আজ  বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৪


আফছার উদ্দিন লিটনের এনআরজে কমপ্লেক্সের ভূমিদস্যু চক্র

  আবু মুসা চৌধুরী   |   আপডেট: ১১:২৮ এএম, ২০২৪-০৯-১৭    7

 

আফছার উদ্দিন লিটনের এনআরজে কমপ্লেক্সের ভূমিদস্যু চক্র


আফছার উদ্দিন লিটনের এনআরজে কমপ্লেক্সের ভূমিদস্যু চক্র


আবু মুসা চৌধুরী


লিওন। এক স্বপ্নবান যুবক। দৃঢ় ও অনমনীয় চরিত্রের। ভাঙলেও, মচকায় না। তাঁর পৈতৃক সম্পত্তি, যা আত্মসাৎ করে নিয়েছে একটি অসাধু চক্র-এর বিরুদ্ধে রুখে দাঁড়ায় ওই তরুণ। যে ভূমির মালিকানা ছিলো তার পিতামহের আমল থেকে; সেই জমি উদ্ধারে কোনো ছাড় দিতে রাজী নয় লিওন। শুরু হয় তার একক লড়াই। ওই অনমনীয় সংগ্রামের সত্যভাষ্য- আফছার উদ্দিন লিটনের এনআরজে কমপ্লেক্সের ভূমিদস্যু চক্র।


আফছার উদ্দিন লিটন একজন নিয়ত সৃষ্টিশীল, বহুধাগামী লেখক। দু’হাতে লেখেন গদ্য-পদ্য। এরই মধ্যে বেরিয়েছে প্রবন্ধগ্রন্থ- ‘তবুও এগিয়ে যায় বাংলাদেশ (২০২০), সাক্ষাৎকারগ্রন্থ-‘বিশিষ্টজনদের মুখোমুখি’ (২০২১), কবিতা-‘অধরা প্রেম’ (২০২২), সাক্ষাৎকার-গ্রন্থ (২য় খণ্ড)-‘গুণিজনদের মুখোমুখি’ (২০২২), প্রবন্ধ-‘বিশ্ব কাঁপানো করোনা (২০২২), কবিতা-অধরা স্বপ্ন (২০২৪), আফছার উদ্দিন লিটনের উক্তিসমূহ (২০২৪)।


লিটনের সম্প্রতি প্রকাশিত এই গ্রন্থ বলা যায় ডকু-ফিকশন বা প্রামাণ্য আখ্যান। থ্রিলার বা গোয়েন্দা কাহিনির আস্বাদ পাওয়া যাবে এই গ্রন্থে।
কাহিনির অভ্যন্তরে প্রবেশ করলে পাঠকের সম্মুখে এক বিস্তৃত জগৎ উন্মোচিত হয়। এনআরজে কমপ্লেক্স মানেই অপরাধের এক অভাবনীয় সাম্রাজ্য।
১ম পৃষ্ঠার পর: হেন অপকর্ম নেই, যা এই স্থাপনাকে ঘিরে সংঘটিত হয় না। ভূমিদস্যুতা, জবরদখল, চাঁদাবাজি, মাদক, ধর্ম ব্যবসা, পতিতাবৃত্তি-হত্যাকার ক্রাইমের স্বর্গরাজ্য যেন এই কমপ্লেক্স ঘিরে।


আফছার উদ্দিন লিটন বাস্তব জীবনের অভিজ্ঞতা প্রসূত এই আখ্যানে লিওনের জবানিতে সমাজের এই অন্ধকার দিগন্ত উন্মোচন করেছেন। এই অপরাধী চক্রের স্বরূপ উদ্ঘাটনের সমান্তরালে বিচার ব্যবস্থা ও আইন শৃঙ্খলা বাহিনীসহ অন্যান্য সরকারি সংস্থার বৃত্তান্ত ও বাস্তবতাও তুলে এনেছেন লেখক। এ যেন এক খণ্ড ছোট পরিসরের মধ্যে সমস্ত বাংলাদেশের বাস্তবতা।


রচয়িতার জবানি-‘এনআরজে কমপ্লেক্স-‘প্রতিটি শব্দের অর্থ রয়েছে। এর ছন্দ রয়েছে। মাত্রা রয়েছে। এর পেছনে রয়েছে নানা অজানা কাহিনি। রয়েছে ইতিহাস। রয়েছে প্রতারণা। রয়েছে ছলনা। রয়েছে ঘাত-প্রতিঘাত আর সংঘাতের কথা। রয়েছে রক্ষক্ষরণের ঘটনা। রয়েছে দুর্নীতি। রয়েছে অনিয়ম। রয়েছে ক্ষমতার অপব্যবহার। রয়েছে প্রশাসনের কালো হাত। রয়েছে পাতি মাস্তান। রয়েছে নকল মানুষের আধিপত্য।’


বস্তুত, এ আখ্যান হলো শুভ আর অশুভের মৌলিক ও চিরায়ত দ্বৈরথ। আফছার উদ্দিন লিটন চমৎকার দক্ষতায় এই দ্বন্দ্ব উপস্থাপন করেছেন।
আফছার উদ্দিন লিটন যেহেতু সাংবাদিকতা বৃত্তির সঙ্গে জড়িত, সেহেতু ঘটনা বা বিষয়ের পারমপর্য, আপাত দৃশ্যপটের ভেতরে প্রবেশ করার দুর্লভ ক্ষমতা রয়েছে তার। লিটনের গদ্যও প্রাঞ্জল এবং গতিশীল। পাঠকের পড়তে গিয়ে হোঁচড় খেতে হয়’না। এই নিরালঙ্কার গদ্যশৈলী সমস্ত প্রেক্ষিত টেনে নিয়ে যায় একটি পরিণতির দিকে এ এক সহজাত গুণ।


এটি গ্রন্থের ১ম খণ্ড। পরবর্তী খ- নিশ্চয়ই অচিরেই প্রকাশিত হবে। এছাড়া আফছার উদ্দিন লিটনের প্রকাশিতব্য গ্রন্থ তালিকায় রয়েছে-উপন্যাস-‘গুটি’, উপন্যাস-‘অধরা ভালোবাসা’, প্রবন্ধ- ‘দুদক নিয়ে জনগণের ভাবনা’, ‘করোনাকালীন পৃথিবী’, সাক্ষাৎকার- ‘বিশিষ্টজনদের মুখোমুখি’ (পর্ব-২), মোটিভেশনাল- ‘দার্শনিক ভাবনা, গোয়েন্দা উপন্যাস- ‘এনআরজে কমপ্লেক্সের ভূমিদস্যু চক্র’ (খণ্ড-২)।


গ্রন্থগুলো নিশ্চয়ই পর্যায়ক্রমে প্রকাশিত হবে এবং আফছার উদ্দিন লিটন ক্রমাগত চর্চা ও চর্যায় উত্তরণের সিঁড়ি ভেঙে এগিয়ে যাবেন। এই গ্রন্থের দুর্বলতা হলো- পড়তে পড়তে মনে হয়, এটি কি উপন্যাস, না সংবাদপত্রের প্রতিবেদন? যেহেতু লিটন একজন সংবাদকর্মী, তাই এটি তার নিজস্ব স্টাইল বা শৈলী বলা যায়। পরবর্তী খণ্ড নিশ্চয়ই আরো আকর্ষণীয় ও পরিণত হবে-এ কথা নির্দ্বিধায় বলা যায়। এ গ্রন্থের বহুল প্রচার কামনা করি।


এনআরজে কমপ্লেক্সের ভূমিদস্যু চক্র (খণ্ড-১)
#আফছার উদ্দিন লিটন #প্রচ্ছদ:-আইমান রহমান
#প্রকাশনায়-এমেলিয়া প্রকাশন। #মূল্য:- একশত আশি টাকা।


বইটি পাওয়া যাচ্ছে 
#এমেলিয়া প্রকাশন     #রকমারী ডটকম
#কারেন্ট বুক সেন্টার   #অমর বই ঘর্র
#বই ফেরী ডটকম   #সাহিত্য বিচিত্রা

যোগাযোগ- এমেলিয়া প্রকাশন, ৪০, কদম মোবারক মার্কেট, ষষ্ঠ তলা, মোমিন রোড, কোতোয়ালী, চট্টগ্রাম। মোবাইল : ০১৯১৭-৮২৫০৬২

 

রিলেটেড নিউজ

ডাহুক পাখি

চট্টলার ডাক ডেস্ক: গ্রাম বাংলার  এই পাখিটিকে মোটামুটি সবাই চিনে। গ্রামের এলাকায় পুরোনো পুকুর ও কচুরিপানায় জলাশয়ে এ...বিস্তারিত


স্বাধীনতা আর গণতন্ত্র কোথায়?

মো. রাশেদুল ইসলাম-রাশেদ স্বাধীনতা আর গণতন্ত্র কোথায়? মো. রাশেদুল ইসলাম রাশেদ   তোমার দেয়া দেশটা শুধু আছে, নাম ভাঙিয়ে খা...বিস্তারিত


দিক হারা পথিক

আফছার উদ্দিন লিটন: দিক হারা পথিক আফছার উদ্দিন লিটন বেকারত্বের অভিশাপে তরুণদের মনে হাহাকার কে দেবে তাদের কর্মসংস্�...বিস্তারিত


জনতা ব্যাংক চাক্তাই শাখার গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত

চট্টলার ডাক ডেস্ক: জনতা ব্যাংক পিএলসি চাক্তাই শাখার উদ্যোগে ব্যাংক ব্যবস্থাপনা কর্তৃপক্ষের নির্দেশত “ ৫০ দিনের বি...বিস্তারিত


নারী শুধু ঘর সামলায় না

মো. বেলাল হোসেন চৌধুরী ‘নারী মাঠে যেতে পারে না’-এ কথা আমরা বলতে চায় না। তারা সব পারে; কিন্ত পারিবারিক ও সামাজিক অবস্থান �...বিস্তারিত


দাঁত থাকতে দাঁতের মর্যাদা বুঝে না কেউ

মো. বেলাল হোসেন চৌধুরী (১) আমি শুধুশুধু অনর্থক যেই ভদ্রলোকটার  বিরুদ্ধে আক্রোশ বা ষড়যন্ত্র করি, পরবর্তীতে দেখা যায় তার অ�...বিস্তারিত