শিরোনাম
শাহেদা আলম | আপডেট: ০১:০৪ এএম, ২০২২-০৪-১৯ 630
স্মৃতির ফোকাস
স্মৃতির ফোকাস
শাহেদা আলম
মনের আঙ্গিনায়-
একটি স্মৃতির ফোকাস
বিষধর এক কালনাগ
তার উদ্ধত ফনা-২৫ শে মার্চ।
ভয়াল রাত-
মৃত্যুর আলিঙ্গনে হয়ত
বাঁধা পড়তাম বাসর রাতের
নব দম্পত্তির মত।
কিন্তু কি হল?
নিস্প্রদীপের কঠিন প্রহরা
ভীত শংকিত আত্মা-সন্ত্রস্ত্র
দৃঢ় প্রতিজ্ঞ তবু দারুণ প্রতিবাদ।
বেঁচে ছিলাম-
পিঁপড়ের মত,
পদদলিত হবার
দুরু দরু আশংকায়।
বিধির শাসন-
অবহেলে, কারফিউর
রক্ত চোখের শাসনে,
একান্ত বাধ্য হয়েছি।
অবাধ্য হবে?
গর্জন! এল.এম.জি
অথবা চাইনিজ রাইফেল,
অতঃপর বেয়নেটের ধর্ষণ।
বিবস্ত্র তুমি-
পীচঢালা সড়কের
পাষান শয্যায়
জমাট রক্ত, মাংসপি-
আর হাঁড়ের সমন্বয়ে
(তুমি তখন) ক্ষুধার্ত কুকুর আর
শকুনের খোরাক
অথবা ম্যানহোলের তমসায়
তোমার অভিসার।
বধ্য ভুমিতে-
একটি, দুটি অনেক তারপর-
চলেছে থেতলানো মাংস
আর তাজা রক্তের লীলা!
মৃত্যুর আর্তনাদের
টুিট চেপে ধরেছে
নরপিশাচের হিংস্র উল্লাস!
নদীর বুকের-
অসংখ্য মৃতলাশ
ভেসে চলেছে স্বর্গের পানে (যেন)
বালুচরে কতক বিকৃত শব
স্বৈরাচারীদের ভ্রুকুটি করছে।
বিকৃত হাসি, বীভৎস ব্যাঙ্গ
আক্ষেপ নয় বিদ্রুপ!
প্রাণ বধ করেছিস?
ওরে কালপুরুষ প্রাণ কখনো
মরণ বরণ করেনা-
চিবিয়ে চিবিয়ে খা
আমার মুণ্ডু-মাথা
দেহের খোলস
কিন্তু পাবিনে এ সত্ত্বা
হিংস্র-দাবানলের-
লেলিহান বহ্নি
রাক্ষসী ক্ষুধা লয়ে
গ্রাস করলো
গ্রাম-গঞ্জ, নগর-বন্দর
কিন্তু পারে নি
পারে নি বধ করতে
স্বাধীনতাকামী সোনার হরিণটিরে।
আফছার উদ্দিন লিটন: ২০২১ সালের নভেম্বর-ডিসেম্বর মাসে হঠাৎ করে ফেসবুক কর্তৃপক্ষ গণহারে ফেসবুক ব্যবহারকারীদের আইডি রহ�...বিস্তারিত
চট্টলার ডাক ডেস্ক: ফুসফুসের রোগে যারা ভুগছেন, শ্বাস-প্রশ্বাসে মারাত্মক সমস্যা দেখা দিয়েছে তাদেরকে সুখবর দিয়েছে ডান্...বিস্তারিত
চট্টলার ডাক ডেস্ক: সত্তর দশকের শেষ দিকে সোলসের লিড গিটারিস্ট সাজেদুল আলম বিদেশ চলে যান। অনেকে এই শূন্য পদের জন্য আগ্র...বিস্তারিত
চট্টলার ডাক ডেস্ক: এটা হলো পৃথিবীর অন্যতম বৃহত্তম লাইব্রেরি “ The British Library" যেখানে বইয়ের পরিমাণ প্রায় ১৭০ থেকে ২০০ মি...বিস্তারিত
চট্টলার ডাক ডেস্ক: ইউরোপের বলকান অঞ্চলের স্বাধীন দেশ কসোভো (Republic of Kosovo)। এটি সর্বশেষ স্বাধীন মুসলিম রাষ্ট্র হিসেবে পৃথি�...বিস্তারিত
© Copyright 2024 Dainik Chattalar Dak