শিরোনাম
চট্টলার ডাক ডেস্ক: | আপডেট: ০৯:২০ পিএম, ২০২২-০৯-১৩ 609
রাশিয়ার সামনে দু’টো পথ। পশ্চিমা মোড়লদের সম্মিলিত চাপ মোকাবেলা করে বিজয়ী হওয়া, অথবা পরাজয় স্বীকার করে নিয়ে রাশিয়াকে কমপক্ষে ৩০ বছর পিছিয়ে দেওয়া।
রাশিয়া বিজয়ী হলে কী হবে তা সবারই জানা। বিশ্বে যুক্তরাষ্ট্রের বিপরীতে আরেকটি শক্তিকেন্দ্রের জন্ম হবে-যার নেতৃত্বে থাকবে রাশিয়া। দীর্ঘদিন যুক্তরাষ্ট্রের স্বেচ্ছাচারিতায় ভোগান্তিতে পড়া রাষ্ট্রগুলো রাশিয়ার ছত্রছায়ায় আশ্রয় নিবে।
অন্যদিকে রাশিয়া পরাজিত হলে কী হবে সেটাও জানা। যুক্তরাষ্ট্র হয়ে উঠবে আরও বেপরোয়ো। পুতিনের মতো সাহস আর কেউ করবে না। আমেরিকা যা বলবে তাতেই “জ্বি হুজুর” বলা ছাড়া উপায় থাকবে না। এখন দেখার বিষয় রাশিয়ার দম কতখানি! কতবড় লক্ষ্য নিয়ে মাঠে নেমেছে এই পুতিন সেনারা!
পশ্চিমারা যখন ফিতা নিয়ে বসেছে রাশিয়ার দৌড়ের গতিবেগ বোঝার জন্য, এমন সময় রুশ সরকারের একজন মুখপাত্র বললেন ভয়ানক এক কথা! তিনি বললেন-রাশিয়া অস্তিত্ব সঙ্কটে পড়লে পারমাণবিক অস্ত্র ব্যবহার করবে! যেন পশ্চিমাদেরকে প্রচ্ছন্ন হুমকি দিয়ে তিনি বোঝাতে চাইলেন- তোমরা রাশিয়াকে পরাজিত করার জন্য খুব ব্যতিব্যস্ত হবার আগে জেনে রাখো রাশিয়ার পরাজয় মানে কিন্তু তোমাদেরও ধ্বংস! আমরা নিজেদের হার মেনে নিলেও তোমাদের জিত মেনে নিব না। আমাদের হারকে সবার হারে পরিণত করব।
আচ্ছা, রাশিয়ার এই যুদ্ধে হার-জিত নির্ধারণ করবে কীভাবে? অস্তিত্ব সঙ্কট বলতেই বা কী বোঝাচ্ছে এই দেশটি? ধরুন, রাশিয়া ইউক্রেন আক্রমণ করে শেষ পর্যন্ত টিকে থাকতে পারল না, পশ্চিমাদের বিভিন্ন কৌশলে, অর্থনৈতিক ও সামরিক চাপে ইউক্রেন ছেড়ে চলে যেতে বাধ্য হলো। তাহলে সেটাই কি রাশিয়াকে অস্তিত্ব সঙ্কটে ফেলে দিবে না? দু’টো ঘটনা পাশাপাশি রেখে চিন্তাটা করা যায়।
ঘটনাদ্বয় হলো-আশির দশকে সোভিয়েত ইউনিয়নের আফগানিস্তান দখল ও ২০২২ সালে ভøাদিমির পুতিনের ইউক্রেন দখল। আশির দশকে আফগানিস্তান দখল করেও পশ্চিমাদের সম্মিলিত চাপে আফগানিস্তান ছাড়তে বাধ্য হয়েছিল সোভিয়েত সেনারা। তার কয়েক মাসের মধ্যেই সোভিয়েত ইউনিয়ন ভেঙে গিয়েছিল। কাজেই সোভিয়েত সেনাদের ওই পরাজয়কেই সোভিয়েতের অস্তিত্বের সঙ্কট বলা যেতে পারে।
একইভাবে এখন ইউক্রেন দখল করতে চাইছে পুতিন। লক্ষ্য অর্জন না করেই যদি ইউক্রেন ছাড়তে তিনি বাধ্য হন, তাহলে রাশিয়া যে শোচনীয় অবস্থায় পড়বে সেটাকে রাশিয়া যদি অস্তিত্বের সঙ্কট বলে বিবেচনা করে ও পারমাণবিক অস্ত্র ব্যবহার আরম্ভ করে সেক্ষেত্রে অবাক হবার কিছু নেই। মনে রাখতে হবে, সোভিয়েত ইউনিয়নের আফগান দখলের সময় পারমাণবিক অস্ত্রের হুমকি-ধামকি তেমন একটা শোনা যায়নি। কিন্তু রাশিয়ার এবারের ইউক্রেন আক্রমণের শুরু থেকে প্রতিদিনই পারমাণবিক অস্ত্র ও তৃতীয় বিশ্বযুদ্ধের কথা বারবার উঠে আসছে! সুতরাং এত সহজে এই যুদ্ধের জয়-পরাজয় হিসাব করা যাচ্ছে না। আজকের জয় কালকের বিপর্যয় হয়েও দেখা দিতে পারে! এমনকি যাদের সঙ্গে এই যুদ্ধের দূরতম সম্পর্কও নেই, তারাও জড়িয়ে পড়তে পারে ভয়াবহ ধ্বংসলীলায়!
আফছার উদ্দিন লিটন: ২০২১ সালের নভেম্বর-ডিসেম্বর মাসে হঠাৎ করে ফেসবুক কর্তৃপক্ষ গণহারে ফেসবুক ব্যবহারকারীদের আইডি রহ�...বিস্তারিত
চট্টলার ডাক ডেস্ক: ফুসফুসের রোগে যারা ভুগছেন, শ্বাস-প্রশ্বাসে মারাত্মক সমস্যা দেখা দিয়েছে তাদেরকে সুখবর দিয়েছে ডান্...বিস্তারিত
চট্টলার ডাক ডেস্ক: সত্তর দশকের শেষ দিকে সোলসের লিড গিটারিস্ট সাজেদুল আলম বিদেশ চলে যান। অনেকে এই শূন্য পদের জন্য আগ্র...বিস্তারিত
চট্টলার ডাক ডেস্ক: এটা হলো পৃথিবীর অন্যতম বৃহত্তম লাইব্রেরি “ The British Library" যেখানে বইয়ের পরিমাণ প্রায় ১৭০ থেকে ২০০ মি...বিস্তারিত
চট্টলার ডাক ডেস্ক: ইউরোপের বলকান অঞ্চলের স্বাধীন দেশ কসোভো (Republic of Kosovo)। এটি সর্বশেষ স্বাধীন মুসলিম রাষ্ট্র হিসেবে পৃথি�...বিস্তারিত
© Copyright 2025 Dainik Chattalar Dak