আজ  শুক্রবার, ১৮ অক্টোবর ২০২৪


মাদকমুক্ত এবং সন্ত্রাসমুক্ত মিরসরাই সকলকে উপহার দিতে চাই

  আফছার উদ্দিন লিটন:   |   আপডেট: ০৮:৫৭ পিএম, ২০২৪-০১-০২    407

 

মাদকমুক্ত এবং সন্ত্রাসমুক্ত মিরসরাই সকলকে উপহার দিতে চাই

মোহাম্মদ গিয়াস উদ্দিন । সাবেক মিরসরাই উপজেলা পরিষদের চেয়ারম্যান। উত্তর জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক। তিনি এবার চট্টগ্রাম-০১ মিরসরাই  আসনের সংসদ সদস্য পদপ্রার্থী। সাক্ষাৎকার নিয়েছেন চট্টলার ডাক পত্রিকার সম্পাদক আফছার উদ্দিন লিটন ও পরিচালনা সম্পাদক এলেন ভট্টাচার্য অনিক।

 

চট্টলার ডাক: আপনি কেমন আছেন?

মো. গিয়াস উদ্দিন : খুবই ভালো।

 

চট্টলার ডাক : আপনি নির্বাচিত হলে মিরসরাইকে নিয়ে আপনার পরিকল্পনা কী?

মো. গিয়াস উদ্দিন : আমি ব্যক্তিগতভাবে মিরসরাইকে একটি আধুনিক, সমৃদ্ধ সন্ত্রাসমুক্ত এবং প্রযুক্তির উৎকর্ষতায় পূর্ণ জনপদে রূপান্তর করতে চাই। আমার ব্যক্তিগত মেনিফেস্টোতে অন্যতম প্রাধান্য পেয়েছে মিরসরাইয়ের সর্বস্তরের জনগনের সুখ এবং সমৃদ্ধিপূর্ণ জীবন নিশ্চিত করা। এলাকার সকল ধর্মের সকলের সম্মিলিত সহযোগিতায় ভোটের মাধ্যমে জয়লাভ করলে  আমি একটি অনন্য মিরসরাই উপহার দিবো ইনশাল্লাহ্।

চট্টলার ডাক : আপনার নির্বাচনি প্রচারণা কেমন চলছে?

মো. গিয়াস উদ্দিন : খুবই ভালো। আপনারা জানেন আমি নির্বাচনে আসার জন্য আমার আদর্শের দল বাংলাদেশ আওয়ামী লীগ থেকে অসংখ্যবার মনোনয়ন চেয়েও পাইনি। দলীয় প্রধান কোনো এক অদৃশ্য শক্তির ঈশারায় আমাকে নমিনেশন দেননি। তবুও আমি বঙ্গঁবন্ধুর আদর্শের সৈনিক হিসাবে দমে যাইনি কখনো। আমি হাইকোর্টে আবেদন করেও দুবার নমিনেশন পাইনি। পরবর্তীতে নির্বাচন কমিশনে আপিল শুনানির মাধ্যমে আমি আমার প্রার্থীতা ফিরে পাই।


চট্টলার ডাক : এবারের নির্বাচনে আপনার ব্যক্তিগত মেনিফেস্টোতে মূল ভাইটাল পয়েন্ট কী?

মো. গিয়াস উদ্দিন : এলাকার বেকার যুবক-যুবতীদের প্রযুক্তি শিক্ষায় দক্ষ এবং প্রশিক্ষিত করে তুলে তাদের কর্মসংস্থানের ব্যবস্থা করবো অগ্রাধিকার ভিত্তিতে। এলাকার মসজিদ, মাদ্রাসা, এতিমখানাসহ বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানের জন্য উন্নয়নের জন্য  সর্ব্বো” আনার চেষ্ঠা করবো সরকার থেকে। নারীদের পিছিয়ে পড়া গোষ্ঠীকে মূলধারার উন্নয়নের সাথে সম্পৃক্ত করে তাদেরকেও দেশের অগ্রগতির সাথে যুক্ত করবো।

চট্টলার ডাক : আপনি নির্বাচিত হয়ে আসলে আপনার প্রথম চ্যালেঞ্জ কি থাকবে?

মো. গিয়াস উদ্দিন : আমি সেই ছাত্র জীবন থেকেই রাজনীতি এবং বঙ্গবন্ধুর আর্দশের সকল কাজের সাথে জড়িত। মানুষের সাথে রয়েছে, আমার নিবিড় যোগাযোগ। বিশেষ করে তৃণমূল পর্যায়ের লোকজনের যে হৃদ্যতা রয়েছে সেটিকে কাজে লাগিয়ে আগামীতে একটি মাদকমুক্ত এবং সন্ত্রাসমুক্ত মিরসরাই সকলকে উপহার দিতে চাই।


চট্টলার ডাক : আমরা জানি যে বিভিন্ন সময় আপনি রাজনৈতিক, রাষ্ট্রীয় এবং দেশি-বিদেশি ষড়যন্ত্রের কারণে অনেক নির্যাতন-নিপীড়নের শিকার হয়েছেন; তবুও রাজনীতি থেকে সরে যাননি?

মো. গিয়াস উদ্দিন : আপনারা জানেন, আমি বিএনপি জামাত জোটের প্রতিহিংসার শিকার হয়ে অনেক নির্যাতন অত্যাচারের সম্মুখীন হয়েছি বারবার। সেনাবাহিনী, র‌্যাব এবং অপারেশন ক্লীন হার্টের নামে আমার উপর চালানো হয়েছিল অকথ্য নির্যাতন। তবুও আমি বঙ্গঁবন্ধুর আদর্শের সৈনিক হিসাবে নিজেকে জনগণের সেবায় আত্মনিয়োগ করেছি।

 

চট্টলার ডাক : মিরসরাইয়ে আপনি একসময় উপজেলা চেয়ারম্যান ছিলেন-- সে সময় আপনি মিরসরাইয়ে বিভিন্ন উন্নয়নমূলক কাজ করেছেন; তার ব্যাপ্তি এবার আরও কি সম্প্রসারিত করতে চান?

মো. গিয়াস উদ্দিন : আমি নির্বাচনে জিতে এলে মিরসরাই উপজেলা পরিষদের চেয়ারম্যান থাকাকালীন সময়ের আমার অসমাপ্ত কাজের সমাপ্তি করতে চাই। সরকারের সংশ্লিষ্ট মন্ত্রণালয় থেকে অধিক বরাদ্দ আনার চেষ্ঠা করবো সবসময়ই।

চট্টলার ডাক : আপনি নির্বাচিত হলে অন্যান্য যে দলের প্রতিনিধি বা রাজনৈতিক নেতারা রয়েছে--আপনি তাদের সবাইকে নিয়ে একসাথে কাজ করবেন কিনা?

মো. গিয়াস উদ্দিন : আমি সবাইকে নিয়ে একসাথে কাজ করবো। অতীত বর্তমানের সকল ষড়যন্ত্রের অবসান ঘটিয়ে আমার এ জনপদের মানুষ আমাকে আগামী সংসদ নির্বাচনে ভারমুক্ত কওে গণমানুষের সেবা করার সুযোগ করে দিবেন--এমনটাই প্রত্যাশা আমার এ জনপদের সকল নাগরিকদের কাছে। ইনশাল্লাহ্ ; আগামী ৭ জানুয়ারির নির্বাচনে সৎ ও যোগ্য প্রার্থীর জয় হবে। ঈগল মার্কার জয় হবে। স্বতন্ত্র প্রার্থীর জয় হবে। তাই, একটি সুখী সমৃদ্ধ বাংলাদেশ গড়তে সবাইকে সাথে নিয়ে আমাদের পথচলা অব্যাহত থাকবে।

চট্টলার ডাক : আমাদেরকে আপনার মূল্যবান সময় দেয়ার জন্য ধন্যবাদ।

মো. গিয়াস উদ্দিন : আপনাদেরকেও ধন্যবাদ। জয় বাংলা। জয় বঙ্গবন্ধু।

 

 

 

 

 

 

 

রিলেটেড নিউজ

কিভাবে আপনার ফেসবুক আইডি সুরক্ষিত রাখবেন?

আফছার উদ্দিন লিটন: ২০২১ সালের নভেম্বর-ডিসেম্বর মাসে হঠাৎ করে ফেসবুক কর্তৃপক্ষ গণহারে ফেসবুক ব্যবহারকারীদের আইডি রহ�...বিস্তারিত


ফুসফুসের রোগে যারা ভুগছেন তারা কী করবেন?

চট্টলার ডাক ডেস্ক: ফুসফুসের রোগে যারা ভুগছেন, শ্বাস-প্রশ্বাসে মারাত্মক সমস্যা দেখা দিয়েছে তাদেরকে সুখবর দিয়েছে ডান্...বিস্তারিত


তুমি জেনুইন মিউজিশিয়ান তোমার চিন্তা কী?

চট্টলার ডাক ডেস্ক: সত্তর দশকের শেষ দিকে সোলসের লিড গিটারিস্ট সাজেদুল আলম বিদেশ চলে যান। অনেকে এই শূন্য পদের জন্য আগ্র...বিস্তারিত


পৃথিবীর অন্যতম বৃহত্তম লাইব্রেরি

চট্টলার ডাক ডেস্ক: এটা হলো পৃথিবীর অন্যতম বৃহত্তম লাইব্রেরি  “ The British Library" যেখানে বইয়ের পরিমাণ প্রায় ১৭০ থেকে ২০০ মি...বিস্তারিত


সর্বশেষ স্বাধীন মুসলিম রাষ্ট্র কসোভো

চট্টলার ডাক ডেস্ক: ইউরোপের বলকান অঞ্চলের স্বাধীন দেশ কসোভো (Republic of Kosovo)। এটি সর্বশেষ স্বাধীন মুসলিম রাষ্ট্র হিসেবে পৃথি�...বিস্তারিত


রাশিয়ায় ইসলামের প্রসার ঘটছে

চট্টলার ডাক ডেস্ক: রাশিয়ায় মসজিদের সংখ্যা বৃদ্ধিতে সন্তোষ প্রকাশ করেছেন প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। রাশিয়ার গ্রা...বিস্তারিত