আজ  শুক্রবার, ১৮ অক্টোবর ২০২৪


আওয়ামী অপরাজনীতির শিকার সাংবাদিক গাজী সাইফুল

  চট্টলার ডাক ডেস্ক:   |   আপডেট: ০৬:৪৯ পিএম, ২০২৪-১০-১০    82

 

আওয়ামী অপরাজনীতির শিকার সাংবাদিক গাজী সাইফুল

গত ৫ আগস্ট ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানের মধ্য দিয়ে সুদীর্ঘ ১৫ বছর চরম স্বৈরশাসনের পর স্বাধীন বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে নৃশংস, সাইকোপ্যাথ শাসক ও শাসনামলের অবসান হলো। বাংলাদেশের মানুষের দ্বিতীয় স্বাধীনতা অর্জিত হলো ফ্যাসিস্ট সরকার প্রশাসন শেখ হাসিনার গণহত্যার মধ্য দিয়ে।

 

গাজী সাইফুল পেশায় একজন সাংবাদিক। কাজ করেছেন সাপ্তাহিক সময়, জাগোনিউজ সহ একাধিক গণমাধ্যমে।একই সাথে একজন তরুণ প্রজন্মের কথা-সাহিত্যিক ও রাজনীতি সচেতন ব্যক্তিত্ব। একই সাথে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপির) রাজনীতির সাথেও রয়েছে দীর্ঘ সময়ের সম্পৃক্ততা। সরব ভুমিকা রেখেছেন আওয়ামী অপরাজনীতিও অপশাসনের বিরুদ্ধে।

 

স্বৈরিণী শেখ হাসিনার অগণতান্ত্রিক আচরণের বিরুদ্ধে, গণমানুষের অধিকার আদায়সহ দেশে নির্দলীয় ও নিরপেক্ষ নির্বাচনের মধ্য দিয়ে গণতন্ত্র ও ভোটের অধিকার আদায়ের লড়াইয়ে বিএনপির চলমান আন্দোলনে পূর্ণ সমর্থন দিয়ে কাজ করেছেন। শিকার হয়েছেন রাষ্ট্রীয় আইনশৃঙ্খলা বাহিনীর নির্যাতন ও নিপিড়নের। নিরবে নিভৃতে ২০২২ সালের ১৭ জানুয়ারি বাধ্য হয়েছেন দেশ ছেড়ে যুক্তরাজ্যে পাড়ি জমাতে।

 

উল্লেখ্য, বিএনপির উচ্চপর্যায়ে ২০২০ সালের ১৪ আগস্ট চীনা কূটনৈতিকদের একটি বৈঠক অনুষ্ঠিত হয় বাংলাদেশস্ত চীনা দূতাবাসে।এর নেপথ্যে সরাসরি সম্পৃক্ত ছিলেন গাজী সাইফুল। যার ফলশ্রুতিতে একটি সফল বৈঠকের অংশ হিসেবে সম্পর্ক উন্নয়নে চীনা দূতাবাস বৈঠকের পরবর্তী ১৫ আগস্টে বিএনপি চেয়ার পারসন, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে তার জন্মদিনে ফুলের শুভেচ্ছা জানায়। যা সেসময় ক্ষমতাসীন আওয়ামী লীগের সাথে চীনের অকৃত্রিম সম্পর্কের মাঝে একধরনের অনাস্থা তৈরি করে।

পরবর্তী সময়ে ২০২০ সালের ৭ সেপ্টেম্বর বাংলাদেশ তথ্য মন্ত্রণালয়ের প্রকাশিত একপ্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, চীনা দূতাবাস বেগম খালেদা জিয়াকে পাঠানো ফুল ফিরিয়ে নিয়েছে। এবং একই সাথে ১৫ আগস্টের বেগম খালেদা জিয়ার জন্ম তারিখটি সঠিক নয় উল্লেখ করে এরসব কিছুই ছিলো আওয়ামী লীগের একদলীয় স্বৈরতান্ত্রিক আচরণের বহিঃপ্রকাশ।

এই বৈঠকের পরিপ্রেক্ষিতে ঢাকার সেগুন বাগিচায় শিল্পকলা একাডেমি এলাকা থেকে ২৬ আগস্ট তাকে সাদা পোশাকে তিন থেকে চারজন গোয়েন্দা সংস্থার লোক দেখা করতে গেলে তাকে তুলে নিয়ে যায়।

তিনি জানান, গোয়েন্দা সংস্থার লোকেরা আমার সাথে চীনা দূতাবাসের বৈঠকটির বিষয়ে কথা বলতে চেয়েছিলো। কিন্তু যখনই তাদের সাথে আমি দেখা করি, আমাকে সাদা একটি মাইক্রোবাসে উঠানো হয় জোর করে। উঠানোর পর আমাকে হ্যান্ডকাফ পড়িয়ে চোখ কালো কাপড়ে বেঁধে ফেলা হয়। আমাকে যখন চোখ খোলা হয় কিছু সময়ের জন্য আমি দেখলাম সেখানে রুমটি যথেষ্ট ময়লা আবর্জনায় ভরা। ভবনটি পাঁচ থেকে ছয়তলা হবে। রুমে একটি টেবিল ও দুটো চেয়ার ছাড়া কিছুই ছিলো না।

 

তিনি আরও বলেন, এরপর একজন লোক এসে আমাকে চা খেতে দিলো। কিন্তু তখনও আমার হাতে হ্যান্ডকাফ লাগানো। আমি খুবই ভীতসন্ত্রস্থ ছিলাম। এরপর আমার চোখ আবারো কালো কাপড়ে শক্তভাবে বেঁধে দেওয়া হয়। তিন থেকে চারজন অফিসার আমাকে চীনা দূতাবাসের সাথে বৈঠকটির বিষয়ে বিস্তারিত জিঞ্জাসাবাদ করে। তবে বৈঠকের পর কূটনৈতিকদের সাথে আমার পুনরায় কোনো বৈঠক না হওয়ায় আলোচনার বিষয়বস্তু সম্পর্কে পুরোপুরি অবহিত ছিলাম না।

 

গাজী সাইফুল বলেন, তাদের কোনো প্রশ্নের উত্তরই আমি একজেক্ট দিতে চাচ্ছিলাম না। একপর্যায়ে আমাকে এলোপাথাড়ি মারধর করা হয়। আমাকে লাথি মেরে চেয়ার থেকে ফেলে দেওয়া হয়। প্রচণ্ড মারধরে আমি একপর্যায়ে জ্ঞান হারিয়ে ফেলি। পরে জ্ঞান ফিরলে একজন অফিসার আমার সাথে কথা বলেন। আমাকে সাংবাদিকতা ছেড়ে দিতে বলা হয়। একই সাথে বিএনপি’র রাজনীতি এবং দেশ ছেড়ে চলে যেতে বলা হয়। যার ফলশ্রুতিতে পড়াশুনা জীবন রক্ষার্থে আমি যুক্তরাজ্যে পাড়ি জমাই। এরপরও আমাকে সম্পূর্ণ উদ্দেশ্যপ্রণোদিতভাবে একটি মামলায় জড়ানো হয়। মামলাটি পল্টন থানায় করা হয়, মামলা নম্বর৫৩/ ৫২৪।

তিনি  আরও বলেন, শেখ হাসিনা সমগ্র দেশটিকে একটি টর্চারসেলে পরিণত করেছিলো। যার ভিক্টিম আমি নিজেও। এর দোসররা সরকার পরিবর্তনের পরও দেশে আবারও নৈরাজ্যকর পরিস্থিতি সৃষ্টি করার অপচেষ্টায় লিপ্ত আছে। এর বিরুদ্ধে আমাদের সকলকে সচেতন থাকতে হবে।

#এইউ

রিলেটেড নিউজ

কিভাবে আপনার ফেসবুক আইডি সুরক্ষিত রাখবেন?

আফছার উদ্দিন লিটন: ২০২১ সালের নভেম্বর-ডিসেম্বর মাসে হঠাৎ করে ফেসবুক কর্তৃপক্ষ গণহারে ফেসবুক ব্যবহারকারীদের আইডি রহ�...বিস্তারিত


ফুসফুসের রোগে যারা ভুগছেন তারা কী করবেন?

চট্টলার ডাক ডেস্ক: ফুসফুসের রোগে যারা ভুগছেন, শ্বাস-প্রশ্বাসে মারাত্মক সমস্যা দেখা দিয়েছে তাদেরকে সুখবর দিয়েছে ডান্...বিস্তারিত


তুমি জেনুইন মিউজিশিয়ান তোমার চিন্তা কী?

চট্টলার ডাক ডেস্ক: সত্তর দশকের শেষ দিকে সোলসের লিড গিটারিস্ট সাজেদুল আলম বিদেশ চলে যান। অনেকে এই শূন্য পদের জন্য আগ্র...বিস্তারিত


পৃথিবীর অন্যতম বৃহত্তম লাইব্রেরি

চট্টলার ডাক ডেস্ক: এটা হলো পৃথিবীর অন্যতম বৃহত্তম লাইব্রেরি  “ The British Library" যেখানে বইয়ের পরিমাণ প্রায় ১৭০ থেকে ২০০ মি...বিস্তারিত


সর্বশেষ স্বাধীন মুসলিম রাষ্ট্র কসোভো

চট্টলার ডাক ডেস্ক: ইউরোপের বলকান অঞ্চলের স্বাধীন দেশ কসোভো (Republic of Kosovo)। এটি সর্বশেষ স্বাধীন মুসলিম রাষ্ট্র হিসেবে পৃথি�...বিস্তারিত


রাশিয়ায় ইসলামের প্রসার ঘটছে

চট্টলার ডাক ডেস্ক: রাশিয়ায় মসজিদের সংখ্যা বৃদ্ধিতে সন্তোষ প্রকাশ করেছেন প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। রাশিয়ার গ্রা...বিস্তারিত