আজ  রবিবার, ৮ সেপ্টেম্বর ২০২৪


১৫ বছর আওয়ামী লীগ ক্ষমতায় থাকায় দেশের ব্যাপক উন্নয়ন হয়েছে

  আফছার উদ্দিন লিটন ও এলেন ভট্টাচার্য অনিক   |   আপডেট: ০২:২০ এএম, ২০২৪-০১-০৩    301

 

১৫ বছর আওয়ামী লীগ ক্ষমতায় থাকায় দেশের ব্যাপক উন্নয়ন হয়েছে এম এ লতিফ এম.পি

এম এ লতিফ এম.পি। চট্টগ্রাম-১১ সংসদীয় আসনের এমপি। তিনি তিনবারের জাতীয় সংসদ সদস্য। তিনি একজন ব্যবসায়ী। পারিবারিকভাবে ব্যবসা করে উঠে এসেছেন এ পর্যন্ত। চট্টগ্রাম চেম্বারের সভাপতি থাকার পাশাপাশি তিনি দীর্ঘদিন এফবিসিসিআইয়ের পরিচালক পদে আছেন। মিরসরাই শিল্পাঞ্চলের অন্যতম  কাণ্ডারি  বলা হয় এম এ লতিফকে। তিনিই প্রধানমন্ত্রীকে এ শিল্পাঞ্চলের পরিকল্পনার কথা বলেন। মানুষের দোয়ায় জাতীয় নির্বাচনে জনগণের ভোটে বারবার নির্বাচিত জনপ্রতিনিধি।

তিনি প্রতিদিন প্রতিক্ষণ তাঁর নির্বাচনি এলাকার জনগণের কল্যাণ ও মঙ্গলের জন্য কাজ করে যাচ্ছেন। বঙ্গন্ধুর আদর্শকে বুকে ধারণ করে আগামীর বাংলাদেশ বিনির্মাণে মাননীয় প্রধানমন্ত্রীর হাতকে শক্তিশালী করতে তিনি বদ্ধপরিকর। তিনি বলেন, দেশের রাজনৈতিক সংস্কৃতিটা খুবই লজ্জাজনক। আমাদের রাজনৈতিক নেতারা অপর পক্ষের কারো ভালো কাজকে সমর্থন করতে পিছপা হন বেশিরভাগ সময়। যে কারণে সাধারণ মানুষ এখন কোনো দলের কথাই শুনতে রাজি না। মানুষের মধ্য থেকে আত্মবিশ্বাস উঠে গেছে রাজনীতি নিয়ে তারা হতাশ। বিএনপি নেত্রী খালেদা জিয়ার আমলেই তারেক জিয়া প্যারালালি হাওয়া ভবনে বসে সরকার পরিচালনা করেছে। বর্তমানে আওয়ামী লীগ সহ প্রায় সবকটা দলেই আস্থার সংকট রয়েছে। আমাদের মধ্যে পারস্পরিক শ্রদ্ধাবোধ, সহিষ্ণুতা নেই, যে কারণে আমাদের দেশের জনগণ মনে করে তারা কাজ করলে খাবে এবং কর্মসংস্থানের ব্যবস্থা হলে তাদের ভাগ্যের পরিবর্তন হবে।

তিনি আরও বলেন, গত ১৫ বছরে একটানা আওয়ামী লীগ ক্ষমতায় থাকার ফলে দেশের ব্যাপক উন্নতি সাধিত হয়েছে। রাস্তাঘাট, অবকাঠামো দিক দিয়ে বহুদূর এগিয়েছে দেশ। তিনি চান এবারও আওয়ামী লীগ রাষ্ট্র ক্ষমতায় আসুক। এবার আন্তর্জাতিক মহলে এবং পশ্চিমাবিশ্ব থেকে যতোটা চাপ সরকার পেয়েছে, গত ৫০ বছরেও ততটা চাপে কোনো সরকার ছিল না। তাদেরকে আশ্বস্ত করার জন্য সরকারের তরফ থেকে বহুবার একটি অবাধ সুষ্ঠু নির্বাচনের ঘোষণা এসেছে সরকারের উপর মলে থেকে। বাংলাদেশের মানুষ বহু ত্যাগ-তিতিক্ষার বিনিময়ে আজকের বাংলাদেশকে এই পর্যায়ে এনেছে। আমরা হচ্ছি একটা “হাইপার নেশন”।


 

রিলেটেড নিউজ

স্বাধীনতা আর গণতন্ত্র কোথায়?

মো. রাশেদুল ইসলাম-রাশেদ স্বাধীনতা আর গণতন্ত্র কোথায়? মো. রাশেদুল ইসলাম রাশেদ   তোমার দেয়া দেশটা শুধু আছে, নাম ভাঙিয়ে খা...বিস্তারিত


দিক হারা পথিক

আফছার উদ্দিন লিটন: দিক হারা পথিক আফছার উদ্দিন লিটন বেকারত্বের অভিশাপে তরুণদের মনে হাহাকার কে দেবে তাদের কর্মসংস্�...বিস্তারিত


জনতা ব্যাংক চাক্তাই শাখার গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত

চট্টলার ডাক ডেস্ক: জনতা ব্যাংক পিএলসি চাক্তাই শাখার উদ্যোগে ব্যাংক ব্যবস্থাপনা কর্তৃপক্ষের নির্দেশত “ ৫০ দিনের বি...বিস্তারিত


নারী শুধু ঘর সামলায় না

মো. বেলাল হোসেন চৌধুরী ‘নারী মাঠে যেতে পারে না’-এ কথা আমরা বলতে চায় না। তারা সব পারে; কিন্ত পারিবারিক ও সামাজিক অবস্থান �...বিস্তারিত


দাঁত থাকতে দাঁতের মর্যাদা বুঝে না কেউ

মো. বেলাল হোসেন চৌধুরী (১) আমি শুধুশুধু অনর্থক যেই ভদ্রলোকটার  বিরুদ্ধে আক্রোশ বা ষড়যন্ত্র করি, পরবর্তীতে দেখা যায় তার অ�...বিস্তারিত


তরুণ প্রকাশকদের অংশগ্রহণে তিনদিনব্যাপী ‌‌প্রশিক্ষণ কর্মশালার সনদপত্র বিতরণ অনুষ্ঠান সম্পন্ন

চট্টলার ডাক ডেস্ক: তরুণ প্রকাশকদের অংশগ্রহণে তিনদিনব্যাপী ‌‌'সৃজনশীল প্রকাশনা খাত: চ্যালেঞ্জ ও সম্ভাবনা' শীর্�...বিস্তারিত