আজ  শনিবার, ২৭ জুলাই ২০২৪


চট্টগ্রামের একে খান মোড়ে রাজমহল রেস্তোরাঁ এন্ড বেকার্সের উদ্বোধন

  চট্টলার ডাক ডেস্ক:   |   আপডেট: ০৩:৩৬ এএম, ২০২৪-০৪-৩০    274

 

চট্টগ্রামের একে খান মোড়ে রাজমহল রেস্তোরাঁ এন্ড বেকার্সের উদ্বোধন ফিতা কেটে রাজমহল রেস্তোরাঁ এন্ড বেকার্সের শুভ উদ্বোধন করছেন বিশিষ্ট সমাজসেবক ও ব্যবসায়ী মো. হাশেম আলী

নগরীর একে খান মোড়ে সুপার রাজমহল রেস্তোরাঁ এন্ড বেকার্সের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছ।


সোমবার, ২৯ এপ্রিল বিকাল সাড়ে পাঁচটার দিকে এ উদ্বোধন করা হয়।

নুরুল আকবর কাজলের সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সমাজসেবক ও ভিউ এন্ড ভিশন প্রোপার্টিজ লিমিটেডের চেয়ারম্যান মো. হাশেম আলী। তিনি বলেন, “ ভোজন রসিকদের জন্য রাজমহল রেস্তোরাঁ একটি নতুন সংযোজন। এ হোটেলের নির্ভেজাল এবং মুখরোচক খাবার ভোজন রসিকদের তৃপ্তির ঢেকুর তুলবে। তিনি আরও বলেন, উদ্বোধনী অনুষ্ঠানে পরিচিত আত্মীয়-স্বজন, শুভাকাঙ্ক্ষীযারা উপস্থিত আছেন তাদের সবাইকে আমি অভিনন্দন জানাই। আমি এ হোটেলের স্বত্ত্বাধিকারীদের উজ্জ্বল ভবিষৎ কামনা করছি।”

রাজমহল রেস্তোরাঁ এন্ড বেকার্সের স্বত্ত্বাধিকারী নুরুল আকবর কাজল বলেন, “ চট্টগ্রামের ভোজন রসিকদের জন্য আমরা সুস্বাদু ও সুখাদ্যে বিপ্লব ঘটিয়ে দেয়ার জন্য নতুন রেস্টুরেন্ট চালু করার উদ্যোগ নিয়েছি। যাতে করে ভোজন রসিকরা সাশ্রয়ী দামে আমাদের রেস্তোরাঁয় এসে খেতে পারে। আমাদের রেস্তোরাঁয় সপ্তাহে সাত দিন মেজবানীর আয়োজন থাকবে। ভোজন রসিকদের কাছে ভেজালমুক্ত খাদ্য পরিবেশন করা আমাদের লক্ষ্য।”

রাজমহল রেস্তোরাঁ এন্ড বেকার্সের স্বত্ত্বাধিকারী মো. হারুনুর রশিদ বলেন, “আমাদের রেস্তোরাঁয় সপ্তাহে সাত দিন মেজবানীর ব্যবস্থা থাকবে। আমাদের রেস্তোরাঁ ২৪ ঘণ্টা খোলা থাকবে। কাস্টমারদের জন্য উদ্বোধন উপলক্ষ্যে এক সপ্তাহ পর্যন্ত ১০ ভাগ ছাড় রয়েছে। দ্রব্যমূল্যের উর্ধ্বগতির কারণে কাস্টমারদের কম মূল্যে উন্নতমানের খাবার পরিবেশন করার চেষ্টা করবো।”

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন আইনজীবী মো. সাইফুল ইসলাম, আওয়ামী লীগ নেতা নিয়াজ মাহমুদ, শেখ মনিরুল আলম খোকন, আবদুচ সালাম, আলহাজ¦ মমতাজ হোসেন, আবু মুছা, আফছার আলম বাবুল, দিদারুর রহমান সুমন, শফিকুর রহমান স্বপন, মো. সেলিম, লেখক ও সাংবাদিক আফছার উদ্দিন লিটন, সাংবাদিক এলেন ভট্টাচার্য অনিক প্রমুখ।
 -প্রেস বিজ্ঞপ্তি

 

 

রিলেটেড নিউজ

তরুণ প্রকাশকদের অংশগ্রহণে তিনদিনব্যাপী ‌‌প্রশিক্ষণ কর্মশালার সনদপত্র বিতরণ অনুষ্ঠান সম্পন্ন

চট্টলার ডাক ডেস্ক: তরুণ প্রকাশকদের অংশগ্রহণে তিনদিনব্যাপী ‌‌'সৃজনশীল প্রকাশনা খাত: চ্যালেঞ্জ ও সম্ভাবনা' শীর্�...বিস্তারিত


মুসা (আ.) এর আমলে দীর্ঘদিন বৃষ্টি বন্ধ ছিলো!

মো. ইউছুফ চৌধুরী হযরত মুসা (আ.) এর আমলে দীর্ঘদিন যাবত বৃষ্টি বন্ধ ছিলো। তাঁর উম্মতরা তাঁর কাছে এসে বললো “ হে নবী, আল্�...বিস্তারিত


আল-আমিন হাসপাতাল (প্রা.) লিমিটেড

চট্টলার ডাক ডেস্ক: আল-আমিন হাসপাতাল (প্রা.) লিমিটেড ৮৩০, জাকির হোসেন রোড, একে খান মোড়, উত্তর পাহাড়তলী, চট্টগ্রাম। ...বিস্তারিত


আমি মহান মুক্তিযুদ্ধে ২ নং সেক্টরে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছি

আফছার উদ্দিন লিটন: অধ্যক্ষ শামসুদ্দিন আহমেদ। ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধে সক্রিয় অংশগ্রহণকারী একজন বীর মুক্তিযোদ্ধ...বিস্তারিত


ডিজিটাল বাংলাদেশের সুফল আমরা পদে পদে টের পাচ্ছি

আফছার উদ্দিন লিটন ও এলেন ভট্টাচার্য অনিক লায়ন একে জাহেদ চৌধুরী। চট্টগ্রামের নাজিরহাট পৌরসভার মেয়র। অত্যন্ত বিনয়ী এবং সাংস্কৃতিকবান্ধব এ�...বিস্তারিত


বিশ্বায়নের যুগে শিক্ষার্থীদেরকে এগিয়ে দেয়ার জন্য সিএসবিএইচ বদ্ধ পরিকর

আফছার উদ্দিন লিটন: কলেজ অব সায়েন্স বিজনেস এণ্ড হিউমেনিটিঁজ। চট্টগ্রাম মেডিকেল কলেজ ও হাসপাতালের সন্নিকটে পাঁচলাইশ�...বিস্তারিত