আজ  বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪


অচিন পাখি

  সাদিকুর রহমান স্বাধীন   |   আপডেট: ০৪:০০ এএম, ২০২৪-০৬-১৫    229

 

অচিন পাখি সাদিকুর রহমান স্বাধীন

অচিন পাখি

সাদিকুর রহমান স্বাধীন

প্রভাতের স্নিগ্ধ আলোয়

পাখিদের গুনগুনানি লাগে ভালো।

অথচ পাখিটি আর নেই;

শূণ্য খাচাতে উড়ে গেছে--

নিরবে অরন্যের তলে রম্য করতে।

কিন্তু আমি তো খুঁজে বেড়ায় গ্রাম-গঞ্জে!

শষ্য ফুলের ক্ষেতে হলুদাভ ঘ্রাণে।

তবুও তার দেখা মেলে না।

কতো কীর্তি যাই যে বলে

শেষ কভু তার হয় না দেখা!

হয়তো একদিন কোনো নদীতে

ফেলে দেব আমার যত দুঃখ-কষ্ট-যাতনা।

রিলেটেড নিউজ

তুমি

চট্টলার ডাক ডেস্ক: তুমি হৃদয় হাসান বাবু আমার একটা তুমি চাই, যেই তুমিতে প্রাণটা নাচে হাজার রঙ দেখতে পাই।   আমার এক�...বিস্তারিত


তুমি অবিনশ্বর

চট্টলার ডাক ডেস্ক: তুমি অবিনশ্বর আলেয়া চৌধুরী শুভ সুন্দর প্রত্যয়ে কোটি মানুষের হৃদয়ে কিংবদন্তি তাজ সংগ্রামে সাহস...বিস্তারিত


দ্রব্য মূল্যের ঊর্দ্ধগতি

চট্টলার ডাক ডেস্ক: দ্রব্য মূল্যের ঊর্দ্ধগতি বাবুল কান্তি দাশ দ্রব্য মূল্যের ঊর্দ্ধগতি উদ্বিগ্ন সবাই, হা-হুতাশে স�...বিস্তারিত


স্বাধীনতা আর গণতন্ত্র কোথায়?

মো. রাশেদুল ইসলাম-রাশেদ স্বাধীনতা আর গণতন্ত্র কোথায়? মো. রাশেদুল ইসলাম রাশেদ   তোমার দেয়া দেশটা শুধু আছে, নাম ভাঙিয়ে খা...বিস্তারিত


আবু সাঈদের লাশের ক্ষত এখনো শুকায়নি!

মো. রাশেদুল ইসলাম-রাশেদ আবু সাঈদের লাশের ক্ষত এখনো শুকায়নি! মো. রাশেদুল ইসলাম রাশেদ শোকের মাস কোনটাকে বল তুমি? এখনো তো আব�...বিস্তারিত


দিক হারা পথিক

আফছার উদ্দিন লিটন: দিক হারা পথিক আফছার উদ্দিন লিটন বেকারত্বের অভিশাপে তরুণদের মনে হাহাকার কে দেবে তাদের কর্মসংস্�...বিস্তারিত