আজ  রবিবার, ৮ সেপ্টেম্বর ২০২৪


পড়াশোনাকালীন সুমি গড়ে তোলেন চিরকুট

  চট্টলার ডাক ডেস্ক:   |   আপডেট: ০৭:৫৭ পিএম, ২০২২-০৯-১৩    553

 

পড়াশোনাকালীন সুমি গড়ে তোলেন  চিরকুট


সুমি। পুরো নাম তার শারমিন সুলতানা সুমি। জন্ম রূপসা ও ভৈরবের তীর ঘেষে থাকা খুলনাতে। ছোটবেলা থেকেই ছিলেন বেশ দুরন্ত। জীবনের কৈশোর পর্যন্ত কাটিয়েছেন এই খুলনাতেই।এরপর পড়াশোনার জন্য ঢাকাতে আসা।ভর্তি হন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগে এবং এখান থেকেই শেষ করেন পড়াশোনা। আর এই পড়াশোনার সময়েই তিনি গড়ে তোলেন তার দ্বিতীয় পরিবার চিরকুট'। এই বিখ্যাত নামটিও তার দেওয়া।

২০০২ থেকেই চিরকুটের লিড ভোকালিস্ট

হিসেবে দেখিয়ে যাচ্ছেন তার অসাধারণ নৈপুণ্য। চিরকুটের বেশির ভাগ শ্রোতাপ্রিয় গানগুলো তারই কলম থেকে সৃষ্ট। একই সাথে সুরকারের কাজটিও করছেন বেশ মুন্সিয়ানার সাথে।মিউজিক ।  এলবামের বাজারে যখন খরা চলছিলো ঠিক তখনই বের হয় চিরকুটের প্রথম এলবাম 'চিরকুটনামা' (২০০৮)।মিউজিক এলবামটি চারদিকে বেশ হইচই ফেলে দেয়।এই এলবামের  খাজনা,কাটাকুটি, বন্ধু,আমি জানিনা,ছোট্ট নদী,ঘরে ফেরা সহ প্রতিটি গানই ছিল অনবদ্য। এই এলবামের খাজনা গানটি এখনো চিরকুটের অন্যতম সফল গান।এর পর সুমির ভোকালেই বের হয় চিরকুটের দ্বিতীয় এলবাম  'জাদুর শহর'(২০১৩) এবং তৃতীয় এলবাম 'উধাও'(২০১৮)।

২০১৬ সালে নিজের একক ক্যারিয়ার গড়ার জন্য যখন পিন্টু ঘোষ চিরকুট ছাড়েন তখন সুমি তার যোগ্য নেতৃত্ব দিয়া আগলে রাখেন চিরকুটকে।

একজন প্লেব্যাক সিংগার হিসেবেও সুমি দিনকে দিন নিজেকে নিয়ে যাচ্ছে অনন্য উচ্চতায়।টানা বেশ কয়েকটি দারুণ কাজ উপহার দিচ্ছেন দর্শক শ্রোতাদের।২০১৬ সালে প্রকাশিত 'আয়নাবাজি' সিনেমার দুনিয়া গানটি লিখেছেন তিনি।একইসাথে গানটিতে সুর ও কন্ঠও দিয়েছেন তিনি ও তার ব্যান্ড চিরকুট।২০১৭তে মুক্তি পাওয়া মোস্তফা সরোয়ার ফারুকির আলোচিত 'ডুব' সিনেমায় আহারে গানটির সাফল্য ছিলো আকাশ চুম্বি।একই বছর মুক্তি পাওয়া 'ভয়ংকর সুন্দর' সিনেমারএই শহরের 'কাকটিও জেনে গেছে' গানটি গানের জগতে বেশ সাড়া ফেলে দেয়। এছাড়া গান লিখেছেন মোস্তফা সরোয়ার ফারুকির পরিচালিত 'টেলিভিশন' সিনেমায়,তন্ময় তানসেনের 'পদ্মপাতার জল' সহ বেশ কয়েকটি সিনেমায়।

দীর্ঘ দেড় যুগের কর্মজীবনে সুমি তার অনন্য শিল্প কর্মের জন্য ভূষিত  হয়েছেন বাংলা একাডেমি কর্তৃক 'অনন্য শীর্ষ দশ' পদকে।এছাড়া তিনি ২০১৮ সালে ফিল্মফেয়ার পুরষ্কার পূর্ব সেরা প্লেব্যাক গায়িকা এবং সেরা গানের কথার জন্য মনোনয়ন পান।বর্তমানে 'চিরকুটের' চ্যানেল আই মিউজিক এওয়ার্ড রয়েছে তিনটি।


একজন নারী হিসেবে তিনি তার ব্যান্ডকে দিনকে দিন যেভাবে এগিয়ে নিয়ে যাচ্ছেন তা সত্যিই অনন্য ও অতুলনীয়। সেই ২০০২ হতে ২০২০ দীর্ঘ দেড় যুগে চিরকুটকে নিয়ে গেছেন সাফল্যের শীর্ষে আর এর পিছনে রয়েছে তার অক্লান্ত পরিশ্রম আর অসাধারণ সৃষ্টিশীলতা। দেশের যুব সমাজ যেভাবে পশ্চিমা সংস্কৃতির প্রতি আকৃষ্ট হয়ে পড়েছিল তা থেকে তাদের দেশিয় সংস্কৃতিতে ফিরিয়ে আনতে এবং দেশিয় ব্যান্ড শিল্পকে জনপ্রিয় করে তুলতে চিরকুটের অবদান সত্যিই অনস্বীকার্য।

 

বর্তমানে চিরকুটের লাইনআপ:
শারমিন জাহান সুমি (লিড ভোকালিস্ট)
পাভেল আরিন (ড্রামস)
ঈমন চৌধুরী (গিটার,বাঞ্জো,মান্ডোলিন)
দিদার হাসান(বেজ)
জাহিদ নিরব(কী বোর্ড,হারমোনিয়াম)

তথ্যসূত্র: (----)---ংযাঁড়লরঃ ৎড়ু

 

রিলেটেড নিউজ

স্বাধীনতা আর গণতন্ত্র কোথায়?

মো. রাশেদুল ইসলাম-রাশেদ স্বাধীনতা আর গণতন্ত্র কোথায়? মো. রাশেদুল ইসলাম রাশেদ   তোমার দেয়া দেশটা শুধু আছে, নাম ভাঙিয়ে খা...বিস্তারিত


দিক হারা পথিক

আফছার উদ্দিন লিটন: দিক হারা পথিক আফছার উদ্দিন লিটন বেকারত্বের অভিশাপে তরুণদের মনে হাহাকার কে দেবে তাদের কর্মসংস্�...বিস্তারিত


জনতা ব্যাংক চাক্তাই শাখার গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত

চট্টলার ডাক ডেস্ক: জনতা ব্যাংক পিএলসি চাক্তাই শাখার উদ্যোগে ব্যাংক ব্যবস্থাপনা কর্তৃপক্ষের নির্দেশত “ ৫০ দিনের বি...বিস্তারিত


নারী শুধু ঘর সামলায় না

মো. বেলাল হোসেন চৌধুরী ‘নারী মাঠে যেতে পারে না’-এ কথা আমরা বলতে চায় না। তারা সব পারে; কিন্ত পারিবারিক ও সামাজিক অবস্থান �...বিস্তারিত


দাঁত থাকতে দাঁতের মর্যাদা বুঝে না কেউ

মো. বেলাল হোসেন চৌধুরী (১) আমি শুধুশুধু অনর্থক যেই ভদ্রলোকটার  বিরুদ্ধে আক্রোশ বা ষড়যন্ত্র করি, পরবর্তীতে দেখা যায় তার অ�...বিস্তারিত


তরুণ প্রকাশকদের অংশগ্রহণে তিনদিনব্যাপী ‌‌প্রশিক্ষণ কর্মশালার সনদপত্র বিতরণ অনুষ্ঠান সম্পন্ন

চট্টলার ডাক ডেস্ক: তরুণ প্রকাশকদের অংশগ্রহণে তিনদিনব্যাপী ‌‌'সৃজনশীল প্রকাশনা খাত: চ্যালেঞ্জ ও সম্ভাবনা' শীর্�...বিস্তারিত