শিরোনাম
মো. ইউছুফ চৌধুরী | আপডেট: ০৬:২০ পিএম, ২০২৪-০৫-০৩ 422
দোয়া একটি গুরুত্বপূর্ণ ইবাদত। এর মাধ্যমে আল্লাহর সাথে বান্দার বিশেষ সম্পর্ক তৈরি হয়, আল্লাহর প্রতি বান্দার অন্তরে আনুগত্য ও বিশ্বাসের পাহাড় গড়ে ওঠে, সৃষ্টিকর্তার প্রতি আস্থাশীলতা এবং তাঁর মহান শক্তির ওপর নির্ভরতার প্রত্যয় বান্দার অন্তরে দৃঢ়ভাবে স্থাপিত হয়। দোয়া যেমন এক দিকে বন্দার দীনতা, হীনতা, অক্ষমতা ও বিনয়ের প্রকাশ ঘটায়, অপর দিকে আল্লাহর বড়ত্ব, মহত্ত্ব, সর্বব্যাপী ক্ষমতা ও দয়া-মায়ার প্রতি সুগভীর বিশ্বাস গড়ে তোলে।
দোয়া অর্থ ডাকা, আরাধনা, প্রার্থনা, জিকির। কুরআন-হাদিসে দোয়ার বিষয়ে বেশ গুরুত্ব দেয়া হয়েছে। আল্লাহ তায়ালা বলেন- “তামরা আমাকে ডাকো, আমি তোমাদের ডাকে সাড়া দেবো। যারা অহঙ্কারবশে আমার ইবাদত থেকে বিমুখ হয়, সত্বর তারা জাহান্নামে প্রবেশ করবে লাঞ্ছিত অবস্থায়।” (সূরা মু’মিন-৬০) রাসূলুল্লাহ সা. বলেছেন, “যে ব্যক্তি মহান আল্লাহকে ডাকে না, তিনি তার ওপর ক্রুদ্ধ হন।” (ইবনে মাজাহ-৩৮২৭)।
দোয়া কবুলের আদব ও শর্তাবলীঃ-
১. দোয়ার শুরুতে এবং শেষে হামদ ও দরূদ পাঠ করা।
২. দোয়া আল্লাহর প্রতি খালেছ আনুগত্যসহকারে হওয়া।
৩. দোয়ায় কোনো পাপের কথা কিংবা আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করার কথা না থাকা।
৪. খাদ্য-পানীয় ও পোশাক হালাল ও পবিত্র হওয়া।
৫. দোয়া কবুলের জন্য বেশি অস্থির না হওয়া।
৬. নিরাশ হয়ে দোয়া পরিত্যাগ না করা।
৭. উদাসীনভাবে দোয়া না করা এবং দোয়া কবুলের ব্যাপারে সর্বদা দৃঢ় আশাবাদী থাকা।
৮. আল্লাহর সুন্দর নাম ও গুণাবলির মাধ্যমে দোয়া করা।
৯. কিবলামুখী হয়ে দোয়া করা।
১০. দুই হাত উত্তোলন করা।
দোয়া কবুলের গুরুত্বপূর্ণ কিছু সময়ঃ-
১. শেষরাত বা তাহাজ্জুদের সময় দোয়া করলে কবুল হয়।
২. সিজদার সময় দোয়া।
৩. আজান ও ইকামতের মধ্যবর্তী সময়।
৪. ফরজ সালাতের পর।
আবু উমামা রা. থেকে বর্ণিত হয়েছে- একবার রাসূল সা. কে জিজ্ঞেস করা হলো, হে আল্লাহর রাসূল! কোন সময়ের দোয়া দ্রুত কবুল হয়? তিনি উত্তর দিলেন, ‘রাতের শেষ সময়ে এবং ফরজ সালাতের পর।’ (তিরমিজি-৩৪৯৮)
৫. জুমার দিন দোয়া কবুল হয়।
৬. বৃষ্টির সময় দোয়া কবুল হয়।
৭. রমজান ও শবেকদরের রাতের দোয়া কবুল হয়।
৮. রোগে আক্রান্ত অবস্থায়,
৯. বিপদ-আপদের সময়,
১০. মুসাফির অবস্থায়,
তাছাড়া সন্তানের জন্য মা-বাবার দোয়া খুব বেশি কবুল হয়।
রাসূলুল্লাহ সা. বলেন, ‘ দোয়া হলো ইবাদত’। (মিশকাত-২২৩০) অন্যান্য নফল ইবাদতের মতো দোয়াও স্বয়ংসম্পূর্ণ একটি ইবাদত।
চট্টলার ডাক ডেস্ক: ইসলামি পরিভাষায় নির্দিষ্ট কয়েকটি শব্দ আছে, যে শব্দ গুলো প্রত্যেক মুসলমানই জানেন। কিন্তু এর ব্যবহ�...বিস্তারিত
চট্টলার ডাক ডেস্ক: উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণের ১০টি পদ্ধতি ০ ওজন হ্রাস করুন। ০ দুশ্চিন্তা মুক্ত থাকুন। ০ দৈনিক ৩০ ম�...বিস্তারিত
চট্টলার ডাক ডেস্ক: ফ্যাটি লিভারে আক্রান্তের সংখ্যা দিন দিন বাড়ছে। প্রাথমিক অবস্থায় এই রোগ নিয়ন্ত্রণে না আনলে লিভারে...বিস্তারিত
চট্টলার ডাক ডেস্ক: হঠাৎ হার্ট এটার্ক হলে বাঁচবেন কিভাবে? মনে করুন, সন্ধ্যা ছয়টার সময় একা একা বাড়িতে বসে আছেন। বাসার মা�...বিস্তারিত
চট্টলার ডাক ডেস্ক: মাদকাসক্তি, যৌন নিপীড়নের শিকার আর স্কুলে সহপাঠীদের বেদম মার খাওয়া- চেস্টার বেনিংটনের গল্পের শুরু�...বিস্তারিত
আফছার উদ্দিন লিটন: ২০২১ সালের নভেম্বর-ডিসেম্বর মাসে হঠাৎ করে ফেসবুক কর্তৃপক্ষ গণহারে ফেসবুক ব্যবহারকারীদের আইডি রহ�...বিস্তারিত
© Copyright 2024 Dainik Chattalar Dak