শিরোনাম
আবু মুসা চৌধুরী | আপডেট: ১২:১৩ এএম, ২০২২-০৮-১৯ 1286
আফছার উদ্দিন লিটনের অধরা প্রেম
আবু মুসা চৌধুরী
যখন কোনো কবিতার প্রকাশ শৈলী হয় নিরাভরণ, তখন সেই রচনার চারিত্র্য প্রকরণ প্রক্রিয়া ব্যতিরেকে; বিষয় বা প্রসঙ্গই মুখ্য হয়ে ওঠে। পাশাপাশি শিশুর সৌন্দর্য ও চেতনায়--শিশুর মতো ভালোবেসে আফছার উদ্দিন লিটন কবিতার জল-জমি পরিবেশ-প্রতিবেশ নিরীক্ষণ করেন। এই সহজ সৌন্দর্যই তাঁর কবিতার মৌলিক ফোকাস। এ প্রসঙ্গে বইয়ের ভূমিকার অভিলিখন গ্রহণযোগ্য।
আফছার উদ্দিন লিটনের কবিতার মূল চারিত্র্যঃ “মগ্ন মরমের নিরঙ্কুশ স্পষ্টতা, সহজ-সরল লাবণ্যে রচিত--অনর্গত অনুভূতি-রাগ-বিরাগ, আলো-আঁধার, পাওয়া-না পাওয়ার হতাশ্বাস, প্রকৃতির প্রতিলিপি গ্রথিত তাঁর চরণসমূহে।...ভাঙছে মান-অন্তঃস্থ রক্তক্ষরণ, যাবতীয় ব্যর্থতা-বেদনার উৎসমূল যা, কিংবা নিসর্গের ক্রন্দন, মহামারির প্রকোপ, মানুষের মর্মন্তদ হাহাকার নির্জলা উচ্চারণের মহিমায় অত্র কবিতাগুলোকে দিয়েছে নান্দনিক দীপ্তি। ভালো লাগার সমূহ অনুরণন।”
আফছার উদ্দিন লিটনের প্রথম কবিতার বইয়ের নাম “অধরা প্রেম”। এই প্রেমই হলো তাঁর কবিতার চাবিসত্য। প্রেমের বহুধা বর্ণিল ভ্যারিয়েশন, প্রেমের রূপ-লাবণ্য ও গতিবিধি তিনি বিন্যস্ত করেছেন অকপট শৈলীতে।
প্রেম এখানে বহুমাত্রিক। তা কখনো ব্যক্তিক, কখনো সামষ্টিক। দেশজ বা নেসর্গিক, সত্য-সুন্দর ও কল্যাণকামী। লিটনের অন্তর্গত অনুভব এরকম---
কষ্টের রং লাল হয় কেন
তা আগে আমার জানা ছিলো না,
প্রতিনিয়ত আমার জানা ছিলো
কষ্টের রং নীল।
ভালোবাসার রং কেন নীল
তাও আগে আমার জানা ছিলো না,
প্রতিনিয়ত আমার জানা ছিলো
ভালোবাসার রং লাল।
(কষ্টের রং)
এক ধরনের নিরেট ধোঁয়াটে রহস্য, অনির্ণেয়, অভিরেখ বা অভিভূতি লিটন নিয়ে আসেন পঙ্ক্তিতে। যেমন- “প্রেম মানেই তো প্রেম...সেই প্রেম” এখন সেই প্রেম মানে কী প্রেম, ক্যামন প্রেম, কীভাবে, কোথায় এর আঁধার ও আয়োজন কিংবা কি নিছক শূণ্যগহ্বর--এই রহস্য ও প্রশ্ন ওঠে আসে। আর এখানেই কবিতার মূল অন্বয়।
আফছার উদ্দিন লিটনের কবিতার মূল শক্তি হলো আবেগ ও অনুভূতি প্রবণতা। কিন্তু নির্জলা সত্য হলো- “ঠিক ঠিক শব্দ ব্যবহারের গুণেই গদ্যের চেয়ে কবিতা আলাদা হয়ে যায়” সুনীল গঙ্গোপাধ্যায়ের এই অমোঘ মন্ত্র ধারণ করেই লিটনকে আরও ‘শব্দবোধ’ অর্জন করে কবিতার চাষাবাদের মধ্যে এগিয়ে যেতে হবে।
সুন্দর-ছিমছাম, মানসম্পন্ন প্রকাশনা--‘অধরা প্রেম’। বইটি প্রকাশ করেছেন সাহিত্য বিচিত্রা। চটকদার প্রচ্ছদ করেছেন টিপলু বড়ুয়া। মূল্যঃ দুইশত টাকা।
বইটি পাওয়া যাচ্ছে--
# অমর বই ঘর
হোটেল পেনিনসুলার পাশে
হাজী আবদুর রহমান এভিনিউ (৩য় তলা)
জিইসি মোড়, চট্টগ্রাম।
# সাহিত্য বিচিত্রা
৩৬, মসজিদ মার্কেট, আন্দরকিল্লা, চট্টগ্রাম।
# এমেলিয়া প্রকাশন
কদম মোবারক মার্কেট, মোমিন রোড, চট্টগ্রাম।
মোবাইল ঃ ০১৯১৭-৮২৫০৬২
আফছার উদ্দিন লিটন: ২০২১ সালের নভেম্বর-ডিসেম্বর মাসে হঠাৎ করে ফেসবুক কর্তৃপক্ষ গণহারে ফেসবুক ব্যবহারকারীদের আইডি রহ�...বিস্তারিত
চট্টলার ডাক ডেস্ক: ফুসফুসের রোগে যারা ভুগছেন, শ্বাস-প্রশ্বাসে মারাত্মক সমস্যা দেখা দিয়েছে তাদেরকে সুখবর দিয়েছে ডান্...বিস্তারিত
চট্টলার ডাক ডেস্ক: সত্তর দশকের শেষ দিকে সোলসের লিড গিটারিস্ট সাজেদুল আলম বিদেশ চলে যান। অনেকে এই শূন্য পদের জন্য আগ্র...বিস্তারিত
চট্টলার ডাক ডেস্ক: এটা হলো পৃথিবীর অন্যতম বৃহত্তম লাইব্রেরি “ The British Library" যেখানে বইয়ের পরিমাণ প্রায় ১৭০ থেকে ২০০ মি...বিস্তারিত
চট্টলার ডাক ডেস্ক: ইউরোপের বলকান অঞ্চলের স্বাধীন দেশ কসোভো (Republic of Kosovo)। এটি সর্বশেষ স্বাধীন মুসলিম রাষ্ট্র হিসেবে পৃথি�...বিস্তারিত
© Copyright 2025 Dainik Chattalar Dak