আজ  শনিবার, ২৩ নভেম্বর ২০২৪


প্রকৃতি এবং আমি-১

  আফছার উদ্দিন লিটন:   |   আপডেট: ০১:৪৭ এএম, ২০২২-১২-৩১    513

 

প্রকৃতি এবং আমি-১

জানি না কেনো আমি ছুটে যায় বারংবার প্রকৃতি দেখতে।
প্রকৃতি করেছে আমায় মহান। প্রকৃতি দিয়েছে আমায় দুচোখ মেলে--
চির সবুজ দেখার সুন্দর মন। তাইতো আমি ছুটে চলি
প্রকৃতির কাছে কিছু শিখতে। প্রকৃতির ঘ্রাণ অনুভব করতে।

কেনো আমায় এতো প্রকৃতি টানে। প্রকৃতি কি আমার মন জানে?
প্রকৃতির প্রেমে অনুপ্রাণিত হয়ে মুগ্ধিত হয় এ হৃদয়।
প্রকৃতি যেনো কখনো আমায় না করে নির্দয়।

প্রকৃতির কাছে গেলে যেনো আমি হয়ে যাই উদার।
প্রকৃতি করে আমায় আদর-সমাদর।
ভুলে যাই জগতের সকল চিন্তা-ভাবনার ঝঞ্ঝাট সমূহ
আমি হয়ে যাই প্রকৃতির কাছে নিরীহ।

উদাস উদাস ভাবে ধ্যানের মাঝে
চোখে ভেসে ওঠে বেদনার লোনা স্মৃতি,
প্রকৃতির সাথে কখনো যেনো
না হয় আমার সম্পর্কের ইতি।

মনে মনে রং তুলিবিহীন এঁকে যাই,
প্রকৃতির বুকে বিরহ অঙ্কিত চিত্র,
প্রকৃতি যেনো আমার জীবনে হয়
প্রতিনিয়ত চলার পথে মিত্র।
--০১/০৬/২০০৫খৃ.

 

 

রিলেটেড নিউজ

তুমি

চট্টলার ডাক ডেস্ক: তুমি হৃদয় হাসান বাবু আমার একটা তুমি চাই, যেই তুমিতে প্রাণটা নাচে হাজার রঙ দেখতে পাই।   আমার এক�...বিস্তারিত


তুমি অবিনশ্বর

চট্টলার ডাক ডেস্ক: তুমি অবিনশ্বর আলেয়া চৌধুরী শুভ সুন্দর প্রত্যয়ে কোটি মানুষের হৃদয়ে কিংবদন্তি তাজ সংগ্রামে সাহস...বিস্তারিত


দ্রব্য মূল্যের ঊর্দ্ধগতি

চট্টলার ডাক ডেস্ক: দ্রব্য মূল্যের ঊর্দ্ধগতি বাবুল কান্তি দাশ দ্রব্য মূল্যের ঊর্দ্ধগতি উদ্বিগ্ন সবাই, হা-হুতাশে স�...বিস্তারিত


স্বাধীনতা আর গণতন্ত্র কোথায়?

মো. রাশেদুল ইসলাম-রাশেদ স্বাধীনতা আর গণতন্ত্র কোথায়? মো. রাশেদুল ইসলাম রাশেদ   তোমার দেয়া দেশটা শুধু আছে, নাম ভাঙিয়ে খা...বিস্তারিত


আবু সাঈদের লাশের ক্ষত এখনো শুকায়নি!

মো. রাশেদুল ইসলাম-রাশেদ আবু সাঈদের লাশের ক্ষত এখনো শুকায়নি! মো. রাশেদুল ইসলাম রাশেদ শোকের মাস কোনটাকে বল তুমি? এখনো তো আব�...বিস্তারিত


দিক হারা পথিক

আফছার উদ্দিন লিটন: দিক হারা পথিক আফছার উদ্দিন লিটন বেকারত্বের অভিশাপে তরুণদের মনে হাহাকার কে দেবে তাদের কর্মসংস্�...বিস্তারিত