আজ  মঙ্গলবার, ১৭ সেপ্টেম্বর ২০২৪


কোমর ব্যথা থেকে সুস্থ হতে আপনার করণীয়

  ডা. আবদুল্লাহ আল মোর্শেদ   |   আপডেট: ১২:৪৪ এএম, ২০২২-১১-১১    391

 

কোমর ব্যথা থেকে সুস্থ হতে আপনার করণীয়

কোমরে ব্যথা প্রায় কমন একটি রোগ। তবে শতকরা ৮৫ ভাগ রোগীর কোমরে ব্যথা কিছু অনির্দিষ্ট কারণে হয়ে থাকে। এসব রোগী সাধারণত ৪ থেকে ৬ সপ্তাহে ভাল হয়ে যায়।

তবে বাকী ১৫ ভাগ রোগীর ক্ষেত্রে এই রোগের কারণ নির্ণয়সহ যথোপযুক্ত চিকিৎসা অত্যন্ত জরুরি।

এই ১৫ ভাগ রোগীর কারণ হিসেবে চখওউ (প্লি­ড) কে খুব কমন কারণ হিসেবে চিন্তা করা হয় যা অনেকটা ভুল চিন্তা। কারণ হিসেবে চখওউ(প্লি­ড) শতকরা ১ ভাগের চেয়ে ও কম।

অন্যান্য কারণের মধ্যে স্পন্ডাইলো-আর্থ্রাইটিস, কোমরের হাড় ভাঙ্গা, কোমরের হাড়ের ইনফেকশান, ক্যান্সারসহ অন্যান্য নানাবিধ কারণ রয়েছে।

তাই সকল কোমর ব্যথার রোগীর রোগের ইতিহাস ভালভাবে নিয়ে, কোমর ও পায়ের ক্লিনিক্যাল পরীক্ষা করে বিশেষজ্ঞ চিকিৎসককে সিদ্ধান্ত নিতে হবে কি টেস্ট করাবেন এবং কি টেস্ট দেবেন।

সব কোমর ব্যথার রোগীর কোমরের এক্সরে বা গজও (এমআরআই) এর প্রয়োজন হয় না। বরঞ্চ কোন কোন ক্ষেত্রে এই টেস্টগুলো অহেতুক চিকিৎসা জটিলতা তৈরি করে।

পাদটীকা
কোমর ব্যথা মানেই হাড়ক্ষয় বা চখওউ(প্লি­ড) নয়। সঠিক কারণ নির্ণয় এবং বিজ্ঞানসম্মত সঠিক চিকিৎসাই এটার প্রতিকার।


লেখক: ডা.আবদুল্লাহ আল মোর্শেদ, রিউম্যাটোলজি বিভাগ,
চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল

 


 

 

রিলেটেড নিউজ

নারী শুধু ঘর সামলায় না

মো. বেলাল হোসেন চৌধুরী ‘নারী মাঠে যেতে পারে না’-এ কথা আমরা বলতে চায় না। তারা সব পারে; কিন্ত পারিবারিক ও সামাজিক অবস্থান �...বিস্তারিত


দাঁত থাকতে দাঁতের মর্যাদা বুঝে না কেউ

মো. বেলাল হোসেন চৌধুরী (১) আমি শুধুশুধু অনর্থক যেই ভদ্রলোকটার  বিরুদ্ধে আক্রোশ বা ষড়যন্ত্র করি, পরবর্তীতে দেখা যায় তার অ�...বিস্তারিত


দোয়া একটি গুরুত্বপূর্ণ ইবাদত

মো. ইউছুফ চৌধুরী দোয়া একটি গুরুত্বপূর্ণ ইবাদত। এর মাধ্যমে আল্লাহর সাথে বান্দার বিশেষ সম্পর্ক তৈরি হয়, আল্লাহর প্র�...বিস্তারিত


মুসা (আ.) এর আমলে দীর্ঘদিন বৃষ্টি বন্ধ ছিলো!

মো. ইউছুফ চৌধুরী হযরত মুসা (আ.) এর আমলে দীর্ঘদিন যাবত বৃষ্টি বন্ধ ছিলো। তাঁর উম্মতরা তাঁর কাছে এসে বললো “ হে নবী, আল্�...বিস্তারিত


বিশ্বায়নের যুগে শিক্ষার্থীদেরকে এগিয়ে দেয়ার জন্য সিএসবিএইচ বদ্ধ পরিকর

আফছার উদ্দিন লিটন: কলেজ অব সায়েন্স বিজনেস এণ্ড হিউমেনিটিঁজ। চট্টগ্রাম মেডিকেল কলেজ ও হাসপাতালের সন্নিকটে পাঁচলাইশ�...বিস্তারিত


চরম বিরোধীর কথাও মনোযোগী হয়ে শুনতেন নবীজী (সা.)

মো. ইউছুফ চৌধুরী রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নবুওয়তের প্রাথমিক সময়ে মুসলমানদের সংখ্যা ছিল একেবারে ক�...বিস্তারিত