আজ  মঙ্গলবার, ১৭ সেপ্টেম্বর ২০২৪


স্মৃতির ফোকাস

  শাহেদা আলম   |   আপডেট: ০১:০৪ এএম, ২০২২-০৪-১৯    578

 

স্মৃতির ফোকাস স্মৃতির ফোকাস

স্মৃতির ফোকাস

শাহেদা আলম

মনের আঙ্গিনায়-
একটি স্মৃতির ফোকাস
বিষধর এক কালনাগ
তার উদ্ধত ফনা-২৫ শে মার্চ।

ভয়াল রাত-
মৃত্যুর আলিঙ্গনে হয়ত
বাঁধা পড়তাম বাসর রাতের
নব দম্পত্তির মত।

কিন্তু কি হল?
নিস্প্রদীপের কঠিন প্রহরা
ভীত শংকিত আত্মা-সন্ত্রস্ত্র
দৃঢ় প্রতিজ্ঞ তবু দারুণ প্রতিবাদ।

বেঁচে ছিলাম-
পিঁপড়ের মত,
পদদলিত হবার
দুরু দরু আশংকায়।

বিধির শাসন-
অবহেলে, কারফিউর
রক্ত চোখের শাসনে,
একান্ত বাধ্য হয়েছি।

অবাধ্য হবে?
গর্জন! এল.এম.জি
অথবা চাইনিজ রাইফেল,
অতঃপর বেয়নেটের ধর্ষণ।

বিবস্ত্র তুমি-
পীচঢালা সড়কের
পাষান শয্যায়
জমাট রক্ত, মাংসপি-
আর হাঁড়ের সমন্বয়ে
(তুমি তখন) ক্ষুধার্ত কুকুর আর
শকুনের খোরাক
অথবা ম্যানহোলের তমসায়
তোমার অভিসার।

বধ্য ভুমিতে-
একটি, দুটি অনেক তারপর-
চলেছে থেতলানো মাংস
আর তাজা রক্তের লীলা!
মৃত্যুর আর্তনাদের
টুিট চেপে ধরেছে
নরপিশাচের হিংস্র উল্লাস! 

নদীর বুকের-
অসংখ্য মৃতলাশ
ভেসে চলেছে স্বর্গের পানে (যেন)
বালুচরে কতক বিকৃত শব
স্বৈরাচারীদের ভ্রুকুটি করছে।
বিকৃত হাসি, বীভৎস ব্যাঙ্গ
আক্ষেপ নয় বিদ্রুপ!

প্রাণ বধ করেছিস?
ওরে কালপুরুষ প্রাণ কখনো
মরণ বরণ করেনা-
চিবিয়ে চিবিয়ে খা
আমার মুণ্ডু-মাথা
দেহের খোলস
কিন্তু পাবিনে এ সত্ত্বা

হিংস্র-দাবানলের-
লেলিহান বহ্নি
রাক্ষসী ক্ষুধা লয়ে
গ্রাস করলো
গ্রাম-গঞ্জ, নগর-বন্দর
কিন্তু পারে নি
পারে নি বধ করতে
স্বাধীনতাকামী সোনার হরিণটিরে।

 

 

রিলেটেড নিউজ

স্বাধীনতা আর গণতন্ত্র কোথায়?

মো. রাশেদুল ইসলাম-রাশেদ স্বাধীনতা আর গণতন্ত্র কোথায়? মো. রাশেদুল ইসলাম রাশেদ   তোমার দেয়া দেশটা শুধু আছে, নাম ভাঙিয়ে খা...বিস্তারিত


দিক হারা পথিক

আফছার উদ্দিন লিটন: দিক হারা পথিক আফছার উদ্দিন লিটন বেকারত্বের অভিশাপে তরুণদের মনে হাহাকার কে দেবে তাদের কর্মসংস্�...বিস্তারিত


জনতা ব্যাংক চাক্তাই শাখার গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত

চট্টলার ডাক ডেস্ক: জনতা ব্যাংক পিএলসি চাক্তাই শাখার উদ্যোগে ব্যাংক ব্যবস্থাপনা কর্তৃপক্ষের নির্দেশত “ ৫০ দিনের বি...বিস্তারিত


নারী শুধু ঘর সামলায় না

মো. বেলাল হোসেন চৌধুরী ‘নারী মাঠে যেতে পারে না’-এ কথা আমরা বলতে চায় না। তারা সব পারে; কিন্ত পারিবারিক ও সামাজিক অবস্থান �...বিস্তারিত


দাঁত থাকতে দাঁতের মর্যাদা বুঝে না কেউ

মো. বেলাল হোসেন চৌধুরী (১) আমি শুধুশুধু অনর্থক যেই ভদ্রলোকটার  বিরুদ্ধে আক্রোশ বা ষড়যন্ত্র করি, পরবর্তীতে দেখা যায় তার অ�...বিস্তারিত


তরুণ প্রকাশকদের অংশগ্রহণে তিনদিনব্যাপী ‌‌প্রশিক্ষণ কর্মশালার সনদপত্র বিতরণ অনুষ্ঠান সম্পন্ন

চট্টলার ডাক ডেস্ক: তরুণ প্রকাশকদের অংশগ্রহণে তিনদিনব্যাপী ‌‌'সৃজনশীল প্রকাশনা খাত: চ্যালেঞ্জ ও সম্ভাবনা' শীর্�...বিস্তারিত