |   আপডেট: ১২:৪০ পিএম, ২০২০-০৯-২০    465

 

মাদ্রাসা শিক্ষার উন্নয়নে আন্তরিক প্রধানমন্ত্রী শিক্ষা উপ-মন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল

 

 

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান প্রতিদিন সকালে কোরআন তেলাওয়াত করতেন বলে জানিয়েছেন শিক্ষা উপ-মন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল শুধু তাই নয়, বঙ্গবন্ধু তার পরিবারের সদস্যদেরকেও দ্বীনি শিক্ষা প্রদান করে গেছেন।

 

বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা প্রতিদিন সকালে তাহাজ্জুদ নামাজ এবং কোরআন তেলাওয়াতের মাধ্যমে দিন শুরু করেন। ’ 

শনিবার (১৯ সেপ্টেম্বর) ১৮ নম্বর পূর্ব বাকলিয়া ওয়ার্ডের আহমদিয়া করিমিয়া সুন্নিয়া ফাযিল (ডিগ্রি) মাদ্রাসায় তলা একাডেমিক ভবনের ভিত্তি প্রস্থর স্থাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে নওফেল এসব কথা বলেন।

নওফেল বলেন, দ্বীনের প্রতি দরদ বঙ্গবন্ধু কন্যা তার পিতার কাছ থেকে বংশপরম্পরায় পেয়েছেন। দ্বীনি শিক্ষার প্রসারে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সারাদেশে হাজার ৮শ’ মাদ্রাসা ভবন নির্মাণের জন্য হাজার কোটি টাকা বরাদ্দ দিয়েছেন।

আহমদিয়া করিমিয়া সুন্নিয়া ফাযিল (ডিগ্রি) মাদ্রাসা গভর্নিং বডির সহ-সভাপতি মুহাম্মদ আবুল কাসেমের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন নগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক চসিক নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী এম. রেজাউল করিম চৌধুরী।

বিশেষ অতিথির বক্তব্যে এম. রেজাউল করিম চৌধুরী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারের আমলে বাংলাদেশের এমন কোনো মাদ্রাসা নেই, যেখানে অনুদান প্রদান করা হয়নি। সারাদেশের যেখানে মাদ্রাসার জন্য অনুদান বা ভবন চাওয়া হয়েছে প্রধানমন্ত্রী সাথে সাথে তা অনুমোদন দিয়েছেন। প্রধানমন্ত্রীর একান্ত প্রচেষ্টায় মাদ্রাসাগুলোতে উন্নয়নের জোয়ার চলছে।  

মো. ইফতেখার উদ্দিন খান, মো. সাঈদ আলম, মওলানা কাজী মুহাম্মদ আব্দুন নূর জেহাদীর যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে আলোচক হিসেবে বক্তব্য রাখেন ১৮ নম্বর পূর্ব বাকলিয়া ওয়ার্ডের সদ্য সাবেক কাউন্সিলর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. হারুনুর রশিদ, শিক্ষা প্রকৌশল অধিদফতর চট্টগ্রাম বিভাগের তত্ত্বাবধায়ক প্রকৌশলী মো. দেলোয়ার হোসেন মজুমদার, শিক্ষা প্রকৌশল অধিদপ্তর চট্টগ্রাম জেলার নির্বাহী প্রকৌশলী মো. জালাল উদ্দিন চৌধুরী, মাদ্রাসা অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) মাওলানা মুহাম্মদ হেলাল উদ্দিন।

 

রিলেটেড নিউজ

দেশে নতুন দরিদ্রের সংখ্যা আসলে কত?

চট্টলার ডাক ডেস্ক: করোনাভাইরাসের প্রাদুর্ভাবে দেশের মানুষের আয় হ্রাস পাওয়ায় বেসরকারি গবেষণা প্রতিষ্ঠানগুলোর জরিপ�...বিস্তারিত


অসহায় বিচার প্রার্থীরা বিচার পায় না

আফছার উদ্দিন লিটন: সম্পাদকীয় ... আবরার হত্যা মামলায় আসামীদের ফাঁসির রায় হয়েছে, কার্যকর হয়নি। ফেনীর নুসরাত হত্যা মামল�...বিস্তারিত


ফুসফুসের রোগে যারা ভুগছেন তারা কী করবেন?

চট্টলার ডাক ডেস্ক: ফুসফুসের রোগে যারা ভুগছেন, শ্বাস-প্রশ্বাসে মারাত্মক সমস্যা দেখা দিয়েছে তাদেরকে সুখবর দিয়েছে ডান্...বিস্তারিত


আওয়ামী অপরাজনীতির শিকার সাংবাদিক গাজী সাইফুল

চট্টলার ডাক ডেস্ক: গত ৫ আগস্ট ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানের মধ্য দিয়ে সুদীর্ঘ ১৫ বছর চরম স্বৈরশাসনের পর স্বাধীন বাংলাদ�...বিস্তারিত


বিএনপি সমর্থনকারীরাও মিথ্যা মামলার আসামি!

আফছার উদ্দিন লিটন: পাঁচআগস্ট স্বৈরাচার শেখ হাসিনা সরকার থেকে মুক্তি পাওয়ার দিন। বিজয়ের দিন। দ্বিতীয় স্বাধীনতা অর্জ�...বিস্তারিত


কেমিকেলযুক্ত শুটকি মাছ খাওয়ায় বাড়ছে ক্যান্সারের ঝুঁকি

চট্টলার ডাক ডেস্ক: বাংলাদেশে সবচেয়ে বেশি ক্যান্সারের রোগী কোন জেলার? উত্তর- চট্টগ্রামের। এর অন্যতম প্রধান কারণ, নিয়ম�...বিস্তারিত