আজ  রবিবার, ৮ সেপ্টেম্বর ২০২৪


অস্তিত্বহীন জীবন

  সাদিকুর রহমান স্বাধীন   |   আপডেট: ০১:৫১ এএম, ২০২৪-০৩-২৪    343

 

অস্তিত্বহীন জীবন

অস্তিত্বহীন জীবন

সাদিকুর রহমান স্বাধীন

জীবনে কি পেলাম আর কি হারালাম
ঐসব মেলাতে ব্যস্ত ব্যাকুল মন।
মন বলে তুমিতো--রাজধানীর ওই রাজকন্যাকে দেখোনি
আমি বলি, সে তোমায় দেখেছে।
সে তোমায় ভালোও বেসেছিল শত রূপে শতবার।
শত বাগানের ফুল দিয়ে সুবাসিত করে
অজস্রবার তোমায় চেয়েছিল তার জীবনে;
কিন্তু তুমি তার ডাকে সাড়া দাওনি
তাকে চেনেও চেনোনি--
অবশেষে পুড়িয়েছো চিতার অনলে
এইতো বুঝি অস্তিত্বহীন জীবন।

 

#কবিতা

#স্বাধীন

#পত্রিকা

#প্রকাশনা

 

রিলেটেড নিউজ

স্বাধীনতা আর গণতন্ত্র কোথায়?

মো. রাশেদুল ইসলাম-রাশেদ স্বাধীনতা আর গণতন্ত্র কোথায়? মো. রাশেদুল ইসলাম রাশেদ   তোমার দেয়া দেশটা শুধু আছে, নাম ভাঙিয়ে খা...বিস্তারিত


আবু সাঈদের লাশের ক্ষত এখনো শুকায়নি!

মো. রাশেদুল ইসলাম-রাশেদ আবু সাঈদের লাশের ক্ষত এখনো শুকায়নি! মো. রাশেদুল ইসলাম রাশেদ শোকের মাস কোনটাকে বল তুমি? এখনো তো আব�...বিস্তারিত


দিক হারা পথিক

আফছার উদ্দিন লিটন: দিক হারা পথিক আফছার উদ্দিন লিটন বেকারত্বের অভিশাপে তরুণদের মনে হাহাকার কে দেবে তাদের কর্মসংস্�...বিস্তারিত


অধিকার

মো. রাশেদুল ইসলাম-রাশেদ অধিকার মো. রাশেদুল ইসলাম আমিও ছাত্র, তুমিও ছাত্র একই ছায়াতলে, নিজ অধিকারে লড়ছি যখন তোমার বিরোধী, ...বিস্তারিত


অভিমান

সাদিকুর রহমান স্বাধীন অভিমান সাদিকুর রহমান স্বাধীন বিয়ে বাড়িতে বন্ধুর সনে হলো ঝামেলা চলে এলাম রাগে-অভিমানে চলে গেল �...বিস্তারিত


অচিন পাখি

সাদিকুর রহমান স্বাধীন অচিন পাখি সাদিকুর রহমান স্বাধীন প্রভাতের স্নিগ্ধ আলোয় পাখিদের গুনগুনানি লাগে ভালো। অথচ পাখি�...বিস্তারিত