আজ  মঙ্গলবার, ১৭ সেপ্টেম্বর ২০২৪


আবু সাঈদের লাশের ক্ষত এখনো শুকায়নি!

  মো. রাশেদুল ইসলাম-রাশেদ   |   আপডেট: ১১:৩৮ পিএম, ২০২৪-০৮-০৪    170

 

আবু সাঈদের লাশের ক্ষত এখনো শুকায়নি!

আবু সাঈদের লাশের ক্ষত এখনো শুকায়নি!

মো. রাশেদুল ইসলাম রাশেদ

শোকের মাস কোনটাকে বল তুমি?
এখনো তো আবু সাঈদের লাশ শুকায়নি!
ঢাকার রাজপথের লাল চপচপে দাগ মুছে যায়নি,
তুমি কী করে বল?

এখনো শত ছাত্রের লাশের গন্ধে মোহিত
বাংলাদেশের বাতাস, তাজা রক্তের সুবাস,
তবুও তুমি কী করে বল-
শোকের মাস আগস্ট?

ত্রিশ লক্ষের দোহাই দাও!
এই সেই স্বাধীনতা?
এই সেই মুজিবের আদর্শ নিয়ে বাঁচা?

বলতে পারবে না, লিখতে পারবে না,
চাইতে পারবে না কিছু!
বাঁচতে হলে থাকতে হবে করে মাথা নিচু???

নিজের দেশেই, নিজেই খেলাম গুলি
লজ্জাটাও তো গেল!
বিবেক তো আগেই বিক্রি করেছো;
জাতি আজ কী পেল?

জুলাই এখনো ফুরায়নি
ফুরাবে না কখনো,
ইতিহাস সাক্ষি, শতাব্দী জানে;
সত্যের জয় হয়েছে, হবে এখনো।

 শোকের মাস জুলাই।
 শোকের মাস জুলাই।
 দিগন্তের শেষ রেখায়
 রক্তিম হয়ে জ¦লবেই
 সকল মজলুমের ব্যথাই।

-শুক্রবার ০২ আগস্ট ২০২৪ খৃ.

রিলেটেড নিউজ

স্বাধীনতা আর গণতন্ত্র কোথায়?

মো. রাশেদুল ইসলাম-রাশেদ স্বাধীনতা আর গণতন্ত্র কোথায়? মো. রাশেদুল ইসলাম রাশেদ   তোমার দেয়া দেশটা শুধু আছে, নাম ভাঙিয়ে খা...বিস্তারিত


দিক হারা পথিক

আফছার উদ্দিন লিটন: দিক হারা পথিক আফছার উদ্দিন লিটন বেকারত্বের অভিশাপে তরুণদের মনে হাহাকার কে দেবে তাদের কর্মসংস্�...বিস্তারিত


অধিকার

মো. রাশেদুল ইসলাম-রাশেদ অধিকার মো. রাশেদুল ইসলাম আমিও ছাত্র, তুমিও ছাত্র একই ছায়াতলে, নিজ অধিকারে লড়ছি যখন তোমার বিরোধী, ...বিস্তারিত


অভিমান

সাদিকুর রহমান স্বাধীন অভিমান সাদিকুর রহমান স্বাধীন বিয়ে বাড়িতে বন্ধুর সনে হলো ঝামেলা চলে এলাম রাগে-অভিমানে চলে গেল �...বিস্তারিত


অচিন পাখি

সাদিকুর রহমান স্বাধীন অচিন পাখি সাদিকুর রহমান স্বাধীন প্রভাতের স্নিগ্ধ আলোয় পাখিদের গুনগুনানি লাগে ভালো। অথচ পাখি�...বিস্তারিত


দিব্যি

মোহাম্মদ জোবায়ের দিব্যি   মোহাম্মদ জোবায়ের   উতলা হয়ো না মন, হয়ো না উতলা শান্ত হও- শান্ত হও- আকাশ যেমন কে�...বিস্তারিত