আজ  মঙ্গলবার, ৩ ডিসেম্বর ২০২৪


স্বপ্নপুরুষ

  আফছার উদ্দিন লিটন:   |   আপডেট: ০১:৩৯ এএম, ২০২২-১২-৩১    525

 

স্বপ্নপুরুষ

শয়নে শয্যায় রাত্রিতে
করিও মধুরচন্দ্রিমা যাপন
আমার কথা একবার নিশীথে ভাবিও।
আমি তোমার শয়নশয্যায় স্বপ্নপুরুষ হয়ে
গভীর নিশীথে আসিবো।
হানা দেবো শয়নশয্যায়
যেথা তুমি আমায় আপন করিও।
বুকের মাজারে রাখিও আমায় সারথি চিরটাকাল
মনমানুষ রূপে ধারণ করিও।
যদিও গভীর নিশীথে না ভাঙে তোমার ঘুম
তবে আমি উল্কা হাওয়ায়
ভেসে এসে তোমায় করিব জাগ্রত।
স্বপ্নের সারথি গভীর নিশীথে--
দেখিও দুনয়ন ভরে স্বপ্নের যুম,
আমি স্বপ্নদূত হয়ে এসে ভাঙাবো
তোমার জাগতিক সব স্বপ্ন অনাগত।
তোমার স্বপ্ন হবে শুধু আমায় নিয়ে
অন্য কেউ নয়, অন্য কেউ নয়।
আমার এ জীবন যেনো
তোমার তরে ধার্য রয়।
তোমার স্বপ্নপুরুষ শুধু আমি
শয়নে-স্বপনে আমায় ভাবিও
স্বপ্নপুরুষ আমি তোমারও।
--১৪/০১/২০০৫খৃ.

 

রিলেটেড নিউজ

তুমি

চট্টলার ডাক ডেস্ক: তুমি হৃদয় হাসান বাবু আমার একটা তুমি চাই, যেই তুমিতে প্রাণটা নাচে হাজার রঙ দেখতে পাই।   আমার এক�...বিস্তারিত


তুমি অবিনশ্বর

চট্টলার ডাক ডেস্ক: তুমি অবিনশ্বর আলেয়া চৌধুরী শুভ সুন্দর প্রত্যয়ে কোটি মানুষের হৃদয়ে কিংবদন্তি তাজ সংগ্রামে সাহস...বিস্তারিত


দ্রব্য মূল্যের ঊর্দ্ধগতি

চট্টলার ডাক ডেস্ক: দ্রব্য মূল্যের ঊর্দ্ধগতি বাবুল কান্তি দাশ দ্রব্য মূল্যের ঊর্দ্ধগতি উদ্বিগ্ন সবাই, হা-হুতাশে স�...বিস্তারিত


স্বাধীনতা আর গণতন্ত্র কোথায়?

মো. রাশেদুল ইসলাম-রাশেদ স্বাধীনতা আর গণতন্ত্র কোথায়? মো. রাশেদুল ইসলাম রাশেদ   তোমার দেয়া দেশটা শুধু আছে, নাম ভাঙিয়ে খা...বিস্তারিত


আবু সাঈদের লাশের ক্ষত এখনো শুকায়নি!

মো. রাশেদুল ইসলাম-রাশেদ আবু সাঈদের লাশের ক্ষত এখনো শুকায়নি! মো. রাশেদুল ইসলাম রাশেদ শোকের মাস কোনটাকে বল তুমি? এখনো তো আব�...বিস্তারিত


দিক হারা পথিক

আফছার উদ্দিন লিটন: দিক হারা পথিক আফছার উদ্দিন লিটন বেকারত্বের অভিশাপে তরুণদের মনে হাহাকার কে দেবে তাদের কর্মসংস্�...বিস্তারিত