আজ  বুধবার, ২৯ জানুয়ারী ২০২৫


অধিকার

  মো. রাশেদুল ইসলাম-রাশেদ   |   আপডেট: ০৪:২৭ পিএম, ২০২৪-০৮-০২    325

 

অধিকার

অধিকার

মো. রাশেদুল ইসলাম

আমিও ছাত্র, তুমিও ছাত্র
একই ছায়াতলে,
নিজ অধিকারে লড়ছি যখন
তোমার বিরোধী, হলাম কোনকালে?

পড়াশুনা শেষ করে, চাকরির জন্য হন্য হয়ে
ছুটছি আমি যবে,
ফলাফল কারচুপি, আর প্রশ্ন ফাঁসে
তোমার-আমার জায়গা কি হবে?

কোটা এল, প্রশ্ন ফাঁস হল,
তারপরেও কীভাবে বল?
আমার মেধা তোমার চেয়ে
কোথায় দেখাও কমতি ছিল?

দেশটাকে ভাবে বাপের কেউ
কেউবা বলে বরের,
ভুলে কি গেছ তুমি-
দেশটা যে তোমার-আমার;
দেশটা যে গণতন্ত্রের।

চাষার ছেলে চাষা হবে,
এটাই চাও বুঝি?
ভুলে যেওনা
চাষার টাকায় দেশটা চলে,
তাতেই তোমার-আমার রুজি।

কোটা এল, প্রশ্ন ফাঁসে
অযোগ্যরা মুচকি হাসে,
এভাবে আর কতদিন রবে
অন্য লোকের পাপেট সেজে?

ভাল-মন্দের ধার ধারে না ,
বিবেক গেছে পঁচে,
লালসা তোমার বেড়ে গেছে
অন্যের পদ চেটে!

“চাকরি পেলে ভুলে যাব,
ঘুষ-সুদ সবই খাব।
আমিও যে সুযোগ পেলে,
দুর্নীতিতে নাম লেখাবো।

এমনটি হলে বিপক্ষে আমি
তোমাদের এই আন্দোলনে।
এখন যেমন অন্যায়ের প্রতিবাদে
লড়ছো তুমি অধিকারে,
তেমন করে দুর্নীতির বিপক্ষে
সুর তুলে, সাহস যোগাও বক্ষে।”

কোটা বৈষম্য রুখে দাও,
প্রশ্নফাঁস বন্ধ করো।
ছাত্র অধিকার তোমরা বাঁচাও
জীবন দিয়ে হলেও।

 

 

রিলেটেড নিউজ

তুমি

চট্টলার ডাক ডেস্ক: তুমি হৃদয় হাসান বাবু আমার একটা তুমি চাই, যেই তুমিতে প্রাণটা নাচে হাজার রঙ দেখতে পাই।   আমার এক�...বিস্তারিত


তুমি অবিনশ্বর

চট্টলার ডাক ডেস্ক: তুমি অবিনশ্বর আলেয়া চৌধুরী শুভ সুন্দর প্রত্যয়ে কোটি মানুষের হৃদয়ে কিংবদন্তি তাজ সংগ্রামে সাহস...বিস্তারিত


দ্রব্য মূল্যের ঊর্দ্ধগতি

চট্টলার ডাক ডেস্ক: দ্রব্য মূল্যের ঊর্দ্ধগতি বাবুল কান্তি দাশ দ্রব্য মূল্যের ঊর্দ্ধগতি উদ্বিগ্ন সবাই, হা-হুতাশে স�...বিস্তারিত


স্বাধীনতা আর গণতন্ত্র কোথায়?

মো. রাশেদুল ইসলাম-রাশেদ স্বাধীনতা আর গণতন্ত্র কোথায়? মো. রাশেদুল ইসলাম রাশেদ   তোমার দেয়া দেশটা শুধু আছে, নাম ভাঙিয়ে খা...বিস্তারিত


আবু সাঈদের লাশের ক্ষত এখনো শুকায়নি!

মো. রাশেদুল ইসলাম-রাশেদ আবু সাঈদের লাশের ক্ষত এখনো শুকায়নি! মো. রাশেদুল ইসলাম রাশেদ শোকের মাস কোনটাকে বল তুমি? এখনো তো আব�...বিস্তারিত


দিক হারা পথিক

আফছার উদ্দিন লিটন: দিক হারা পথিক আফছার উদ্দিন লিটন বেকারত্বের অভিশাপে তরুণদের মনে হাহাকার কে দেবে তাদের কর্মসংস্�...বিস্তারিত