শিরোনাম
আফছার উদ্দিন লিটন: | আপডেট: ১০:৫৯ পিএম, ২০২৪-১০-১০ 194
২০২১ সালের নভেম্বর-ডিসেম্বর মাসে হঠাৎ করে ফেসবুক কর্তৃপক্ষ গণহারে ফেসবুক ব্যবহারকারীদের আইডি রহস্যজনক কারণে ডিজেবল করে দিচ্ছে। ডিজেবল করার অজুহাত হিসেবে ফেসবুক কর্তৃপক্ষ বেশ কিছু কারণ গ্রাহকদের জানিয়েছে। তারমধ্যে ফেসবুক ব্যবহারকারীর আইডির সাথে প্রকৃত নামের মিল না থাকা, একাধিক আইডি ব্যবহার করা, ফেসবুকের নীতিমালা বহির্ভূত লিংক প্রকাশ করা ইত্যাদি। ২০২১ সালের ৩০ ডিসেম্বর রাত প্রায় সাড়ে ১১টার সময় অজ্ঞাত কারণে ধীরে ধীরে ঝাপসা হয়ে বন্ধ হয়ে যায়। বন্ধ হয়ে যাওয়ার সাথে সাথে নোটিশ চলে আসে।
সেদিন রাত সাড়ে ১১টার সময় বিতর্কিত নায়িকা পরিমণির একটি সংবাদ দেখি। সংবাদটি ছিল এমন পরীমণি সৌদিআরবে গিয়ে হোটেলে কারও সাথে থেকে আকাম করার সংবাদ এমন টাইপের। আমি বিস্তারিত পড়ার জন্য ওই তথাকথিত সংবাদপত্রের লিংকে ঢুকি। পরীমণির বিব্রতকর এমন বিনোদনের সংবাদ আমি দু’লাইন পড়ে ভাত খেতে বসবো, তাই লিংকটি আমার এক বন্ধুর মেসেঞ্জারে রাখলাম। লিংকটি মেসেঞ্জারে রাখার সাথে সাথে আমার মেসেঞ্জারে ধীরে ধীরে ধোয়াশা হয়ে বন্ধ হয় গেল।
এরপর ফেসবুক আমাকে নোটিফিকেশন দিল। নোটিফিকেশনে উল্লেখ ছিল--
~Your account has been disabled. For more information, please visit the help centre. Your account was disabled on 30 December 2021. If you think that your account was disabled by mistake. You can submit more information via the help centre up to 30 days after Your account was disabled after that, your account will be permanently disabled and you will no longer be able to request a review."
Why was my account disabled ?
ণধভঃবৎ ঃযধঃ, ুড়ঁৎ ধপপড়ঁহঃ রিষষ নব ঢ়বৎসধহবহঃষু ফরংধনষবফ ধহফ ুড়ঁ রিষষ হড় ষড়হমবৎ নব ধনষব ঃড় ৎবয়ঁবংঃ ধ ৎবারব.ি
ডযু ধিং সু ধপপড়ঁহঃ ফরংধনষবফ?
ণড়ঁৎ ধপপড়ঁহঃ ধিং ফরংধনষবফ নবপধঁংব বি ফবঃবৎসরহবফ ঃযধঃ ুড়ঁ ধৎব রহবষরমরনষব ঃড় ঁংব ভধপবনড়ড়শ. ঋড়ৎ সড়ৎব রহভড়ৎসধঃরড়হ ধনড়ঁঃ ড়ঁৎ ঢ়ড়ষরপরবং, ঢ়ষবধংব ৎবারবি ঃযব ভধপবনড়ড়শ ঃবৎসং. ওভ ুড়ঁ ঃযরহশ ুড়ঁৎ ধপপড়ঁহঃ ধিং ফরংধনষবফ নু সরংঃধশব, ঢ়ষবধংব পড়হঃধপঃ ঁং.
চলবে...
আপনার একাউন্ট নিস্ক্রিয় করা হয়েছে কারণ আমরা নির্ধারণ করেছি যে আপনি ফেসবুক ব্যবহার করার অযোগ্য। .......... বাংলা অনুবাদ।
পরে বুঝলাম ফেসবুকে আসা পরীমণির লিংকটি আমার কিংবা আরও একাধিক ব্যক্তি ফেসবুক আইডি ডিজেবল করার জন্য ফাঁদ ছিল। ঐ সময় ফেসবুক আইডি ব্যবহারকারীদের সাইবার নিরাপত্তা দেয়ার জন্য Cyber-71 এর জন্ম হয়েছিল। সে সময় Cyber-71 ফেসবুক পেইজ খুলে যারা এমন হয়রানির শিকার হচ্ছেন তাদেরকে উপযুক্ত টাকা দিলে ফেসবুক আইডি রিকভার করে দেয়ার কথা ---শুনলাম।
আমার এক বন্ধুর পাহাড় পর্বত আইডি নিয়ে ফেসবুক কর্তৃপক্ষের বক্তব্যঃ-
“আমরা আপনার তথ্য গ্রহণ করেছি। আপনার তথ্য পাঠানোর জন্য ধন্যবাদ। করোনাভাইরাস (কোভিড-১৯) অতিমারির কারণে তথ্য পর্যালোচনা করার জন্য আমাদের কাছে অল্প সংখ্যক লোকজন আছেন। এর মানে আমরা আপনার একাউন্টের পর্যালোচনা করতে সক্ষম নাও হতে পারি। যে কোনো ধরনের অসুবিধার জন্য আমরা ক্ষমা চাইছি।”
আমি আইটি এক্সপার্টস দিয়ে একাধিকবার রিভিউ করেছি। রিভিউ করার সময় আমার যে আইডি ডিজেবল হয়েছে তার নাম, ওই আইডি যে ইমেইল এবং মোবাইল নম্বর দিয়ে খুলেছি তা দিয়েছি। এনআইডি চেয়েছে তাও দিয়েছি। সাম্প্রতিক ছবি চেয়েছে তাও দিয়েছি। এতকিছু দেয়া সত্ত্বেও আমার মূল্যবান আইডি ফেরৎ পাইনি। যতবার রিভিউ করেছি ফেসবুক শুধু ওই একটি ম্যাসেজ বারবার দিয়ে সময় ক্ষেপন করেছে। কাজের কাজ কিছু করেনি। ওই ম্যাসেজটি ছিল এমন--আমরা আপনার তথ্য গ্রহণ করেছি। আপনার তথ্য পাঠানোর জন্য ধন্যবাদ।... যে কোন ধরনের অসুবিধার জন্য আমরা ক্ষমা চাইছি।
বহু বছর ধরে ব্যবহার করা ফেসবুক ব্যবহারকারীদের এখন তাদের মূল্যবান আইডির কোনো নিরাপত্তা নেই। সুরক্ষা নেই। নিশ্চয়তা নেই। যে কোনো সময় ডিজেবল হয়ে যেতে পারে। সেটি হতে পারে অন্য কারো হিংসার পাত্র হওয়া, কিংবা ফাঁদপাতানো পরীমণি কিংবা অন্য কোনো লিংকে ঢুকার কারণে।
যারা ফেসবুক আইডি নিরাপত্তা এবং সুরক্ষা দেয়ার কথা তারাও এক্ষেত্রে নীরব ভূমিকা কিংবা রহস্যজনক ভূমিকা পালন করে। তারাও অনেক সময় হ্যাকার পোষে। মূল্যবান আইডিগুলো হ্যাক করার জন্য।
হ্যাকার কে বা কারা? তাদের চেনার উপায় কি?
হ্যাকার অনেক ধরনের আছে। তা হয়তো আমরা চিনতে পারি না। হ্যাকার অনেক সময় আমাদের আইডিতে বন্ধু সেজে থাকে! তা ফেইক আইডিও হতে পারে। আবার মৌলিক আইডিও হতে পারে। হ্যাকার আবার অনেক সময় বোস্ট করা কোনো পোস্টের লিংকের মাধ্যমে ঢুকে ফাঁদ পেতে রাখে। যে মাত্র আপনি ঐ লিংকে ঢুকবেনÑতখন আপনার আইডি হাওয়া।
হ্যাকার পোষে কারা?
হ্যাকার বিভিন্ন কারণে বিভিন্ন জন পোষতে পারে। তা অস্বাভাবিক কিছু নয়। আগেই উল্লেখ করেছি হ্যাকার হতে পারে ফেসবুক কর্তৃপক্ষের লোক। হতে পারে কোনো দেশে- বিদেশের গোয়েন্দা সংস্থার লোক। হতে পারে সরকারের লোক। হতে পারে তথ্যপ্রযুক্তি ও আইসিটি মন্ত্রণালয়ের লোক। হতে পারে সাইবার-৭১ এর লোক। হতে পারে দুষ্টচক্রের লোক। হতে পারে ভূমিদস্যু আলহাজ্ব নাজিম উদ্দিন এবং আফতাব উদ্দিন রুবেল গংয়ের লোক। উড়িয়ে দেয়া যায় না। হতে পারে ৯৭ ব্যাচের কিংবা কোনো সাংবাদিকের গ্রুপের সহকর্মীরা ঈশ্বানিত হয়ে বারবার রিপোর্ট মারা।
হ্যাকারের লাভ কী?
হ্যাকারের লাভ না থাকলে আইডি হ্যাক করবে কেন? হ্যাকার কি আমার আপনার মত ঘরের খেয়ে বনের মোষ তাড়াবে? হ্যাকার মূলবান আইডিগুলো হ্যাক করে কার মেসেঞ্জারে কি কি তথ্য সংরক্ষণ আছে তা নিয়ন্ত্রণে নিয়ে যে কোনো দেশের রাষ্ট্রের গোয়েন্দা সংস্থা কিংবা সরকারের সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে পাচারের মাধ্যমে বিক্রি করে ডলার, ইউরো ডলার, টাকা কামাই করা।
হ্যাকারের মধ্যে আবার কিছু ছ্যাঁচড়া রয়েছে। এরা ফেসবুক ব্যবহারকারীদের মূল্যবান আইডি হ্যাক করে তাদের নিয়ন্ত্রণে রেখে হ্যাক হয়ে যাওয়া ব্যক্তির বন্ধু-বান্ধব, আত্মীয়-স্বজন ও শুভাকাঙ্খীর মেসেঞ্জারে ডলার কিংবা টাকা চেয়ে বার্তা পাঠান।
ফেসবুকের প্রতিষ্ঠাতা মার্ক জার্কারবার্গের নীতিমালায় উল্লেখ রয়েছে-- যখন ফেসবুকে আপনি কারো সাথে অসৎ আচরণ করবেন কিংবা কোন খারাপ পোস্ট করবেন তখন যদি কেউ আপনার প্রোফাইলে রিপোর্ট করে তাহলে আপনার একাউন্ট ডিজেবল হয়ে যেতে পারে। কারণ ফেসবুক সবসময় ব্যবহারকারীর নিরাপত্তা নিশ্চিত করতে চায়। তবে অনেক সময় দেখা যায় সেও (ওই প্রতারক রিপোর্টকারী) অযথাই আমাদের ফেসবুক একাউন্টে রিপোর্ট করে। যার ফলে আমাদের ফেসবুক একাউন্ট ডিজেবল হয়ে যায়। রিপোর্ট থেকে মুক্তি পাওয়ার জন্য ওই প্রতারকদের বিরুদ্ধে কিছু প্রসেস রয়েছে। আপনি চাইলে এমন প্রসেস আইটি এক্সপার্ট কিংবা নিজেই ব্যবহার করতে পারেন। যেটি আপনার প্রোফাইলে ব্যবহার করলে কেউ আপনার প্রোফাইল ভিজিট করে রিপোর্ট করতে পারবে না।
আমার আগের আইডিতে মেসেঞ্জারে অদ্ভুত কিছু বিষয় চোখে পড়েছে। মেসেঞ্জারে আমার ওই ফেসবুক ব্যবহারকারী বন্ধুর আইডির নাম ছিল মোজাম্মেল হক। দুই মাস পরে মেসেঞ্জারে তার নাম হয়ে গেল--Mountero Ambrose--Work as US Army. Study at US Army War College, Lives in Kabul, Afghanistan. সাইফুল ইসলাম নামের আরেক বন্ধুর আইডি হয়ে গেল George Wilson, Study at Hibro University, Israel. আরেক বন্ধু সালাউদ্দিন সম্রাট তার মেসেঞ্জারে আইডি হয়ে গেল Inna Ribakina, Study at Florida University. আরিফ সরকার নামে আরেক বন্ধুর ফেসবুক আইডির মেসেঞ্জার হয়ে গেল ফ্লোরা লোকাস, Study at Melborne. Lives in Melborne.
শনিবার ১ জুলাই ২০২৩। সেদিন রাত ১১টা ৪০ মিনিটের সময় মনোয়ারুল ইসলাম নামে একজন অসাধু ব্যক্তি আমার ফেসবুক আইডির প্রোফাইলে আমাকে একটি নীল ছবির লিংক পাঠিয়ে ট্যাগ করে। যা খুবই বিব্রতকর। সেদিন ওই অসাধু ব্যক্তি আমাকে এবং রতন ঘোষসহ ২৫ জনকে ওই লিংকটি ট্যাগ করে। যাদেরকে ট্যাগ করেছে আমি তাদের অনেক জনের প্রোফাইল চেক করলাম। তাদের প্রোফাইলে দেখলাম অধিকাংশ ফেইক দাড়িওয়ালা টুপিপরা লোক। আবার কিছু ব্যক্তির আইডিতে দেখলাম ইসকন মন্দির এবং লোকনাথ মন্দিরের ছবি রয়েছে। তাহলে কি ধরে নেব ওই অসাধু ফেইক মনোয়ারুল ইসলাম দাড়িওয়ালা এবং মন্দিরের লোকদের সম্মান ক্ষুণ্ন করেছে? আর মনোয়ারুল ইসলামের আইডি তো ফেইক হতে পারে। হতে পারে প্রকৃত মনোয়ারুল ইসলাম নয়। সে হিন্দু, বৌদ্ধ কিংবা খৃস্টান ধর্মের অনুসারী।
ভাগ্যিস ঐ লিংকে ঢুকিনি। তা নাহলে আবার পরীমণির লিংকের মত বিপদ হতে পারত। তিন-চার মাস ধরে আমার ফেইসবুক আইডির প্রোফাইলে Study অপশনে কিছুদিন হলুদ-মরিচ (Holud-Morich) আর কিছুদিন পর পর অনায়াসে দেখা যায় Study at Carton-mania. অথচ Study at অপশনে আমি কাট্টলী নুরুল হক চৌধুরী উচ্চ বিদ্যালয় দিয়েলিাম। যা আমাকে অবাক করে দিয়েছে। আমি প্রথমে কোনো স্টেপ না নিয়ে পর্যবেক্ষণ করি। তারপর যখন দেখি বার বার একই অবস্থা তখন বুঝে নিলাম আগের মত আমার ফেসবুক আইডিতে আবার শকুনের নজর পড়েছে। সেটা বিদেশী গোয়েন্দা সংস্থা কিংবা রাষ্ট্রীয় গোয়েন্দা সংস্থার লোক হতে পারে। হতে পারে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের লোক। হতে দুষ্টচক্রের লোক। হতে পারে বিদেশী সেলিব্রেটিদের লোক। এরাই আমার ফেসবুক আইডির ভিতরে ভিতরে নিয়ন্ত্রণে রেখেছে কিংবা রাখতে চায়। যদিও আমি আমার ফেসবুক আইডি সুরক্ষার জন্য কিছুদিন পর পর পাসওয়ার্ড পরিবর্তন করে দিই।
লেখক ও সাংবাদিক
চট্টলার ডাক ডেস্ক: ফুসফুসের রোগে যারা ভুগছেন, শ্বাস-প্রশ্বাসে মারাত্মক সমস্যা দেখা দিয়েছে তাদেরকে সুখবর দিয়েছে ডান্...বিস্তারিত
চট্টলার ডাক ডেস্ক: সত্তর দশকের শেষ দিকে সোলসের লিড গিটারিস্ট সাজেদুল আলম বিদেশ চলে যান। অনেকে এই শূন্য পদের জন্য আগ্র...বিস্তারিত
চট্টলার ডাক ডেস্ক: এটা হলো পৃথিবীর অন্যতম বৃহত্তম লাইব্রেরি “ The British Library" যেখানে বইয়ের পরিমাণ প্রায় ১৭০ থেকে ২০০ মি...বিস্তারিত
চট্টলার ডাক ডেস্ক: ইউরোপের বলকান অঞ্চলের স্বাধীন দেশ কসোভো (Republic of Kosovo)। এটি সর্বশেষ স্বাধীন মুসলিম রাষ্ট্র হিসেবে পৃথি�...বিস্তারিত
চট্টলার ডাক ডেস্ক: রাশিয়ায় মসজিদের সংখ্যা বৃদ্ধিতে সন্তোষ প্রকাশ করেছেন প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। রাশিয়ার গ্রা...বিস্তারিত
© Copyright 2025 Dainik Chattalar Dak