আজ  রবিবার, ৮ সেপ্টেম্বর ২০২৪


সজনে পাতায় যেসব উপকার পাবেন

  চট্টলার ডাক ডেস্ক:   |   আপডেট: ০৫:১৮ পিএম, ২০২৩-০৩-২৮    335

 

সজনে পাতায় যেসব উপকার পাবেন সজনে পাতা ত্বকের কালচে ছাপ দূর করে

নিজেকে সুন্দর দেখাক কে না চায়। নিজে সুন্দর থাকতে কত কিছুই তো করে থাকি আম’রা। তবে আদিকাল থেকেই রূপচর্চার জন্য সবচেয়ে ভালো হচ্ছে প্রাকৃতিক উপাদান।


যে কোনো প্রাকৃতিক উপাদান ত্বকের কোনো ক্ষ’তি করে না। সজনে ডাঁটার পুষ্টিগুণ সস্পর্কে কমবেশি সবার জানা থাকলেও এই পাতা যে রূপচর্চায় কাজে লাগে তা অনেকের জানা নেই।


নারী-পুরুষ সবারই বয়স বাড়ার স’ঙ্গে স’ঙ্গে মুখে বয়সের ছাপ পড়ে। মুখে বয়সের ছাপ তাড়াতে খুব ভালো কাজ করে সজনে পাতা। আসুন জে’নে নেই ত্বকে যেভাবে সজনে পাতা ব্যবহার করবেন?


সজনে পাতার ব্যবহার

রোদে শুকানো সজনে পাতা ভালো করে গুঁড়া করে নিন, এরপর আধা টেবিল চামচ সজনে গুঁড়োর সঙ্গে এক টেবিল চামচ মধু মেশান। ১ টেবিল চামচ গোলাপজল এবং আধা টেবিল চামচ লেবুর রস যোগ করুন। এবার মিশ্রণগুলো দিয়ে পেস্ট বানিয়ে মুখে লাগিয়ে রাখুন ১০ মিনিট। এরপর পানি দিয়ে ধুয়ে ফেলুন।
যেসব উপকার পাবেনঃ

১. ত্বক ভেতর থেকে পরিষ্কার করে বলিরেখা দূর করে।
২. ত্বকের ঔজ্জ্বল্য বৃদ্ধি করে মসৃণ ও সুন্দর করে।
৩. ত্বকের কালচে ছোপ দূর করে।
৪. ব্রণ দূর করে।

 

 

রিলেটেড নিউজ

স্বাধীনতা আর গণতন্ত্র কোথায়?

মো. রাশেদুল ইসলাম-রাশেদ স্বাধীনতা আর গণতন্ত্র কোথায়? মো. রাশেদুল ইসলাম রাশেদ   তোমার দেয়া দেশটা শুধু আছে, নাম ভাঙিয়ে খা...বিস্তারিত


দিক হারা পথিক

আফছার উদ্দিন লিটন: দিক হারা পথিক আফছার উদ্দিন লিটন বেকারত্বের অভিশাপে তরুণদের মনে হাহাকার কে দেবে তাদের কর্মসংস্�...বিস্তারিত


জনতা ব্যাংক চাক্তাই শাখার গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত

চট্টলার ডাক ডেস্ক: জনতা ব্যাংক পিএলসি চাক্তাই শাখার উদ্যোগে ব্যাংক ব্যবস্থাপনা কর্তৃপক্ষের নির্দেশত “ ৫০ দিনের বি...বিস্তারিত


নারী শুধু ঘর সামলায় না

মো. বেলাল হোসেন চৌধুরী ‘নারী মাঠে যেতে পারে না’-এ কথা আমরা বলতে চায় না। তারা সব পারে; কিন্ত পারিবারিক ও সামাজিক অবস্থান �...বিস্তারিত


দাঁত থাকতে দাঁতের মর্যাদা বুঝে না কেউ

মো. বেলাল হোসেন চৌধুরী (১) আমি শুধুশুধু অনর্থক যেই ভদ্রলোকটার  বিরুদ্ধে আক্রোশ বা ষড়যন্ত্র করি, পরবর্তীতে দেখা যায় তার অ�...বিস্তারিত


তরুণ প্রকাশকদের অংশগ্রহণে তিনদিনব্যাপী ‌‌প্রশিক্ষণ কর্মশালার সনদপত্র বিতরণ অনুষ্ঠান সম্পন্ন

চট্টলার ডাক ডেস্ক: তরুণ প্রকাশকদের অংশগ্রহণে তিনদিনব্যাপী ‌‌'সৃজনশীল প্রকাশনা খাত: চ্যালেঞ্জ ও সম্ভাবনা' শীর্�...বিস্তারিত