আজ  শনিবার, ২৭ জুলাই ২০২৪


আফছার উদ্দিন লিটনের বিশ্ব কাঁপানো করোনা

  আবু মুসা চৌধুরী   |   আপডেট: ০৮:২০ পিএম, ২০২৩-১২-০৯    397

 

আফছার উদ্দিন লিটনের বিশ্ব কাঁপানো করোনা

এমন এক বিপর্যয় এসেছিলো, যা সমস্ত পৃথিবী লণ্ডভণ্ড করে দিয়েছিলো। এই মারণ-ঘাতক হলো করোনাভাইরাস। দুনিয়ার তাবড় তাবড় সব শক্তিধর দেশও এই ব্যাধিতে পর্যুদস্ত হয়ে পড়েছিলো। ব্যক্তিক সম্পর্ক-অনুভূতি, সামজিক মূল্যবোধ, রাষ্ট্রীয় প্রশাসন, জীবন-যাপন থেকে শুরু করে প্রচলিত বিধি ব্যবস্থা ভেঙে চুরমার করে দিয়েছিলো এই করোনাভাইরাস। বিশ্বের দেশে দেশে নেমে এসেছিলো মৃত্যুর করাল হাহাকার।

সেই করোনাভাইরাস নিয়ে আফছার উদ্দিন লিটন রচনা করেছেন-‘বিশ্বকাঁপানো করোনা’। গ্রন্থটি প্রকাশিত হয়েছে এবারের একুশে বইমেলায়। লেখক তার জবানিতে বলেছেন, বিভিন্ন তথ্য ও তত্ত্বের সমাহারে আমি আমার নিজস্ব অবস্থান থেকে করোনাকালীন সময় ও বাস্তবতা উপস্থাপন করেছি।

আফছার উদ্দিন লিটন বস্তুত একজন সংবাদজীবী। তাই তিনি বিষয়ের অভ্যন্তর নিরীক্ষণে অভ্যস্থ। এ জন্যে এই গ্রন্থ নিছক তথ্যের উপস্থাপনা না হয়ে, করোনার আদ্যোপান্ত রূপ-রূপান্তরে তাৎপর্যমন্ডিত হয়ে উঠেছে। এই গ্রন্থকে তাই সর্বতোভাবে বলা যায় করোনা কোষ।

আফছার উদ্দিন লিটন অনেকগুলো ছক বেঁধে বিষয় সাজিয়েছেন। যেমন-করোনাভাইরাস কী এবং এর উৎপত্তি কোথায়? করোনায় ফিরে এসেছে প্রকৃতি, করোনা পরবর্তী বৈশ্বিক অর্থনৈতিক অবস্থা, করোনাকালে স্বাস্থ্য ব্যবস্থার রুগ্ন অবস্থা, করোনার দ্বিতীয় ঢেউ নিয়ে চিন্তিত জাতি, করোনায় ক্ষতিগ্রস্ত শিক্ষা প্রতিষ্ঠান, করোনাকালে শিক্ষকদের মানবেতর জীবন-যাপন, করোনায় আইসিইউ সংকট, প্রসঙ্গ কোয়ারেন্টাইন, অক্সিজেনের তীব্র সংকটে মরছে মানুষ, করোনা চিকিৎসায় প্লাজমা থেরাপি, লকডাউন কি একমাত্র সমাধান? করোনা রোগীর শ্বাসকষ্ট প্রশমনে ভেন্টিলেটর, করোনায় বিশ্বে লাশের মিছিল, ফিল্ড হাসপাতাল, আইসিইউ সাপোর্ট থেকে বঞ্চিত অসহায় মানুষ, করোনার প্রভাব থেকে মুক্ত নয় পাহাড়ের শিক্ষা, লকডাউনের বিকল্প মাস্কের ব্যবহার, করোনায় গুরুতর রোগীর চিকিৎসায় আইসিইউ, করোনায় স্বাস্থ্য ব্যবস্থার রুগ্ন অবস্থা-২, দূরীভূত হচ্ছে ভ্যাকসিন রাজনীতি, করোনায় জীবন বাঁচানোর অন্যতম ঔষুধ অক্সিজেন, করোনার প্রভাবে মানসিক সমস্যায় ভুগছে মানুষ।

লেখকের বিষয় বিভাজন প্রক্রিয়ায় সুস্পষ্ট প্রতীয়মান হয় যে, তিনি কেবল দেশীয় প্রেক্ষাপটে সীমাবদ্ধ থাকেননি; বৈশ্বিক বাস্তবতায় করোনায় অভিঘাতও চিহ্নিত করেছেন। এই দৃষ্টিভঙ্গি একজন সহজাত প্রতিবেদকের। বিষয়ের গভীরে ডুব দিয়ে প্রকৃত সমস্যা শনাক্ত করা তার উপস্থাপনার মৌলিক বৈশিষ্ট্য।

এই গ্রন্থের আশীর্বানী রচনায় বিশিষ্ট প্রাবন্ধিক ও গবেষক ড. আনোয়ারা আলমের অভিমত প্রণিধানযোগ্য। তিনি লিখেছেন; সবচাইতে বড়ো বিষয় লেখক আফছার উদ্দিন লিটন এমনভাবে কলমে তুলে এনেছেন তা ভবিষ্যতে এ বিষয় নিয়ে গবেষণার একটি পথ নির্দেশক হয়ে থাকবে।
এ গ্রন্থের ভাষা প্রাঞ্জল এবং গতিশীল। উপস্থাপনা অনাড়ম্বর। গ্রন্থটির বহুল প্রচার কামনা করি।

বিশ্ব কাঁপানো করোনা-- লেখক-আফছার উদ্দিন লিটন। প্রচ্ছদ #  আইমান রহমান।
    প্রকাশক- এমেলিয়া প্রকাশন। মূল্য-২৫০টাকা।

 # বইটি পাওয়া যাবে--

# অমর বইঘর--হাজী আব্দুর রহমান এভিনিউ, তৃতীয় তলা (হোটেল পেনিনসুলা সংলগ্ন) জিইসি মোড়, চট্টগ্রাম।

 # কারেন্ট বুক সেন্টার-- ভিআইপি টাওয়ার (২য় তলা), কাজির দেউরি, চট্টগ্রাম।

 # সাহিত্য বিচিত্রা-- মসজিদ মার্কেট, আন্দরকিল্লা, চট্টগ্রাম। মোবাইল নং-০১৯১৭-৮২৫০৬২

 --আবু মুসা চৌধুরী

 

 

রিলেটেড নিউজ

তরুণ প্রকাশকদের অংশগ্রহণে তিনদিনব্যাপী ‌‌প্রশিক্ষণ কর্মশালার সনদপত্র বিতরণ অনুষ্ঠান সম্পন্ন

চট্টলার ডাক ডেস্ক: তরুণ প্রকাশকদের অংশগ্রহণে তিনদিনব্যাপী ‌‌'সৃজনশীল প্রকাশনা খাত: চ্যালেঞ্জ ও সম্ভাবনা' শীর্�...বিস্তারিত


মুসা (আ.) এর আমলে দীর্ঘদিন বৃষ্টি বন্ধ ছিলো!

মো. ইউছুফ চৌধুরী হযরত মুসা (আ.) এর আমলে দীর্ঘদিন যাবত বৃষ্টি বন্ধ ছিলো। তাঁর উম্মতরা তাঁর কাছে এসে বললো “ হে নবী, আল্�...বিস্তারিত


আল-আমিন হাসপাতাল (প্রা.) লিমিটেড

চট্টলার ডাক ডেস্ক: আল-আমিন হাসপাতাল (প্রা.) লিমিটেড ৮৩০, জাকির হোসেন রোড, একে খান মোড়, উত্তর পাহাড়তলী, চট্টগ্রাম। ...বিস্তারিত


চট্টগ্রামের একে খান মোড়ে রাজমহল রেস্তোরাঁ এন্ড বেকার্সের উদ্বোধন

চট্টলার ডাক ডেস্ক: নগরীর একে খান মোড়ে সুপার রাজমহল রেস্তোরাঁ এন্ড বেকার্সের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছ। সোমবার, ২৯ �...বিস্তারিত


আমি মহান মুক্তিযুদ্ধে ২ নং সেক্টরে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছি

আফছার উদ্দিন লিটন: অধ্যক্ষ শামসুদ্দিন আহমেদ। ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধে সক্রিয় অংশগ্রহণকারী একজন বীর মুক্তিযোদ্ধ...বিস্তারিত


ডিজিটাল বাংলাদেশের সুফল আমরা পদে পদে টের পাচ্ছি

আফছার উদ্দিন লিটন ও এলেন ভট্টাচার্য অনিক লায়ন একে জাহেদ চৌধুরী। চট্টগ্রামের নাজিরহাট পৌরসভার মেয়র। অত্যন্ত বিনয়ী এবং সাংস্কৃতিকবান্ধব এ�...বিস্তারিত