আজ  সোমবার, ১৩ জানুয়ারী ২০২৫


চট্টগ্রামের একে খান মোড়ে রাজমহল রেস্তোরাঁ এন্ড বেকার্সের উদ্বোধন

  চট্টলার ডাক ডেস্ক:   |   আপডেট: ০৩:৩৬ এএম, ২০২৪-০৪-৩০    617

 

চট্টগ্রামের একে খান মোড়ে রাজমহল রেস্তোরাঁ এন্ড বেকার্সের উদ্বোধন ফিতা কেটে রাজমহল রেস্তোরাঁ এন্ড বেকার্সের শুভ উদ্বোধন করছেন বিশিষ্ট সমাজসেবক ও ব্যবসায়ী মো. হাশেম আলী

নগরীর একে খান মোড়ে সুপার রাজমহল রেস্তোরাঁ এন্ড বেকার্সের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছ।


সোমবার, ২৯ এপ্রিল বিকাল সাড়ে পাঁচটার দিকে এ উদ্বোধন করা হয়।

নুরুল আকবর কাজলের সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সমাজসেবক ও ভিউ এন্ড ভিশন প্রোপার্টিজ লিমিটেডের চেয়ারম্যান মো. হাশেম আলী। তিনি বলেন, “ ভোজন রসিকদের জন্য রাজমহল রেস্তোরাঁ একটি নতুন সংযোজন। এ হোটেলের নির্ভেজাল এবং মুখরোচক খাবার ভোজন রসিকদের তৃপ্তির ঢেকুর তুলবে। তিনি আরও বলেন, উদ্বোধনী অনুষ্ঠানে পরিচিত আত্মীয়-স্বজন, শুভাকাঙ্ক্ষীযারা উপস্থিত আছেন তাদের সবাইকে আমি অভিনন্দন জানাই। আমি এ হোটেলের স্বত্ত্বাধিকারীদের উজ্জ্বল ভবিষৎ কামনা করছি।”

রাজমহল রেস্তোরাঁ এন্ড বেকার্সের স্বত্ত্বাধিকারী নুরুল আকবর কাজল বলেন, “ চট্টগ্রামের ভোজন রসিকদের জন্য আমরা সুস্বাদু ও সুখাদ্যে বিপ্লব ঘটিয়ে দেয়ার জন্য নতুন রেস্টুরেন্ট চালু করার উদ্যোগ নিয়েছি। যাতে করে ভোজন রসিকরা সাশ্রয়ী দামে আমাদের রেস্তোরাঁয় এসে খেতে পারে। আমাদের রেস্তোরাঁয় সপ্তাহে সাত দিন মেজবানীর আয়োজন থাকবে। ভোজন রসিকদের কাছে ভেজালমুক্ত খাদ্য পরিবেশন করা আমাদের লক্ষ্য।”

রাজমহল রেস্তোরাঁ এন্ড বেকার্সের স্বত্ত্বাধিকারী মো. হারুনুর রশিদ বলেন, “আমাদের রেস্তোরাঁয় সপ্তাহে সাত দিন মেজবানীর ব্যবস্থা থাকবে। আমাদের রেস্তোরাঁ ২৪ ঘণ্টা খোলা থাকবে। কাস্টমারদের জন্য উদ্বোধন উপলক্ষ্যে এক সপ্তাহ পর্যন্ত ১০ ভাগ ছাড় রয়েছে। দ্রব্যমূল্যের উর্ধ্বগতির কারণে কাস্টমারদের কম মূল্যে উন্নতমানের খাবার পরিবেশন করার চেষ্টা করবো।”

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন আইনজীবী মো. সাইফুল ইসলাম, আওয়ামী লীগ নেতা নিয়াজ মাহমুদ, শেখ মনিরুল আলম খোকন, আবদুচ সালাম, আলহাজ¦ মমতাজ হোসেন, আবু মুছা, আফছার আলম বাবুল, দিদারুর রহমান সুমন, শফিকুর রহমান স্বপন, মো. সেলিম, লেখক ও সাংবাদিক আফছার উদ্দিন লিটন, সাংবাদিক এলেন ভট্টাচার্য অনিক প্রমুখ।
 -প্রেস বিজ্ঞপ্তি

 

 

রিলেটেড নিউজ

রওশন কার্পেট হাউজ

চট্টলার ডাক ডেস্ক: রওশন কার্পেট হাউজ ...বিস্তারিত


কিভাবে আপনার ফেসবুক আইডি সুরক্ষিত রাখবেন?

আফছার উদ্দিন লিটন: ২০২১ সালের নভেম্বর-ডিসেম্বর মাসে হঠাৎ করে ফেসবুক কর্তৃপক্ষ গণহারে ফেসবুক ব্যবহারকারীদের আইডি রহ�...বিস্তারিত


ফুসফুসের রোগে যারা ভুগছেন তারা কী করবেন?

চট্টলার ডাক ডেস্ক: ফুসফুসের রোগে যারা ভুগছেন, শ্বাস-প্রশ্বাসে মারাত্মক সমস্যা দেখা দিয়েছে তাদেরকে সুখবর দিয়েছে ডান্...বিস্তারিত


তুমি জেনুইন মিউজিশিয়ান তোমার চিন্তা কী?

চট্টলার ডাক ডেস্ক: সত্তর দশকের শেষ দিকে সোলসের লিড গিটারিস্ট সাজেদুল আলম বিদেশ চলে যান। অনেকে এই শূন্য পদের জন্য আগ্র...বিস্তারিত


পৃথিবীর অন্যতম বৃহত্তম লাইব্রেরি

চট্টলার ডাক ডেস্ক: এটা হলো পৃথিবীর অন্যতম বৃহত্তম লাইব্রেরি  “ The British Library" যেখানে বইয়ের পরিমাণ প্রায় ১৭০ থেকে ২০০ মি...বিস্তারিত


সর্বশেষ স্বাধীন মুসলিম রাষ্ট্র কসোভো

চট্টলার ডাক ডেস্ক: ইউরোপের বলকান অঞ্চলের স্বাধীন দেশ কসোভো (Republic of Kosovo)। এটি সর্বশেষ স্বাধীন মুসলিম রাষ্ট্র হিসেবে পৃথি�...বিস্তারিত