আজ  সোমবার, ১৩ জানুয়ারী ২০২৫


ফুসফুসের রোগে যারা ভুগছেন তারা কী করবেন?

  চট্টলার ডাক ডেস্ক:   |   আপডেট: ০৯:৩৪ পিএম, ২০২৪-১০-১০    197

 

ফুসফুসের রোগে যারা ভুগছেন তারা কী করবেন?

ফুসফুসের রোগে যারা ভুগছেন, শ্বাস-প্রশ্বাসে মারাত্মক সমস্যা দেখা দিয়েছে তাদেরকে সুখবর দিয়েছে ডান্ডি ইউনিভার্সিটির শ্বাস-প্রশ্বাস গবেষণা বিভাগের চেয়ারম্যান প্রফেসর জেমসন চ্যালমারস। এমন রোগীদের চিকিৎসায় প্রথমবারের মতো ট্যাবলেট আকারের একটি ওষুধের ট্রায়াল দিচ্ছেন তিনি। অনুমোদিত হলে তা হবে এক যুগান্তকারী ওষুধ। এ খবর দিয়েছে বৃটেনের একটি ট্যাবলয়েড পত্রিকার অনলাইন সংস্কর।

 

চিকিৎসা বিজ্ঞানের ভাষায় ব্রোঙ্কিকটাসিস থেকে ফুসফুসের এয়ারওয়েজ বা বাতাস চলাচলের পথে এত বেশি শ্লেষা বা কফ সৃষ্টি হয় যে, তার জন্য রোগী বুকের সংক্রমণে ভোগেন। অনেক সময় তাদেরকে শয্যাশায়ী করে ফেলে। এর কোনো জানা প্রতিকার নেই। সময়ের সঙ্গে সঙ্গে এই অবস্থা ফুসফুসের মারাত্মক ক্ষতি করতে পারে। এমনকি টিস্যুগুলোকে ভেঙে ফেলতে পারে। তাতে হতে পারে রক্তক্ষরণ। এমন হলে রোগী শ্বাস-প্রশ্বাস চালাতে পারেন না। পরিণামে মৃত্যু নেমে আসে।

 

এখন পর্যন্ত এমন অবস্থার একটিমাত্র চিকিৎসা হলো রোগীদেরকে শ্বাস-প্রশ্বাস নেয়ার এক্সারসাইজ করানো এবং এন্টিবায়োটিকের ব্যবহার। কিন্তু এক্ষেত্রে নতুন একটি পিল বা ট্যাবলেট এসেছে। এর নাম ব্রেনসোকাতিব। এটা নতুন আশা দেখাচ্ছে বলে মনে করেন ডান্ডি ইউনিভার্সিটির শ্বাস-প্রশ্বাস গবেষণা বিভাগের চেয়ার প্রফেসর জেমসন চ্যালমারস। তার উদ্যোগে বর্তমানে ব্রেনকোকাতিবের ট্রায়াল চলছে। তিনি বলেন, বর্তমানে যে চিকিৎসা ব্যবস্থা আছে, তা রোগীদের জন্য এক বিরাট বোঝা। অনেককে দিনে কয়েক ঘন্টা এক্সারসাইজ বা ব্যায়াম করতে হয়। এন্টিবায়োটিক ইনহেল করতে হয়। তাই নতুন এই ট্যাবলেটটি যদি অনুমোদিত হয়, তাহলে এটা হবে এই চিকিৎসায় এক যুগান্তকারী ওষুধ।


 
উল্লেখ্য, ব্রোঙ্কিকটাসিস হলো এক রকম প্রদাহ সৃষ্টিকারী অবস্থা। স্থায়ীভাবে তা ফুসফুসে বাতাস চলার পথকে বিস্তৃৃত করে। এতে শরীরকে অধিক পরিমাণ মিউকাস নিঃসরণ করায়। এটা হলো আঠালো এক রকম পদার্থ, যা অক্সিজেনের চলার পথে বাধা সৃষ্টি করে। ফলে ব্যাকটেরিয়ায় পূর্ণ মিউকাস ফুসফুসে জমা হয়ে রোগির বুকে সংক্রমণ সৃষ্টি করে। এর বিরুদ্ধে চিকিৎসায় নিউট্রোফাইল নামের রোগ প্রতিরোধ কোষ প্রবেশ করানো হয় ফুসফুস। ব্যাকটেরিয়া যে রাসায়নিক সিগন্যাল পাঠায় তার সঙ্গে নিউট্রোফাইল বিক্রিয়া করে এবং বিগলিত হয়।

#এইউ

 

রিলেটেড নিউজ

রওশন কার্পেট হাউজ

চট্টলার ডাক ডেস্ক: রওশন কার্পেট হাউজ ...বিস্তারিত


কিভাবে আপনার ফেসবুক আইডি সুরক্ষিত রাখবেন?

আফছার উদ্দিন লিটন: ২০২১ সালের নভেম্বর-ডিসেম্বর মাসে হঠাৎ করে ফেসবুক কর্তৃপক্ষ গণহারে ফেসবুক ব্যবহারকারীদের আইডি রহ�...বিস্তারিত


তুমি জেনুইন মিউজিশিয়ান তোমার চিন্তা কী?

চট্টলার ডাক ডেস্ক: সত্তর দশকের শেষ দিকে সোলসের লিড গিটারিস্ট সাজেদুল আলম বিদেশ চলে যান। অনেকে এই শূন্য পদের জন্য আগ্র...বিস্তারিত


পৃথিবীর অন্যতম বৃহত্তম লাইব্রেরি

চট্টলার ডাক ডেস্ক: এটা হলো পৃথিবীর অন্যতম বৃহত্তম লাইব্রেরি  “ The British Library" যেখানে বইয়ের পরিমাণ প্রায় ১৭০ থেকে ২০০ মি...বিস্তারিত


সর্বশেষ স্বাধীন মুসলিম রাষ্ট্র কসোভো

চট্টলার ডাক ডেস্ক: ইউরোপের বলকান অঞ্চলের স্বাধীন দেশ কসোভো (Republic of Kosovo)। এটি সর্বশেষ স্বাধীন মুসলিম রাষ্ট্র হিসেবে পৃথি�...বিস্তারিত


রাশিয়ায় ইসলামের প্রসার ঘটছে

চট্টলার ডাক ডেস্ক: রাশিয়ায় মসজিদের সংখ্যা বৃদ্ধিতে সন্তোষ প্রকাশ করেছেন প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। রাশিয়ার গ্রা...বিস্তারিত