আজ  শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০২৪


আফছার উদ্দিন লিটনের বিশ্ব কাঁপানো করোনা

  আবু মুসা চৌধুরী   |   আপডেট: ০৮:২০ পিএম, ২০২৩-১২-০৯    551

 

আফছার উদ্দিন লিটনের বিশ্ব কাঁপানো করোনা

এমন এক বিপর্যয় এসেছিলো, যা সমস্ত পৃথিবী লণ্ডভণ্ড করে দিয়েছিলো। এই মারণ-ঘাতক হলো করোনাভাইরাস। দুনিয়ার তাবড় তাবড় সব শক্তিধর দেশও এই ব্যাধিতে পর্যুদস্ত হয়ে পড়েছিলো। ব্যক্তিক সম্পর্ক-অনুভূতি, সামজিক মূল্যবোধ, রাষ্ট্রীয় প্রশাসন, জীবন-যাপন থেকে শুরু করে প্রচলিত বিধি ব্যবস্থা ভেঙে চুরমার করে দিয়েছিলো এই করোনাভাইরাস। বিশ্বের দেশে দেশে নেমে এসেছিলো মৃত্যুর করাল হাহাকার।

সেই করোনাভাইরাস নিয়ে আফছার উদ্দিন লিটন রচনা করেছেন-‘বিশ্বকাঁপানো করোনা’। গ্রন্থটি প্রকাশিত হয়েছে এবারের একুশে বইমেলায়। লেখক তার জবানিতে বলেছেন, বিভিন্ন তথ্য ও তত্ত্বের সমাহারে আমি আমার নিজস্ব অবস্থান থেকে করোনাকালীন সময় ও বাস্তবতা উপস্থাপন করেছি।

আফছার উদ্দিন লিটন বস্তুত একজন সংবাদজীবী। তাই তিনি বিষয়ের অভ্যন্তর নিরীক্ষণে অভ্যস্থ। এ জন্যে এই গ্রন্থ নিছক তথ্যের উপস্থাপনা না হয়ে, করোনার আদ্যোপান্ত রূপ-রূপান্তরে তাৎপর্যমন্ডিত হয়ে উঠেছে। এই গ্রন্থকে তাই সর্বতোভাবে বলা যায় করোনা কোষ।

আফছার উদ্দিন লিটন অনেকগুলো ছক বেঁধে বিষয় সাজিয়েছেন। যেমন-করোনাভাইরাস কী এবং এর উৎপত্তি কোথায়? করোনায় ফিরে এসেছে প্রকৃতি, করোনা পরবর্তী বৈশ্বিক অর্থনৈতিক অবস্থা, করোনাকালে স্বাস্থ্য ব্যবস্থার রুগ্ন অবস্থা, করোনার দ্বিতীয় ঢেউ নিয়ে চিন্তিত জাতি, করোনায় ক্ষতিগ্রস্ত শিক্ষা প্রতিষ্ঠান, করোনাকালে শিক্ষকদের মানবেতর জীবন-যাপন, করোনায় আইসিইউ সংকট, প্রসঙ্গ কোয়ারেন্টাইন, অক্সিজেনের তীব্র সংকটে মরছে মানুষ, করোনা চিকিৎসায় প্লাজমা থেরাপি, লকডাউন কি একমাত্র সমাধান? করোনা রোগীর শ্বাসকষ্ট প্রশমনে ভেন্টিলেটর, করোনায় বিশ্বে লাশের মিছিল, ফিল্ড হাসপাতাল, আইসিইউ সাপোর্ট থেকে বঞ্চিত অসহায় মানুষ, করোনার প্রভাব থেকে মুক্ত নয় পাহাড়ের শিক্ষা, লকডাউনের বিকল্প মাস্কের ব্যবহার, করোনায় গুরুতর রোগীর চিকিৎসায় আইসিইউ, করোনায় স্বাস্থ্য ব্যবস্থার রুগ্ন অবস্থা-২, দূরীভূত হচ্ছে ভ্যাকসিন রাজনীতি, করোনায় জীবন বাঁচানোর অন্যতম ঔষুধ অক্সিজেন, করোনার প্রভাবে মানসিক সমস্যায় ভুগছে মানুষ।

লেখকের বিষয় বিভাজন প্রক্রিয়ায় সুস্পষ্ট প্রতীয়মান হয় যে, তিনি কেবল দেশীয় প্রেক্ষাপটে সীমাবদ্ধ থাকেননি; বৈশ্বিক বাস্তবতায় করোনায় অভিঘাতও চিহ্নিত করেছেন। এই দৃষ্টিভঙ্গি একজন সহজাত প্রতিবেদকের। বিষয়ের গভীরে ডুব দিয়ে প্রকৃত সমস্যা শনাক্ত করা তার উপস্থাপনার মৌলিক বৈশিষ্ট্য।

এই গ্রন্থের আশীর্বানী রচনায় বিশিষ্ট প্রাবন্ধিক ও গবেষক ড. আনোয়ারা আলমের অভিমত প্রণিধানযোগ্য। তিনি লিখেছেন; সবচাইতে বড়ো বিষয় লেখক আফছার উদ্দিন লিটন এমনভাবে কলমে তুলে এনেছেন তা ভবিষ্যতে এ বিষয় নিয়ে গবেষণার একটি পথ নির্দেশক হয়ে থাকবে।
এ গ্রন্থের ভাষা প্রাঞ্জল এবং গতিশীল। উপস্থাপনা অনাড়ম্বর। গ্রন্থটির বহুল প্রচার কামনা করি।

বিশ্ব কাঁপানো করোনা-- লেখক-আফছার উদ্দিন লিটন। প্রচ্ছদ #  আইমান রহমান।
    প্রকাশক- এমেলিয়া প্রকাশন। মূল্য-২৫০টাকা।

 # বইটি পাওয়া যাবে--

# অমর বইঘর--হাজী আব্দুর রহমান এভিনিউ, তৃতীয় তলা (হোটেল পেনিনসুলা সংলগ্ন) জিইসি মোড়, চট্টগ্রাম।

 # কারেন্ট বুক সেন্টার-- ভিআইপি টাওয়ার (২য় তলা), কাজির দেউরি, চট্টগ্রাম।

 # সাহিত্য বিচিত্রা-- মসজিদ মার্কেট, আন্দরকিল্লা, চট্টগ্রাম। মোবাইল নং-০১৯১৭-৮২৫০৬২

 --আবু মুসা চৌধুরী

 

 

রিলেটেড নিউজ

রওশন কার্পেট হাউজ

চট্টলার ডাক ডেস্ক: রওশন কার্পেট হাউজ ...বিস্তারিত


কিভাবে আপনার ফেসবুক আইডি সুরক্ষিত রাখবেন?

আফছার উদ্দিন লিটন: ২০২১ সালের নভেম্বর-ডিসেম্বর মাসে হঠাৎ করে ফেসবুক কর্তৃপক্ষ গণহারে ফেসবুক ব্যবহারকারীদের আইডি রহ�...বিস্তারিত


ফুসফুসের রোগে যারা ভুগছেন তারা কী করবেন?

চট্টলার ডাক ডেস্ক: ফুসফুসের রোগে যারা ভুগছেন, শ্বাস-প্রশ্বাসে মারাত্মক সমস্যা দেখা দিয়েছে তাদেরকে সুখবর দিয়েছে ডান্...বিস্তারিত


তুমি জেনুইন মিউজিশিয়ান তোমার চিন্তা কী?

চট্টলার ডাক ডেস্ক: সত্তর দশকের শেষ দিকে সোলসের লিড গিটারিস্ট সাজেদুল আলম বিদেশ চলে যান। অনেকে এই শূন্য পদের জন্য আগ্র...বিস্তারিত


পৃথিবীর অন্যতম বৃহত্তম লাইব্রেরি

চট্টলার ডাক ডেস্ক: এটা হলো পৃথিবীর অন্যতম বৃহত্তম লাইব্রেরি  “ The British Library" যেখানে বইয়ের পরিমাণ প্রায় ১৭০ থেকে ২০০ মি...বিস্তারিত


সর্বশেষ স্বাধীন মুসলিম রাষ্ট্র কসোভো

চট্টলার ডাক ডেস্ক: ইউরোপের বলকান অঞ্চলের স্বাধীন দেশ কসোভো (Republic of Kosovo)। এটি সর্বশেষ স্বাধীন মুসলিম রাষ্ট্র হিসেবে পৃথি�...বিস্তারিত