আজ  বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪


১৫ বছর আওয়ামী লীগ ক্ষমতায় থাকায় দেশের ব্যাপক উন্নয়ন হয়েছে

  আফছার উদ্দিন লিটন ও এলেন ভট্টাচার্য অনিক   |   আপডেট: ০২:২০ এএম, ২০২৪-০১-০৩    369

 

১৫ বছর আওয়ামী লীগ ক্ষমতায় থাকায় দেশের ব্যাপক উন্নয়ন হয়েছে এম এ লতিফ এম.পি

এম এ লতিফ এম.পি। চট্টগ্রাম-১১ সংসদীয় আসনের এমপি। তিনি তিনবারের জাতীয় সংসদ সদস্য। তিনি একজন ব্যবসায়ী। পারিবারিকভাবে ব্যবসা করে উঠে এসেছেন এ পর্যন্ত। চট্টগ্রাম চেম্বারের সভাপতি থাকার পাশাপাশি তিনি দীর্ঘদিন এফবিসিসিআইয়ের পরিচালক পদে আছেন। মিরসরাই শিল্পাঞ্চলের অন্যতম  কাণ্ডারি  বলা হয় এম এ লতিফকে। তিনিই প্রধানমন্ত্রীকে এ শিল্পাঞ্চলের পরিকল্পনার কথা বলেন। মানুষের দোয়ায় জাতীয় নির্বাচনে জনগণের ভোটে বারবার নির্বাচিত জনপ্রতিনিধি।

তিনি প্রতিদিন প্রতিক্ষণ তাঁর নির্বাচনি এলাকার জনগণের কল্যাণ ও মঙ্গলের জন্য কাজ করে যাচ্ছেন। বঙ্গন্ধুর আদর্শকে বুকে ধারণ করে আগামীর বাংলাদেশ বিনির্মাণে মাননীয় প্রধানমন্ত্রীর হাতকে শক্তিশালী করতে তিনি বদ্ধপরিকর। তিনি বলেন, দেশের রাজনৈতিক সংস্কৃতিটা খুবই লজ্জাজনক। আমাদের রাজনৈতিক নেতারা অপর পক্ষের কারো ভালো কাজকে সমর্থন করতে পিছপা হন বেশিরভাগ সময়। যে কারণে সাধারণ মানুষ এখন কোনো দলের কথাই শুনতে রাজি না। মানুষের মধ্য থেকে আত্মবিশ্বাস উঠে গেছে রাজনীতি নিয়ে তারা হতাশ। বিএনপি নেত্রী খালেদা জিয়ার আমলেই তারেক জিয়া প্যারালালি হাওয়া ভবনে বসে সরকার পরিচালনা করেছে। বর্তমানে আওয়ামী লীগ সহ প্রায় সবকটা দলেই আস্থার সংকট রয়েছে। আমাদের মধ্যে পারস্পরিক শ্রদ্ধাবোধ, সহিষ্ণুতা নেই, যে কারণে আমাদের দেশের জনগণ মনে করে তারা কাজ করলে খাবে এবং কর্মসংস্থানের ব্যবস্থা হলে তাদের ভাগ্যের পরিবর্তন হবে।

তিনি আরও বলেন, গত ১৫ বছরে একটানা আওয়ামী লীগ ক্ষমতায় থাকার ফলে দেশের ব্যাপক উন্নতি সাধিত হয়েছে। রাস্তাঘাট, অবকাঠামো দিক দিয়ে বহুদূর এগিয়েছে দেশ। তিনি চান এবারও আওয়ামী লীগ রাষ্ট্র ক্ষমতায় আসুক। এবার আন্তর্জাতিক মহলে এবং পশ্চিমাবিশ্ব থেকে যতোটা চাপ সরকার পেয়েছে, গত ৫০ বছরেও ততটা চাপে কোনো সরকার ছিল না। তাদেরকে আশ্বস্ত করার জন্য সরকারের তরফ থেকে বহুবার একটি অবাধ সুষ্ঠু নির্বাচনের ঘোষণা এসেছে সরকারের উপর মলে থেকে। বাংলাদেশের মানুষ বহু ত্যাগ-তিতিক্ষার বিনিময়ে আজকের বাংলাদেশকে এই পর্যায়ে এনেছে। আমরা হচ্ছি একটা “হাইপার নেশন”।


 

রিলেটেড নিউজ

কিভাবে আপনার ফেসবুক আইডি সুরক্ষিত রাখবেন?

আফছার উদ্দিন লিটন: ২০২১ সালের নভেম্বর-ডিসেম্বর মাসে হঠাৎ করে ফেসবুক কর্তৃপক্ষ গণহারে ফেসবুক ব্যবহারকারীদের আইডি রহ�...বিস্তারিত


ফুসফুসের রোগে যারা ভুগছেন তারা কী করবেন?

চট্টলার ডাক ডেস্ক: ফুসফুসের রোগে যারা ভুগছেন, শ্বাস-প্রশ্বাসে মারাত্মক সমস্যা দেখা দিয়েছে তাদেরকে সুখবর দিয়েছে ডান্...বিস্তারিত


তুমি জেনুইন মিউজিশিয়ান তোমার চিন্তা কী?

চট্টলার ডাক ডেস্ক: সত্তর দশকের শেষ দিকে সোলসের লিড গিটারিস্ট সাজেদুল আলম বিদেশ চলে যান। অনেকে এই শূন্য পদের জন্য আগ্র...বিস্তারিত


পৃথিবীর অন্যতম বৃহত্তম লাইব্রেরি

চট্টলার ডাক ডেস্ক: এটা হলো পৃথিবীর অন্যতম বৃহত্তম লাইব্রেরি  “ The British Library" যেখানে বইয়ের পরিমাণ প্রায় ১৭০ থেকে ২০০ মি...বিস্তারিত


সর্বশেষ স্বাধীন মুসলিম রাষ্ট্র কসোভো

চট্টলার ডাক ডেস্ক: ইউরোপের বলকান অঞ্চলের স্বাধীন দেশ কসোভো (Republic of Kosovo)। এটি সর্বশেষ স্বাধীন মুসলিম রাষ্ট্র হিসেবে পৃথি�...বিস্তারিত


রাশিয়ায় ইসলামের প্রসার ঘটছে

চট্টলার ডাক ডেস্ক: রাশিয়ায় মসজিদের সংখ্যা বৃদ্ধিতে সন্তোষ প্রকাশ করেছেন প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। রাশিয়ার গ্রা...বিস্তারিত