আজ  মঙ্গলবার, ৩ ডিসেম্বর ২০২৪


মধুর রাতে মধুক্ষণে

  আফছার উদ্দিন লিটন:   |   আপডেট: ০১:৩২ এএম, ২০২২-১২-৩১    500

 

মধুর রাতে মধুক্ষণে

মধুর রাতে মধুক্ষণে
এসো গো প্রিয়া খুব কাছে
আমি অধীর হয়ে আছি বসে
তোমার অপেক্ষায় বাতায়নে,
তুমি ছাড়া এখনো দেখছি আমি
আকাশের জ্বলন্ত মিটিমিটি সব তারা।
এসো প্রিয়া, এসো প্রিয়া
আমার হৃদয় প্রান্তরে।
আজকের এই মধুরাত
শুধু দু’জনার, শুধু দু’জনার।
ঠোঁটে ঠোঁটে চুম্বন দাও
মন ভরে, হৃদয় উজাড় করে,
যৌবনের তৃষ্ণার্ত পিপাসার
জ্বালা মিটাও আজ প্রাণ ভরে।
এক ফালি জোছনাকে সাক্ষী রেখে
ভালোবাসার এ বন্ধন করো--
আরো, আরো দৃঢ়।
আজ সারারাত কেটে যাবে
আকাশের তারা দেখে দেখে,
আর তোমার সান্নিধ্য পেয়ে--
ভালোবাসা অনুভব করে।
--২৬/০৩/২০০৫খৃ.

 

রিলেটেড নিউজ

তুমি

চট্টলার ডাক ডেস্ক: তুমি হৃদয় হাসান বাবু আমার একটা তুমি চাই, যেই তুমিতে প্রাণটা নাচে হাজার রঙ দেখতে পাই।   আমার এক�...বিস্তারিত


তুমি অবিনশ্বর

চট্টলার ডাক ডেস্ক: তুমি অবিনশ্বর আলেয়া চৌধুরী শুভ সুন্দর প্রত্যয়ে কোটি মানুষের হৃদয়ে কিংবদন্তি তাজ সংগ্রামে সাহস...বিস্তারিত


দ্রব্য মূল্যের ঊর্দ্ধগতি

চট্টলার ডাক ডেস্ক: দ্রব্য মূল্যের ঊর্দ্ধগতি বাবুল কান্তি দাশ দ্রব্য মূল্যের ঊর্দ্ধগতি উদ্বিগ্ন সবাই, হা-হুতাশে স�...বিস্তারিত


স্বাধীনতা আর গণতন্ত্র কোথায়?

মো. রাশেদুল ইসলাম-রাশেদ স্বাধীনতা আর গণতন্ত্র কোথায়? মো. রাশেদুল ইসলাম রাশেদ   তোমার দেয়া দেশটা শুধু আছে, নাম ভাঙিয়ে খা...বিস্তারিত


আবু সাঈদের লাশের ক্ষত এখনো শুকায়নি!

মো. রাশেদুল ইসলাম-রাশেদ আবু সাঈদের লাশের ক্ষত এখনো শুকায়নি! মো. রাশেদুল ইসলাম রাশেদ শোকের মাস কোনটাকে বল তুমি? এখনো তো আব�...বিস্তারিত


দিক হারা পথিক

আফছার উদ্দিন লিটন: দিক হারা পথিক আফছার উদ্দিন লিটন বেকারত্বের অভিশাপে তরুণদের মনে হাহাকার কে দেবে তাদের কর্মসংস্�...বিস্তারিত