শিরোনাম
আফছার উদ্দিন লিটন: | আপডেট: ০৫:৫৬ পিএম, ২০২৪-০৩-২১ 331
কলেজ অব সায়েন্স বিজনেস এণ্ড হিউমেনিটিঁজ। চট্টগ্রাম মেডিকেল কলেজ ও হাসপাতালের সন্নিকটে পাঁচলাইশে মনোরম পরিবেশে অবস্থিত। ২০০৯সালের জুলাই মাসে এ কলেজটি প্রতিষ্ঠিত হয়েছে। প্রতিষ্ঠিত হওয়ার পর থেকেই এ কলেজের ছাত্র-ছাত্রীরা প্রতিটি বিভাগে ঈর্ষনীয় সাফল্য অর্জন করে যাচ্ছে। প্রতিবছর এ কলেজে এইচএসসি পরীক্ষার্থীদের মধ্যে জিপিএ-৫ পাসের হারও লক্ষ্য করার মতো।
কলেজ অব সায়েন্স বিজনেস এণ্ড হিউমেনিটিঁজের চেয়ারম্যান ও প্রতিষ্ঠাতা মেহেরাব মাসুক। তিনি একজন শিক্ষানুরাগী। স্কুল অব সায়েন্স বিজনেস এণ্ড হিউমেনিটিজ এবং চট্টগ্রাম এক্সিকিউটিভ কেয়ার এডুকেশন ফাউন্ডেশন নামে আরও দুটি শিক্ষা প্রতিষ্ঠান। তিনি অত্যন্ত সদালাপী, আন্তরিক ও মানবিক একজন মানুষ। যিনি জ্ঞানের অন্বেষণে নিরন্তর ছুটে চলেছেন। শিক্ষার উন্নয়নে যার জীবন উৎসর্গ হয়ে আছে। শিক্ষা নিয়ে তাঁর সংগ্রামী জীবন।
তাঁর সাথে আলাপকালে জানতে চাইলাম কলেজ অব সায়েন্স বিজনেস এণ্ড হিউমেনিটিজ শিক্ষাপ্রতিষ্ঠান চালু করার পরিকল্পনার বিষয়ে। তিনি জানান, শিক্ষাব্যবস্থার আধুনিকায়ন যেটা প্রয়োজন ছিল। গ্লোবালাইজেশনের যুগে লেখাপড়ার গতিতে পুরনো পের্টান থাকবে না; নতুন ধারায় সবকিছু পরিবর্তিত হবে। সাধারণ যে বিষয়গুলো আছে তা গতানুগতিক ধারা থেকে পরিবর্তিত হয়ে সম্পূর্ণ বাস্তবভিত্তিক শিক্ষাব্যবস্থার উন্মেষ ঘটবে। বিবর্তনের এই সন্ধিক্ষণে আমাদের সন্তানদের সঠিক দিক নির্দেশনা দেয়ার প্রয়াস থেকেই কলেজ অব সায়েন্স বিজনেস এণ্ড হিউমেনিটিজ সৃষ্টি করা। তাছাড়া বিশ্বায়নের নতুন যুগে নতুন সমাজে মাথা উচু করে দাঁড়ানোর জন্য যে লোকবল প্রয়োজন তার ঘাটতি কিছুটা পূরনের জন্য উন্নত মানসিকতা সৃষ্টির উদ্দেশ্যে এ শিক্ষা প্রতিষ্ঠান প্রতিষ্ঠা করা। যাতে একবিংশ শতাব্দির গতিময় সমাজে আমাদের ছাত্র-ছাত্রীরা তাদের অবস্থানকে সুদৃঢ় করতে পারে।
তিনি আরও বলেন,আমাদের শিক্ষার্থীদের বিজ্ঞান, প্রযুক্তি এবং ব্যবস্থাপনায় সুদক্ষ জনবলে গড়ে তুলতে হবে। যেনো এ জ্ঞান প্রযুক্তি এবং ব্যবস্থাপনায় সক্ষমতা প্রদান করতে পারে। যাতে শিক্ষার্থীরা একবিংশ শতাব্দির চ্যালেঞ্জগুলোকে মোকাবিলায় সক্ষম হয়। সাথে সাথে তাদেরকে মানবিক দিকগুলো গঠনের দিকে মনোযোগ সৃষ্টি করতে হবে। এতে করে আমাদের বাঙালি জাতি নিজস্ব সমাজ ব্যবস্থা, স্বকীয়তা বজায় রেখে বিশ্বের সাথে তাল মেলাতে পারবে এবং বিশ্ব প্রতিযোগিতায় এগিয়ে থাকবে। শুধুমাত্র তখনি আমাদের জননেত্রী শেখ হাসিনা ১৯৪১ সালের মধ্যে বাংলাদেশকে উন্নত সারির দেশে পরিবর্তনের যে স্বপ্ন দেখেছিলেন--তা পূরণ হবে।
কলেজ অব সায়েন্স বিজনেস এণ্ড হিউমেনিটিজ জাতীয় শিক্ষাক্রমের পড়ালেখার পাশাপাশি রোবটিকস, ডিবেট, বিভিন্ন আলোচনা সভা, বিভিন্ন জাতীয় দিবসগুলো উদযাপন ও খেলাধুলা নিয়মিত ব্যবস্থা করে আসছে।
জাতীয় শিক্ষা ব্যবস্থার পাশাপাশি এই সুযোগ-সুবিধা শিক্ষার্থীদেরকে বিজ্ঞানময়, সৃজনশীল ও প্রতিভাময় করে তুলতে সাহায্য করছে। এ ছাড়া গতিময় শিক্ষার পাশাপাশি নৈতিক ও সামাজিক চেতনাকে দেশের সংস্কৃতিকে প্রতিফলিত করতে নৈতিক শিক্ষা প্রদানে অত্র শিক্ষাপ্রতিষ্ঠান বদ্ধ পরিকর।
#এ#ইউ
আফছার উদ্দিন লিটন: ২০২১ সালের নভেম্বর-ডিসেম্বর মাসে হঠাৎ করে ফেসবুক কর্তৃপক্ষ গণহারে ফেসবুক ব্যবহারকারীদের আইডি রহ�...বিস্তারিত
চট্টলার ডাক ডেস্ক: ফুসফুসের রোগে যারা ভুগছেন, শ্বাস-প্রশ্বাসে মারাত্মক সমস্যা দেখা দিয়েছে তাদেরকে সুখবর দিয়েছে ডান্...বিস্তারিত
চট্টলার ডাক ডেস্ক: সত্তর দশকের শেষ দিকে সোলসের লিড গিটারিস্ট সাজেদুল আলম বিদেশ চলে যান। অনেকে এই শূন্য পদের জন্য আগ্র...বিস্তারিত
চট্টলার ডাক ডেস্ক: এটা হলো পৃথিবীর অন্যতম বৃহত্তম লাইব্রেরি “ The British Library" যেখানে বইয়ের পরিমাণ প্রায় ১৭০ থেকে ২০০ মি...বিস্তারিত
চট্টলার ডাক ডেস্ক: ইউরোপের বলকান অঞ্চলের স্বাধীন দেশ কসোভো (Republic of Kosovo)। এটি সর্বশেষ স্বাধীন মুসলিম রাষ্ট্র হিসেবে পৃথি�...বিস্তারিত
চট্টলার ডাক ডেস্ক: রাশিয়ায় মসজিদের সংখ্যা বৃদ্ধিতে সন্তোষ প্রকাশ করেছেন প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। রাশিয়ার গ্রা...বিস্তারিত
© Copyright 2024 Dainik Chattalar Dak