আজ  শনিবার, ২৭ জুলাই ২০২৪


অস্তিত্ব হুমকিতে পড়লে পারমাণবিক অস্ত্র ব্যবহার করবে রাশিয়া?

  চট্টলার ডাক ডেস্ক:   |   আপডেট: ০৯:২০ পিএম, ২০২২-০৯-১৩    469

 

অস্তিত্ব হুমকিতে পড়লে পারমাণবিক অস্ত্র ব্যবহার করবে রাশিয়া?

রাশিয়ার সামনে দু’টো পথ। পশ্চিমা মোড়লদের সম্মিলিত চাপ মোকাবেলা করে বিজয়ী হওয়া, অথবা পরাজয় স্বীকার করে নিয়ে রাশিয়াকে কমপক্ষে ৩০ বছর পিছিয়ে দেওয়া।

রাশিয়া বিজয়ী হলে কী হবে তা সবারই জানা। বিশ্বে যুক্তরাষ্ট্রের বিপরীতে আরেকটি শক্তিকেন্দ্রের জন্ম হবে-যার নেতৃত্বে থাকবে রাশিয়া। দীর্ঘদিন যুক্তরাষ্ট্রের স্বেচ্ছাচারিতায় ভোগান্তিতে পড়া রাষ্ট্রগুলো রাশিয়ার ছত্রছায়ায় আশ্রয় নিবে।

অন্যদিকে রাশিয়া পরাজিত হলে কী হবে সেটাও জানা। যুক্তরাষ্ট্র হয়ে উঠবে আরও বেপরোয়ো। পুতিনের মতো সাহস আর কেউ করবে না। আমেরিকা যা বলবে তাতেই “জ্বি হুজুর” বলা ছাড়া উপায় থাকবে না। এখন দেখার বিষয় রাশিয়ার দম কতখানি! কতবড় লক্ষ্য নিয়ে মাঠে নেমেছে এই পুতিন সেনারা!

পশ্চিমারা যখন ফিতা নিয়ে বসেছে রাশিয়ার দৌড়ের গতিবেগ বোঝার জন্য, এমন সময় রুশ সরকারের একজন মুখপাত্র বললেন ভয়ানক এক কথা! তিনি বললেন-রাশিয়া অস্তিত্ব সঙ্কটে পড়লে পারমাণবিক অস্ত্র ব্যবহার করবে! যেন পশ্চিমাদেরকে প্রচ্ছন্ন হুমকি দিয়ে তিনি বোঝাতে চাইলেন- তোমরা রাশিয়াকে পরাজিত করার জন্য খুব ব্যতিব্যস্ত হবার আগে জেনে রাখো রাশিয়ার পরাজয় মানে কিন্তু তোমাদেরও ধ্বংস! আমরা নিজেদের হার মেনে নিলেও তোমাদের জিত মেনে নিব না। আমাদের হারকে সবার হারে পরিণত করব।
আচ্ছা, রাশিয়ার এই যুদ্ধে হার-জিত নির্ধারণ করবে কীভাবে? অস্তিত্ব সঙ্কট বলতেই বা কী বোঝাচ্ছে এই দেশটি? ধরুন, রাশিয়া ইউক্রেন আক্রমণ করে শেষ পর্যন্ত টিকে থাকতে পারল না, পশ্চিমাদের বিভিন্ন কৌশলে, অর্থনৈতিক ও সামরিক চাপে ইউক্রেন ছেড়ে চলে যেতে বাধ্য হলো। তাহলে সেটাই কি রাশিয়াকে অস্তিত্ব সঙ্কটে ফেলে দিবে না? দু’টো ঘটনা পাশাপাশি রেখে চিন্তাটা করা যায়।


ঘটনাদ্বয় হলো-আশির দশকে সোভিয়েত ইউনিয়নের আফগানিস্তান দখল ও ২০২২ সালে ভøাদিমির পুতিনের ইউক্রেন দখল। আশির দশকে আফগানিস্তান দখল করেও পশ্চিমাদের সম্মিলিত চাপে আফগানিস্তান ছাড়তে বাধ্য হয়েছিল সোভিয়েত সেনারা। তার কয়েক মাসের মধ্যেই সোভিয়েত ইউনিয়ন ভেঙে গিয়েছিল। কাজেই সোভিয়েত সেনাদের ওই পরাজয়কেই সোভিয়েতের অস্তিত্বের সঙ্কট বলা যেতে পারে।

একইভাবে এখন ইউক্রেন দখল করতে চাইছে পুতিন। লক্ষ্য অর্জন না করেই যদি ইউক্রেন ছাড়তে তিনি বাধ্য হন, তাহলে রাশিয়া যে শোচনীয় অবস্থায় পড়বে সেটাকে রাশিয়া যদি অস্তিত্বের সঙ্কট বলে বিবেচনা করে ও পারমাণবিক অস্ত্র ব্যবহার আরম্ভ করে সেক্ষেত্রে অবাক হবার কিছু নেই। মনে রাখতে হবে, সোভিয়েত ইউনিয়নের আফগান দখলের সময় পারমাণবিক অস্ত্রের হুমকি-ধামকি তেমন একটা শোনা যায়নি। কিন্তু রাশিয়ার এবারের ইউক্রেন আক্রমণের শুরু থেকে প্রতিদিনই পারমাণবিক অস্ত্র ও তৃতীয় বিশ্বযুদ্ধের কথা বারবার উঠে আসছে! সুতরাং এত সহজে এই যুদ্ধের জয়-পরাজয় হিসাব করা যাচ্ছে না। আজকের জয় কালকের বিপর্যয় হয়েও দেখা দিতে পারে! এমনকি যাদের সঙ্গে এই যুদ্ধের দূরতম সম্পর্কও নেই, তারাও জড়িয়ে পড়তে পারে ভয়াবহ ধ্বংসলীলায়!

 

রিলেটেড নিউজ

তরুণ প্রকাশকদের অংশগ্রহণে তিনদিনব্যাপী ‌‌প্রশিক্ষণ কর্মশালার সনদপত্র বিতরণ অনুষ্ঠান সম্পন্ন

চট্টলার ডাক ডেস্ক: তরুণ প্রকাশকদের অংশগ্রহণে তিনদিনব্যাপী ‌‌'সৃজনশীল প্রকাশনা খাত: চ্যালেঞ্জ ও সম্ভাবনা' শীর্�...বিস্তারিত


মুসা (আ.) এর আমলে দীর্ঘদিন বৃষ্টি বন্ধ ছিলো!

মো. ইউছুফ চৌধুরী হযরত মুসা (আ.) এর আমলে দীর্ঘদিন যাবত বৃষ্টি বন্ধ ছিলো। তাঁর উম্মতরা তাঁর কাছে এসে বললো “ হে নবী, আল্�...বিস্তারিত


আল-আমিন হাসপাতাল (প্রা.) লিমিটেড

চট্টলার ডাক ডেস্ক: আল-আমিন হাসপাতাল (প্রা.) লিমিটেড ৮৩০, জাকির হোসেন রোড, একে খান মোড়, উত্তর পাহাড়তলী, চট্টগ্রাম। ...বিস্তারিত


চট্টগ্রামের একে খান মোড়ে রাজমহল রেস্তোরাঁ এন্ড বেকার্সের উদ্বোধন

চট্টলার ডাক ডেস্ক: নগরীর একে খান মোড়ে সুপার রাজমহল রেস্তোরাঁ এন্ড বেকার্সের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছ। সোমবার, ২৯ �...বিস্তারিত


আমি মহান মুক্তিযুদ্ধে ২ নং সেক্টরে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছি

আফছার উদ্দিন লিটন: অধ্যক্ষ শামসুদ্দিন আহমেদ। ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধে সক্রিয় অংশগ্রহণকারী একজন বীর মুক্তিযোদ্ধ...বিস্তারিত


ডিজিটাল বাংলাদেশের সুফল আমরা পদে পদে টের পাচ্ছি

আফছার উদ্দিন লিটন ও এলেন ভট্টাচার্য অনিক লায়ন একে জাহেদ চৌধুরী। চট্টগ্রামের নাজিরহাট পৌরসভার মেয়র। অত্যন্ত বিনয়ী এবং সাংস্কৃতিকবান্ধব এ�...বিস্তারিত